আইসিসি ইভেন্টে ভারতের ম্যাচ থাকলেই যে বেশি সরব হয়ে যান মাইকেল ভন। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করেন ভারতকে নিয়ে। কখনো সেটা ব্যঙ্গাত্মক, কখনোবা প্রশংসামূলক। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে কথার সুর বদলেছেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ককেও পাল্টা দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।
এবারের বিশ্বকাপে ত্রিনিদাদে গতকাল বাংলাদেশ সময় সকালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকলেও আফগানদের স্রেফ উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। ম্যাচ চলা অবস্থায় নিজের এক্স হ্যান্ডলে ভন লেখেন, ‘এই সেমিটা অবশ্যই গায়ানায় হওয়া উচিত ছিল। তবে পুরো ইভেন্ট তো ভারতকেন্দ্রিক। অন্যদের ওপর অবিচার হচ্ছে।’ বাংলাদেশ সময় গতকাল রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেছে ইংল্যান্ড। দুর্দান্ত ভারতের সামনে যখন ইংল্যান্ড অসহায়, ভন তখন এক্সে লেখেন, ‘ভারত ফাইনালে ওঠার যোগ্য। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল। এই পিচে ইংল্যান্ডের জন্য খেলা কঠিন হচ্ছিল। এমন লোয়ার স্লোয়ার স্পিনিং পিচে ভারত অনেক ভালো খেলেছে।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ভারত নিয়েছে মধুর প্রতিশোধ। ভারতের দুই স্পিনার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব নিয়েছেন ৩টি করে উইকেট। ভন সুর বদলানোর পর ভারত-ইংল্যান্ড ম্যাচের ফল নিয়ে মজার এক উত্তর দেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের এক্স হ্যান্ডলে ক্যালকুলাসের এক জটিল সূত্র লেখেন অশ্বিন। শেষে লিখেছেন, ‘ভারত এভাবেই জিতেছে।’
সামাজিকমাধ্যমে ভন ও ওয়াসিম জাফরের খুনসুটির কথা তো কারও অজানা নয়। নিজের এক্স হ্যান্ডলে জাফর লিখেছেন, ‘আশা করি আপনি এখন ভালো আছেন মাইকেল ভন।’ সঙ্গে ৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন জাফর। যেখানে দেখা গেছে এক শিশু দুষ্টুমির হাসি দিচ্ছে। ভনও বেশ মজা পেয়েছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এক্সে লিখেছেন, ‘আপনার থেকে শুনে ভালো লাগছে ওয়াসিম। ভারত দারুণ পারফরম্যান্স করেছে। বিশ্বকাপের সেরা দল এবং গত নভেম্বরের মতো সহজে জেতা উচিত।’ বার্বাডোজের কেনসিংটন ওভালে আগামীকাল বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। দুটি দলই এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত। ভারতের ৮ ম্যাচ খেলার কথা থাকলেও একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বাকি ৭ ম্যাচের ৭টিতেই জিতেছে এশিয়ার দলটি। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৮ ম্যাচের ৮টিতেই।
আইসিসি ইভেন্টে ভারতের ম্যাচ থাকলেই যে বেশি সরব হয়ে যান মাইকেল ভন। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করেন ভারতকে নিয়ে। কখনো সেটা ব্যঙ্গাত্মক, কখনোবা প্রশংসামূলক। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে কথার সুর বদলেছেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ককেও পাল্টা দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।
এবারের বিশ্বকাপে ত্রিনিদাদে গতকাল বাংলাদেশ সময় সকালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকলেও আফগানদের স্রেফ উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। ম্যাচ চলা অবস্থায় নিজের এক্স হ্যান্ডলে ভন লেখেন, ‘এই সেমিটা অবশ্যই গায়ানায় হওয়া উচিত ছিল। তবে পুরো ইভেন্ট তো ভারতকেন্দ্রিক। অন্যদের ওপর অবিচার হচ্ছে।’ বাংলাদেশ সময় গতকাল রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেছে ইংল্যান্ড। দুর্দান্ত ভারতের সামনে যখন ইংল্যান্ড অসহায়, ভন তখন এক্সে লেখেন, ‘ভারত ফাইনালে ওঠার যোগ্য। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল। এই পিচে ইংল্যান্ডের জন্য খেলা কঠিন হচ্ছিল। এমন লোয়ার স্লোয়ার স্পিনিং পিচে ভারত অনেক ভালো খেলেছে।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ভারত নিয়েছে মধুর প্রতিশোধ। ভারতের দুই স্পিনার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব নিয়েছেন ৩টি করে উইকেট। ভন সুর বদলানোর পর ভারত-ইংল্যান্ড ম্যাচের ফল নিয়ে মজার এক উত্তর দেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের এক্স হ্যান্ডলে ক্যালকুলাসের এক জটিল সূত্র লেখেন অশ্বিন। শেষে লিখেছেন, ‘ভারত এভাবেই জিতেছে।’
সামাজিকমাধ্যমে ভন ও ওয়াসিম জাফরের খুনসুটির কথা তো কারও অজানা নয়। নিজের এক্স হ্যান্ডলে জাফর লিখেছেন, ‘আশা করি আপনি এখন ভালো আছেন মাইকেল ভন।’ সঙ্গে ৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন জাফর। যেখানে দেখা গেছে এক শিশু দুষ্টুমির হাসি দিচ্ছে। ভনও বেশ মজা পেয়েছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এক্সে লিখেছেন, ‘আপনার থেকে শুনে ভালো লাগছে ওয়াসিম। ভারত দারুণ পারফরম্যান্স করেছে। বিশ্বকাপের সেরা দল এবং গত নভেম্বরের মতো সহজে জেতা উচিত।’ বার্বাডোজের কেনসিংটন ওভালে আগামীকাল বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। দুটি দলই এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত। ভারতের ৮ ম্যাচ খেলার কথা থাকলেও একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বাকি ৭ ম্যাচের ৭টিতেই জিতেছে এশিয়ার দলটি। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৮ ম্যাচের ৮টিতেই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫