Ajker Patrika

যে কারণে প্রথম টেস্টে নেই তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৬: ১৬
যে কারণে প্রথম টেস্টে নেই তামিম

চোট কাটিয়ে ১১ মাস পর টেস্টে ফেরার অপেক্ষায় ছিলেন তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওপেনিংয়ে নতুন সঙ্গীও পেয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচের দিন সকালে হঠাৎ পেটে ব্যথা শুরু হওয়ায় প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার।

আজ দক্ষিণ আফ্রিকা থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়জেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ফিজিও বলেছেন, ‘তামিম আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে প্রচণ্ড পেট ব্যথায় ভুগছে। আমাদের ডাক্তাররা ওর সঙ্গে হোটেলেই আছে। তামিমকে আমরা আর মাঠে নিয়ে আসিনি, যেহেতু ওর পেটে অনেক ব্যথা হচ্ছে, টয়লেটিং হচ্ছে। এরই মধ্যে ওষুধ দেওয়া হয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যে কমে আসবে। দেখা যাক কী হয়।’

তামিমের সঙ্গে ডারবান টেস্ট খেলা হচ্ছে না তরুণ পেসার শরিফুল ইসলামের। পিঠের ব্যথায় তাঁকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই। সেই শঙ্কাই সত্যি হলো। অনুশীলনের পর দুর্বহ হয়ে পড়ছেন শরিফুল। এজন্য প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।

বায়জেদুলের ব্যাখ্যা, ‘শরিফুলের ক্ষেত্রে যেটা হয়েছে, ওর পিঠের চোট আছে। অনুশীলনের পর কিছুটা দুর্বলতা অনুভব করছে। এজন্য আমরা তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না। ওকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত