ক্রীড়া ডেস্ক
সতীর্থরা উপহার দিলেন দলের সব খেলোয়াড়ের স্বাক্ষরিত বিশেষ জার্সি, নির্বাচক হান্নান সরকার তুলে দিলেন বিসিবির বিশেষ সম্মাননা ক্রেস্ট। নিজের মাঠে বেশ সুন্দর বিদায়ী সংবর্ধনা পেলেন রাজশাহীর ক্রিকেটার ফরহাদ হোসেন। প্রায় দুই দশকের প্রথম শ্রেণি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন আজ ৩৮ ছুঁই ছুঁই এই অলরাউন্ডার। ফরহাদের বিদায়টা আরও সুন্দর হতো, যদি রংপুরের বিপক্ষে জিততে পারত রাজশাহী।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে ১০১ রানে রংপুরের কাছে হেরে গেছে রাজশাহী। ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৬১ রানে গুটিয়ে গেছে তারা। প্রথম ইনিংসে রংপুর ও রাজশাহী দুই দলেরই স্কোর ছিল সমান ১৮৯।
বিদায়ী ম্যাচে রাজশাহীর ফরহাদ প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংস করেছেন ৯ রান। চলতি লিগে আট ইনিংসে একবার ছুঁতে পেরেছেন ফিফটি (৯৭)। ২০০৫ সালে রাজশাহী স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ফরহাদের। ১৬১ ম্যাচে করেছেন ৯০৬৫ রান, গড় ৩৫.৯৭। ১৮টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৬ ফিফটি। বল হাতে নিয়েছেন ১৬৫ উইকেট।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে সিলেটের বিপক্ষে ফলোঅনে পড়েও দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরি, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের ফিফটিতে জয়ের সমান ড্র করেছে খুলনা। প্রথম ইনিংসে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছিল সিলেট। বিপরীতে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়ে যায় খুলনা। তাতে ২২৩ রানের লিড পায় সিলেট। আর হারের শঙ্কা জেঁকে বসে খুলনার ওপর।
তবে আজ শেষ দিন বিজয়ের ১০১ বলে ৫৪, ইমরুলের ১৬২ বলে ৭১, মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১০৮ বলে ১০২ এবং নুরুল হাসান সোহানের ৬০ বলে ৬০ রানের ইনিংসে চড়ে ৩ উইকেটে ২৯৬ রান করলে সিলেট, দিনের খেলা শেষ হয়ে যায়।
সিলেটে ড্র হয়ে গেছে ঢাকা ও ঢাকা মহানগরের ম্যাচটিও। মহানগরের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ঢাকা ১৪৮ রান তুললে ম্যাচ ড্র হয়ে যায়। তার আগে ১১ রানে পিছিয়ে থেকে মহানগর দ্বিতীয় ইনিংসে করেছে ২৬৭ রান। ঢাকার পেসার এনামুল হক নিয়েছেন ৬ উইকেট।
এনসিএলের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিল
জয় হার ড্র পয়েন্ট
সিলেট ২ ০ ২ ৬
ঢাকা মহানগর ২ ১ ১ ৫
রংপুর ২ ১ ১ ৫
খুলনা ১ ০ ৩ ৫
ঢাকা ০ ০ ৪ ৪
রাজশাহী ১ ২ ১ ৩
চট্টগ্রাম ১ ২ ১ ৩
বরিশাল ০ ৩ ১ ১
সতীর্থরা উপহার দিলেন দলের সব খেলোয়াড়ের স্বাক্ষরিত বিশেষ জার্সি, নির্বাচক হান্নান সরকার তুলে দিলেন বিসিবির বিশেষ সম্মাননা ক্রেস্ট। নিজের মাঠে বেশ সুন্দর বিদায়ী সংবর্ধনা পেলেন রাজশাহীর ক্রিকেটার ফরহাদ হোসেন। প্রায় দুই দশকের প্রথম শ্রেণি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন আজ ৩৮ ছুঁই ছুঁই এই অলরাউন্ডার। ফরহাদের বিদায়টা আরও সুন্দর হতো, যদি রংপুরের বিপক্ষে জিততে পারত রাজশাহী।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে ১০১ রানে রংপুরের কাছে হেরে গেছে রাজশাহী। ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৬১ রানে গুটিয়ে গেছে তারা। প্রথম ইনিংসে রংপুর ও রাজশাহী দুই দলেরই স্কোর ছিল সমান ১৮৯।
বিদায়ী ম্যাচে রাজশাহীর ফরহাদ প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংস করেছেন ৯ রান। চলতি লিগে আট ইনিংসে একবার ছুঁতে পেরেছেন ফিফটি (৯৭)। ২০০৫ সালে রাজশাহী স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ফরহাদের। ১৬১ ম্যাচে করেছেন ৯০৬৫ রান, গড় ৩৫.৯৭। ১৮টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৬ ফিফটি। বল হাতে নিয়েছেন ১৬৫ উইকেট।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে সিলেটের বিপক্ষে ফলোঅনে পড়েও দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরি, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের ফিফটিতে জয়ের সমান ড্র করেছে খুলনা। প্রথম ইনিংসে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছিল সিলেট। বিপরীতে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়ে যায় খুলনা। তাতে ২২৩ রানের লিড পায় সিলেট। আর হারের শঙ্কা জেঁকে বসে খুলনার ওপর।
তবে আজ শেষ দিন বিজয়ের ১০১ বলে ৫৪, ইমরুলের ১৬২ বলে ৭১, মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১০৮ বলে ১০২ এবং নুরুল হাসান সোহানের ৬০ বলে ৬০ রানের ইনিংসে চড়ে ৩ উইকেটে ২৯৬ রান করলে সিলেট, দিনের খেলা শেষ হয়ে যায়।
সিলেটে ড্র হয়ে গেছে ঢাকা ও ঢাকা মহানগরের ম্যাচটিও। মহানগরের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ঢাকা ১৪৮ রান তুললে ম্যাচ ড্র হয়ে যায়। তার আগে ১১ রানে পিছিয়ে থেকে মহানগর দ্বিতীয় ইনিংসে করেছে ২৬৭ রান। ঢাকার পেসার এনামুল হক নিয়েছেন ৬ উইকেট।
এনসিএলের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিল
জয় হার ড্র পয়েন্ট
সিলেট ২ ০ ২ ৬
ঢাকা মহানগর ২ ১ ১ ৫
রংপুর ২ ১ ১ ৫
খুলনা ১ ০ ৩ ৫
ঢাকা ০ ০ ৪ ৪
রাজশাহী ১ ২ ১ ৩
চট্টগ্রাম ১ ২ ১ ৩
বরিশাল ০ ৩ ১ ১
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে