অস্ট্রেলিয়ার কাছেই গত রোববার ২০২৩ বিশ্বকাপের শিরোপা খুইয়েছিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন প্রায় ১ লাখ দর্শককে কাঁদিয়ে ষষ্ঠবারের ওপর ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। তিন দিন বিরতিতে গতকাল বিশাখাপত্তনমে শুরু হয়েছে বিশ্বকাপ ফাইনালিস্টদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত।
বিশাখাপত্তনমে গতকাল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টিতে সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্য। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৯ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ২০৭ রান। ওভারের তৃতীয় বলে শন অ্যাবটের বাউন্সার পুল করতে যান অক্ষর প্যাটেল। আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করেছেন বোলার অ্যাবট। পরের বলে রান আউট হলেন রবি বিষ্ণুই। ২ বলে ২ রানের সমীকরণ যখন, তখন রিংকু সিং ২ রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাটা পড়েন আর্শদীপ সিং। এরপর ওভারের শেষ বলে ছক্কা মেরে ভারতকে রোমাঞ্চকর জয় এনে দেন রিংকু। যদিও অ্যাবট নো বল করায় ছক্কা যোগ হয়নি। ১ বল হাতে রেখে ২ উইকেটের জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ভারত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে পাঁচবার ২০০ বা তার অধিক রান তাড়া করে জিতেছে ভারত। এই তালিকায় ভারতীয় ক্রিকেট দল শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ২০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে চারবার। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার এই কীর্তি রয়েছে তিনবার করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ম্যাচের আগে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ২০১৯ সালে। চার বছর আগে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৮ রানের লক্ষ্য ভারত জিতেছিল ৮ বল হাতে রেখে। অজিদের বিপক্ষে এর আগেও ২০০-এর বেশি রান তাড়া করে জয়ের কীর্তি রয়েছে ভারতের। ২০১৩ সালে রাজকোটে অজিদের বিপক্ষে ২০২ রান তাড়া করে ভারত জিতেছিল ২ বল হাতে রেখে। যুবরাজ সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতীয়রা তখন ৬ উইকেটের জয় পেয়েছিল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা তার অধিক রান তাড়া করে জয়:
ভারত-৫
দক্ষিণ আফ্রিকা-৪
পাকিস্তান-৩
অস্ট্রেলিয়া-৩
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে সেরা পাঁচ জয়:
২০৯ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; বিশাখাপত্তনম; ২০২৩
২০৮ রান; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; হায়দরবাদ; ২০১৯
২০৭ রান; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; মোহালি; ২০০৯
২০৪ রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; অকল্যান্ড; ২০২০
২০২ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; রাজকোট; ২০১৩
অস্ট্রেলিয়ার কাছেই গত রোববার ২০২৩ বিশ্বকাপের শিরোপা খুইয়েছিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন প্রায় ১ লাখ দর্শককে কাঁদিয়ে ষষ্ঠবারের ওপর ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। তিন দিন বিরতিতে গতকাল বিশাখাপত্তনমে শুরু হয়েছে বিশ্বকাপ ফাইনালিস্টদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত।
বিশাখাপত্তনমে গতকাল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টিতে সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্য। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৯ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ২০৭ রান। ওভারের তৃতীয় বলে শন অ্যাবটের বাউন্সার পুল করতে যান অক্ষর প্যাটেল। আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করেছেন বোলার অ্যাবট। পরের বলে রান আউট হলেন রবি বিষ্ণুই। ২ বলে ২ রানের সমীকরণ যখন, তখন রিংকু সিং ২ রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাটা পড়েন আর্শদীপ সিং। এরপর ওভারের শেষ বলে ছক্কা মেরে ভারতকে রোমাঞ্চকর জয় এনে দেন রিংকু। যদিও অ্যাবট নো বল করায় ছক্কা যোগ হয়নি। ১ বল হাতে রেখে ২ উইকেটের জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ভারত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে পাঁচবার ২০০ বা তার অধিক রান তাড়া করে জিতেছে ভারত। এই তালিকায় ভারতীয় ক্রিকেট দল শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ২০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে চারবার। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার এই কীর্তি রয়েছে তিনবার করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ম্যাচের আগে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ২০১৯ সালে। চার বছর আগে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৮ রানের লক্ষ্য ভারত জিতেছিল ৮ বল হাতে রেখে। অজিদের বিপক্ষে এর আগেও ২০০-এর বেশি রান তাড়া করে জয়ের কীর্তি রয়েছে ভারতের। ২০১৩ সালে রাজকোটে অজিদের বিপক্ষে ২০২ রান তাড়া করে ভারত জিতেছিল ২ বল হাতে রেখে। যুবরাজ সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতীয়রা তখন ৬ উইকেটের জয় পেয়েছিল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা তার অধিক রান তাড়া করে জয়:
ভারত-৫
দক্ষিণ আফ্রিকা-৪
পাকিস্তান-৩
অস্ট্রেলিয়া-৩
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে সেরা পাঁচ জয়:
২০৯ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; বিশাখাপত্তনম; ২০২৩
২০৮ রান; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; হায়দরবাদ; ২০১৯
২০৭ রান; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; মোহালি; ২০০৯
২০৪ রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; অকল্যান্ড; ২০২০
২০২ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; রাজকোট; ২০১৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫