অনলাইন ডেস্ক
ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে অভিনবত্ব আনতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ঝলক দেখা গেল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের শিরোপা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।
আগামী ১১ ডিসেম্বর সিলেটে শুরু হবে এনসিএলের এই সংস্করণ। টুর্নামেন্ট চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আজ বিকেলে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আট দলের অধিনায়ক এবং বিসিবি কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মোচন করা হয় ট্রফি।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিল ভিন্নমাত্রার আয়োজন। আট দলের অধিনায়কেরা অংশ নেন একটি পাজল গেমে। মঞ্চের পেছনের বোর্ডে বাংলাদেশের মানচিত্রে নিজের বিভাগকে চিহ্নিত করে পাজল সম্পন্ন প্রতি দলের অধিনায়কেরা। শেষে উন্মোচিত হয় সোনালি ট্রফি। তবে ট্রফি উন্মোচনে আট দলের অধিনায়ক ফটোসেশনে অংশ নেন একই রঙের জার্সি পরে।
ট্রফি উন্মোচন শেষে অধিনায়কেরা শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান। চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি বলেন, ‘আমাদের দলে তামিম (ইকবাল) ভাই আছেন। তার অভিজ্ঞতা ও সমর্থনে আমরা ভালো খেলতে পারব। শিরোপা জয়ের লক্ষ্য তো থাকছেই।’
ঢাকা মহানগরের অধিনায়ক নাঈম শেখ বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য। এতে বিপিএলের আগে দলগুলো ছন্দ পাবে, অনেকে খেলার সুযোগ পাবে। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।’
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু এবং স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে অভিনবত্ব আনতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ঝলক দেখা গেল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের শিরোপা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।
আগামী ১১ ডিসেম্বর সিলেটে শুরু হবে এনসিএলের এই সংস্করণ। টুর্নামেন্ট চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আজ বিকেলে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আট দলের অধিনায়ক এবং বিসিবি কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মোচন করা হয় ট্রফি।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিল ভিন্নমাত্রার আয়োজন। আট দলের অধিনায়কেরা অংশ নেন একটি পাজল গেমে। মঞ্চের পেছনের বোর্ডে বাংলাদেশের মানচিত্রে নিজের বিভাগকে চিহ্নিত করে পাজল সম্পন্ন প্রতি দলের অধিনায়কেরা। শেষে উন্মোচিত হয় সোনালি ট্রফি। তবে ট্রফি উন্মোচনে আট দলের অধিনায়ক ফটোসেশনে অংশ নেন একই রঙের জার্সি পরে।
ট্রফি উন্মোচন শেষে অধিনায়কেরা শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান। চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি বলেন, ‘আমাদের দলে তামিম (ইকবাল) ভাই আছেন। তার অভিজ্ঞতা ও সমর্থনে আমরা ভালো খেলতে পারব। শিরোপা জয়ের লক্ষ্য তো থাকছেই।’
ঢাকা মহানগরের অধিনায়ক নাঈম শেখ বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য। এতে বিপিএলের আগে দলগুলো ছন্দ পাবে, অনেকে খেলার সুযোগ পাবে। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।’
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু এবং স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫