নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বিকেএসপিতে দুই ম্যাচের কোনোটিই মাঠে গড়ানো যায়নি। পরিত্যক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ–গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন–রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তেমন বাধার মুখে পড়তে হয়নি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
সপ্তম রাউন্ডের শেষ দিনে আজ ঢাকা প্রিমিয়ার লিগে টেবিলের দুইয়ে ওঠার সুযোগ ছিল অগ্রণী ব্যাংকের। তবে অপেক্ষাকৃত দুর্বল পারটেক্সের বিপক্ষে সেটা কাজে লাগাতে ব্যর্থ হলো তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ২১৮ রানেই গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় তারা। জাওয়াদ রুয়েনের বলে জয়রাজ শেখ ক্যাচ তুলে দিলে শুরু হয় উইকেট পতনের ধারা। স্পিনার নাঈম ইসলাম জুনিয়র, পেসার আলাউদ্দিন বাবু, রুয়েন ও মোহর শেখের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইমরুল কায়েসের দল।
সর্বোচ্চ ৬৭ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ৮৭ বলে ৫ চারে ইনিংসটি খেলেন তিনি। এছাড়া সাদমান ইসলাম ৩১, শুভাগত হোম ২৭ ও ইমরুল করেন ১৯ রান। শেষ দিকে মেহেদী হাসান রানার ২২ রানের ক্যামিও ইনিংসে ২০০ পার করে অগ্রণী ব্যাংক। পারটেক্সের হয়ে ৪১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র। এছাড়া দুটি করে শিকার মোহর শেখ, আলাউদ্দিন বাবু ও রুয়েনের।
পারটেক্সের জন্য এই ম্যাচ ছিল অবনমন এড়ানোর লড়াই। সেই লড়াইয়ে দলকে জেতানোর নায়ক মোহাম্মদ রাকিব। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম ম্যাচ খেলতে নেমে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। উইকেটকিপার আদিল ৩২ ও তানভির হোসেন ২৫ রান করে রাকিবকে সঙ্গ দেন।
শেষ ওভারে পারটেক্সের প্রয়োজন ছিল ১০ রান। তায়েবুর রহমানের করা ওভারে দুইটি চার ও একটি সিঙ্গেলে ৯ রান তুলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান রাকিব। শেষ বলে আব্দুল গাফফার রনির এক রানের সুবাদে জয় নিশ্চিত করে পারটেক্স। ১০৩ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন রাকিব।
এই জয়ে টেবিলের নয়ে উঠেছে পারটেক্স। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে অগ্রণী ব্যাংক।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বিকেএসপিতে দুই ম্যাচের কোনোটিই মাঠে গড়ানো যায়নি। পরিত্যক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ–গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন–রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তেমন বাধার মুখে পড়তে হয়নি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
সপ্তম রাউন্ডের শেষ দিনে আজ ঢাকা প্রিমিয়ার লিগে টেবিলের দুইয়ে ওঠার সুযোগ ছিল অগ্রণী ব্যাংকের। তবে অপেক্ষাকৃত দুর্বল পারটেক্সের বিপক্ষে সেটা কাজে লাগাতে ব্যর্থ হলো তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ২১৮ রানেই গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় তারা। জাওয়াদ রুয়েনের বলে জয়রাজ শেখ ক্যাচ তুলে দিলে শুরু হয় উইকেট পতনের ধারা। স্পিনার নাঈম ইসলাম জুনিয়র, পেসার আলাউদ্দিন বাবু, রুয়েন ও মোহর শেখের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইমরুল কায়েসের দল।
সর্বোচ্চ ৬৭ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ৮৭ বলে ৫ চারে ইনিংসটি খেলেন তিনি। এছাড়া সাদমান ইসলাম ৩১, শুভাগত হোম ২৭ ও ইমরুল করেন ১৯ রান। শেষ দিকে মেহেদী হাসান রানার ২২ রানের ক্যামিও ইনিংসে ২০০ পার করে অগ্রণী ব্যাংক। পারটেক্সের হয়ে ৪১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র। এছাড়া দুটি করে শিকার মোহর শেখ, আলাউদ্দিন বাবু ও রুয়েনের।
পারটেক্সের জন্য এই ম্যাচ ছিল অবনমন এড়ানোর লড়াই। সেই লড়াইয়ে দলকে জেতানোর নায়ক মোহাম্মদ রাকিব। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম ম্যাচ খেলতে নেমে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। উইকেটকিপার আদিল ৩২ ও তানভির হোসেন ২৫ রান করে রাকিবকে সঙ্গ দেন।
শেষ ওভারে পারটেক্সের প্রয়োজন ছিল ১০ রান। তায়েবুর রহমানের করা ওভারে দুইটি চার ও একটি সিঙ্গেলে ৯ রান তুলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান রাকিব। শেষ বলে আব্দুল গাফফার রনির এক রানের সুবাদে জয় নিশ্চিত করে পারটেক্স। ১০৩ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন রাকিব।
এই জয়ে টেবিলের নয়ে উঠেছে পারটেক্স। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে অগ্রণী ব্যাংক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে