ছয় টেস্টের ছোট্ট ক্যারিয়ারেই পাকিস্তানের অনেক কিংবদন্তি ব্যাটারদের পেছনে ফেললেন সৌদ শাকিল। শ্রীলঙ্কার মাটিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।
শাকিলের ডাবল সেঞ্চুরিতে গল টেস্টের নিয়ন্ত্রণও পাকিস্তানের হাতে। প্রথম ইনিংসে ৪৬১ রানে দল অলআউট হলেও ২০৮ রানে অপরাজিত থাকেন বাঁ হাতি ব্যাটার। তৃতীয় দিনের খেলে শেষে ১৩৫ রানের লিড পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ১৪ রান তুলেছে শ্রীলঙ্কা।
ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টেই টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা শাকিলের রেকর্ড গড়ার পথটা সহজ ছিল না। প্রবাথ জয়াসুরিয়ার স্পিন মায়ায় শুরু থেকেই ব্যাকফুটে ছিল পাকিস্তান। ১০১ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে সেখান থেকে পথ দেখান তিনি। আগা সালমানকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান তিনি। দলীয় ২৭৮ রানে সালমান ব্যক্তিগত ৮৩ রানে আউট হলে বোলারদের নিয়ে দলকে লিড এনে দেওয়ার কাজ করেন। এই কাজ করতে গিয়ে কঠিন এক পথ পাড়ি দিয়েছেন বাঁ হাতি ব্যাটার।
সালমানের সঙ্গে জুটি ভাঙার পর দলের শেষ ১৮৩ রানের মধ্যে একশোর বেশি রান করেছেন শাকিল। এর মধ্যে নবম উইকেটে নাসিম শাহকে নিয়ে ২৪৩ বলে ৯৪ রানের জুটি গড়েন শাকিল। জুটিতে মাত্র ৬ রানের অবদান রেখেছেন নাসিম। তবে এই পেসার ৭৮ বল না খেললে হয়তো শাকিলের ডাবল সেঞ্চুরি করা হতো না। স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার বলে চার মেরে দ্বিশতক পূর্ণ করেন তিনি। তাঁর ৩৬১ বলে অপরাজিত ২০৮ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও চার ছিল ১৯ টি। শ্রীলঙ্কার হয়ে ১৩৬ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার রমেশ মেন্ডিস।
শাকিলের আগে শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ ও ইউনিস খান। তবে দুজনের কেউই করতে পারেননি। ইউনিস ১৭৭ রানে আটকে গেলেও দ্বিশতকের খুব কাছে গিয়েছিলেন হাফিজ। কিন্তু শেষ পর্যন্ত ১৯৬ রানে আউট হওয়ায় দ্বীপরাষ্ট্রটিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা হয়নি তাঁর। শাকিল দুজনের সেই আক্ষেপ এবার দূর করলেন পাকিস্তানি ব্যাটারদের মধ্যে বিরল এক রেকর্ড করে।
ছয় টেস্টের ছোট্ট ক্যারিয়ারেই পাকিস্তানের অনেক কিংবদন্তি ব্যাটারদের পেছনে ফেললেন সৌদ শাকিল। শ্রীলঙ্কার মাটিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।
শাকিলের ডাবল সেঞ্চুরিতে গল টেস্টের নিয়ন্ত্রণও পাকিস্তানের হাতে। প্রথম ইনিংসে ৪৬১ রানে দল অলআউট হলেও ২০৮ রানে অপরাজিত থাকেন বাঁ হাতি ব্যাটার। তৃতীয় দিনের খেলে শেষে ১৩৫ রানের লিড পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ১৪ রান তুলেছে শ্রীলঙ্কা।
ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টেই টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা শাকিলের রেকর্ড গড়ার পথটা সহজ ছিল না। প্রবাথ জয়াসুরিয়ার স্পিন মায়ায় শুরু থেকেই ব্যাকফুটে ছিল পাকিস্তান। ১০১ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে সেখান থেকে পথ দেখান তিনি। আগা সালমানকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান তিনি। দলীয় ২৭৮ রানে সালমান ব্যক্তিগত ৮৩ রানে আউট হলে বোলারদের নিয়ে দলকে লিড এনে দেওয়ার কাজ করেন। এই কাজ করতে গিয়ে কঠিন এক পথ পাড়ি দিয়েছেন বাঁ হাতি ব্যাটার।
সালমানের সঙ্গে জুটি ভাঙার পর দলের শেষ ১৮৩ রানের মধ্যে একশোর বেশি রান করেছেন শাকিল। এর মধ্যে নবম উইকেটে নাসিম শাহকে নিয়ে ২৪৩ বলে ৯৪ রানের জুটি গড়েন শাকিল। জুটিতে মাত্র ৬ রানের অবদান রেখেছেন নাসিম। তবে এই পেসার ৭৮ বল না খেললে হয়তো শাকিলের ডাবল সেঞ্চুরি করা হতো না। স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার বলে চার মেরে দ্বিশতক পূর্ণ করেন তিনি। তাঁর ৩৬১ বলে অপরাজিত ২০৮ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও চার ছিল ১৯ টি। শ্রীলঙ্কার হয়ে ১৩৬ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার রমেশ মেন্ডিস।
শাকিলের আগে শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ ও ইউনিস খান। তবে দুজনের কেউই করতে পারেননি। ইউনিস ১৭৭ রানে আটকে গেলেও দ্বিশতকের খুব কাছে গিয়েছিলেন হাফিজ। কিন্তু শেষ পর্যন্ত ১৯৬ রানে আউট হওয়ায় দ্বীপরাষ্ট্রটিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা হয়নি তাঁর। শাকিল দুজনের সেই আক্ষেপ এবার দূর করলেন পাকিস্তানি ব্যাটারদের মধ্যে বিরল এক রেকর্ড করে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫