নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হুট করে অবসর, এক দিনের ব্যবধানে অবসর ভেঙে ফেরা, এরপর ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো—গত দেড় মাসে এসব নিয়ে তামিম ইকবালকে দেখা গেছে তিনবার সংবাদ সম্মেলনে। ক্রিকেটীয় ব্যস্ততা থেকে এই কদিন বেশ দূরেই ছিলেন ৩৪ বছর বয়সী তারকা।
অবশেষে দেড় মাস পর ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম। আজ বিসিবির একাডেমি মাঠে বেলা ২টায় অনুশীলনে দেখা যায় তাঁকে। সেখানে ছিলেন এশিয়া কাপের ঘোষিত দলের বাইরে থাকা আরও ছয়-সাতজন ক্রিকেটার। তাঁদের নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প ব্যবস্থা করেছে বিসিবি।
এই ক্যাম্পে আছেন তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, সাঈফ হাসান, জাকির আলীরাও। সাইফ-জাকিররা রয়েছেন ইমার্জিং দলেও। তাঁরা প্রস্তুত হচ্ছেন এশিয়ান গেমসের জন্য। এই ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন তামিম।
শুরুতেই স্বভাবসুলভ মারমুখী কোনো ব্যাটিং নয়, নেটে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। এই অনুশীলনে বাংলাদেশি ওপেনারকে সাহায্য করছেন বিসিবির কোচ মাহবুবুল আনাম, সোহেল ইসলাম, বাংলাদেশ দলের ট্রেনার নিক লি। তাঁরা পর্যবেক্ষণ করেছেন তামিমের ব্যাটিং।
প্রতিযোগিতামূলক ম্যাচে তামিমকে সর্বশেষ দেখা গেছে গত ৫ জুলাই, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে। সেই ম্যাচের পরদিন আকস্মিকভাবে চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরদিন সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। পুনর্বাসন প্রক্রিয়া এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে এই বাঁহাতি ব্যাটারকে কয়েক সপ্তাহ ছুটিও দেওয়া হয়। এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান তামিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর আরও কয়েক দিনের পুনর্বাসন প্রক্রিয়ার দরকার ছিল। সেসব শেষ করে আজ ব্যাট হাতে অনুশীলনে ফিরলেন তামিম। মাঝখানে এই মাসের শুরুতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন তিনি। খেলছেন না এশিয়া কাপেও।
হুট করে অবসর, এক দিনের ব্যবধানে অবসর ভেঙে ফেরা, এরপর ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো—গত দেড় মাসে এসব নিয়ে তামিম ইকবালকে দেখা গেছে তিনবার সংবাদ সম্মেলনে। ক্রিকেটীয় ব্যস্ততা থেকে এই কদিন বেশ দূরেই ছিলেন ৩৪ বছর বয়সী তারকা।
অবশেষে দেড় মাস পর ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম। আজ বিসিবির একাডেমি মাঠে বেলা ২টায় অনুশীলনে দেখা যায় তাঁকে। সেখানে ছিলেন এশিয়া কাপের ঘোষিত দলের বাইরে থাকা আরও ছয়-সাতজন ক্রিকেটার। তাঁদের নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প ব্যবস্থা করেছে বিসিবি।
এই ক্যাম্পে আছেন তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, সাঈফ হাসান, জাকির আলীরাও। সাইফ-জাকিররা রয়েছেন ইমার্জিং দলেও। তাঁরা প্রস্তুত হচ্ছেন এশিয়ান গেমসের জন্য। এই ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন তামিম।
শুরুতেই স্বভাবসুলভ মারমুখী কোনো ব্যাটিং নয়, নেটে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। এই অনুশীলনে বাংলাদেশি ওপেনারকে সাহায্য করছেন বিসিবির কোচ মাহবুবুল আনাম, সোহেল ইসলাম, বাংলাদেশ দলের ট্রেনার নিক লি। তাঁরা পর্যবেক্ষণ করেছেন তামিমের ব্যাটিং।
প্রতিযোগিতামূলক ম্যাচে তামিমকে সর্বশেষ দেখা গেছে গত ৫ জুলাই, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে। সেই ম্যাচের পরদিন আকস্মিকভাবে চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরদিন সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। পুনর্বাসন প্রক্রিয়া এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে এই বাঁহাতি ব্যাটারকে কয়েক সপ্তাহ ছুটিও দেওয়া হয়। এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান তামিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর আরও কয়েক দিনের পুনর্বাসন প্রক্রিয়ার দরকার ছিল। সেসব শেষ করে আজ ব্যাট হাতে অনুশীলনে ফিরলেন তামিম। মাঝখানে এই মাসের শুরুতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন তিনি। খেলছেন না এশিয়া কাপেও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫