অনলাইন ডেস্ক
২৯ বছর পর আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তানে। এটা দেশটির জন্য সুখবরই। তবে টুর্নামেন্টের সূচনা দিনে পাকিস্তান দল সুখবর দিতে পারেনি দেশটিকে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের ৫ উইকেটে করা ৩২০ রানের জবাব দিতে পাকিস্তান অলআউট হয়ে গেছে ২৬০ রানে। তাতে ৬০ রানে জিতেছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে অজেয় এক দল নিউজিল্যান্ড। এর আগে তিনবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে পাকিস্তান; জিততে পারেনি একবারও। হারের সেই ধারা বজায় থাকল এবারও। দিন কয়েক আগেই পাকিস্তানের মাটিতে তিন জাতি সিরিজেও পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন ভালো হওয়া দরকার তেমন শুরু হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানে দলের দুই ব্যাটিং নির্ভরতা সৌদ শাকিল (৬) অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে (৩) হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। যা কাটিয়ে ওঠার জন্য বড় একটা জুটির দরকার ছিল স্বাগতিকদের। নিউজিল্যান্ড ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি হলেও পাকিস্তান ইনিংসে একটিও সেঞ্চুরি জুটি হয়নি। বাবর আজম চতুর্থ উইকেটে আগা সালমানকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন; যা ইনিংসের সর্বোচ্চ বড় জুটি। ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওপেনার বাবর আজম ৯০ বলে ৬৪ রান করেন। বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে জায়গা করে নেওয়া খুশদিল শাহ ৪৯ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৬৯। ও’রুর্কি ও স্যান্টনার নিয়েছেন ৩টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। দলীয় ৭৩ রানে ডেভন কনওয়ে (১০), কেন উইলিয়ামসন (১) ও ড্যারিল মিচেলকে (১০) ফিরে যান। এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াংয়ের সঙ্গে ল্যাথাম। দেখে শুনে খেলে ১২৬ বলে ১১৮ রান তোলেন তাঁরা। ইয়াংয়ের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ১১৩ বলে ১২টি চার ও ১টি ছয়ে ১০৭ রান করেন। ওয়ানডেতে এটি ইয়াংয়ের চতুর্থ সেঞ্চুরি। কনওয়ে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ল্যাথাম। পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে (৬১) নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটি উপহার দেন অধিনায়ক। ৭৪ বলে ১২৫ রান করেন তাঁরা।
১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস রানের তিন অঙ্ক ছুঁলেন। ওয়ানডেতে তাঁর অষ্টম সেঞ্চুরি ইনিংসটি ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো।
প্রথম ১০ ওভারে ৪৮ রান তোলা নিউজিল্যান্ড শেষ ১০ ওভারে তোলে ১১৩ রান। বল হাতে নাসিম শাহ ও হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।
২৯ বছর পর আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তানে। এটা দেশটির জন্য সুখবরই। তবে টুর্নামেন্টের সূচনা দিনে পাকিস্তান দল সুখবর দিতে পারেনি দেশটিকে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের ৫ উইকেটে করা ৩২০ রানের জবাব দিতে পাকিস্তান অলআউট হয়ে গেছে ২৬০ রানে। তাতে ৬০ রানে জিতেছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে অজেয় এক দল নিউজিল্যান্ড। এর আগে তিনবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে পাকিস্তান; জিততে পারেনি একবারও। হারের সেই ধারা বজায় থাকল এবারও। দিন কয়েক আগেই পাকিস্তানের মাটিতে তিন জাতি সিরিজেও পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন ভালো হওয়া দরকার তেমন শুরু হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানে দলের দুই ব্যাটিং নির্ভরতা সৌদ শাকিল (৬) অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে (৩) হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। যা কাটিয়ে ওঠার জন্য বড় একটা জুটির দরকার ছিল স্বাগতিকদের। নিউজিল্যান্ড ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি হলেও পাকিস্তান ইনিংসে একটিও সেঞ্চুরি জুটি হয়নি। বাবর আজম চতুর্থ উইকেটে আগা সালমানকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন; যা ইনিংসের সর্বোচ্চ বড় জুটি। ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওপেনার বাবর আজম ৯০ বলে ৬৪ রান করেন। বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে জায়গা করে নেওয়া খুশদিল শাহ ৪৯ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৬৯। ও’রুর্কি ও স্যান্টনার নিয়েছেন ৩টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। দলীয় ৭৩ রানে ডেভন কনওয়ে (১০), কেন উইলিয়ামসন (১) ও ড্যারিল মিচেলকে (১০) ফিরে যান। এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াংয়ের সঙ্গে ল্যাথাম। দেখে শুনে খেলে ১২৬ বলে ১১৮ রান তোলেন তাঁরা। ইয়াংয়ের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ১১৩ বলে ১২টি চার ও ১টি ছয়ে ১০৭ রান করেন। ওয়ানডেতে এটি ইয়াংয়ের চতুর্থ সেঞ্চুরি। কনওয়ে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ল্যাথাম। পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে (৬১) নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটি উপহার দেন অধিনায়ক। ৭৪ বলে ১২৫ রান করেন তাঁরা।
১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস রানের তিন অঙ্ক ছুঁলেন। ওয়ানডেতে তাঁর অষ্টম সেঞ্চুরি ইনিংসটি ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো।
প্রথম ১০ ওভারে ৪৮ রান তোলা নিউজিল্যান্ড শেষ ১০ ওভারে তোলে ১১৩ রান। বল হাতে নাসিম শাহ ও হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে