ক্রীড়া ডেস্ক
লাহোরে ২০২৫ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি বেশ দারুণভাবেই সেরে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছিল তারা। আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়েছে ১৬৭ রানের বড় ব্যবধানে। দুই জয়ে মূল লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ তৃপ্তির হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ও ফারজানা হক পিংকির ফিফটিতে ৪৯.৪ ওভারে ২৭৬ রান তোলে তারা। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে মারুফা-রাবেয়া খানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৯.১ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল।
বাংলাদেশর বোলিং আক্রমণের সামনে পাকিস্তান ‘এ’ দলের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও ব্যর্থ হয়েছে। এর মধ্যে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন দুয়া মজিদ। এ ছাড়া ৭ নম্বরে নেমে ইমান ফাতিমা ১৫ ও আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন উম্মে হানি। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা, রাবেয়া ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে ফারজানার ৮৫ বলে ৫ চারে ৫০, জ্যোতির ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০, দিলারা আক্তারের ১৭ বলে ২৯ রানের সৌজন্যে দুই শ পেরোয় বাংলাদেশ। ২১০ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ উইকেটে নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস ৬৬ রানের অসাধারণ এক জুটি গড়েন। এর মধ্যে ১১ নম্বরে নেমে ৩৪ বলে ৮ চারে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জান্নাতুল। পাকিস্তানের ওয়াহিদা আখতার ও উম্মে হানি ৩টি করে উইকেট নিয়েছেন।
কাল থেকে লাহোরে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ মাঠে নামবে আগামী পরশু। নিজেদের প্রথম ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল জায়গা করবে বিশ্বকাপের মূল মঞ্চে। ৮ দল নিয়ে হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গা বাছাইপর্ব থেকে নিশ্চিত হবে।
লাহোরে ২০২৫ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি বেশ দারুণভাবেই সেরে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছিল তারা। আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়েছে ১৬৭ রানের বড় ব্যবধানে। দুই জয়ে মূল লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ তৃপ্তির হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ও ফারজানা হক পিংকির ফিফটিতে ৪৯.৪ ওভারে ২৭৬ রান তোলে তারা। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে মারুফা-রাবেয়া খানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৯.১ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল।
বাংলাদেশর বোলিং আক্রমণের সামনে পাকিস্তান ‘এ’ দলের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও ব্যর্থ হয়েছে। এর মধ্যে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন দুয়া মজিদ। এ ছাড়া ৭ নম্বরে নেমে ইমান ফাতিমা ১৫ ও আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন উম্মে হানি। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা, রাবেয়া ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে ফারজানার ৮৫ বলে ৫ চারে ৫০, জ্যোতির ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০, দিলারা আক্তারের ১৭ বলে ২৯ রানের সৌজন্যে দুই শ পেরোয় বাংলাদেশ। ২১০ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ উইকেটে নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস ৬৬ রানের অসাধারণ এক জুটি গড়েন। এর মধ্যে ১১ নম্বরে নেমে ৩৪ বলে ৮ চারে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জান্নাতুল। পাকিস্তানের ওয়াহিদা আখতার ও উম্মে হানি ৩টি করে উইকেট নিয়েছেন।
কাল থেকে লাহোরে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ মাঠে নামবে আগামী পরশু। নিজেদের প্রথম ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল জায়গা করবে বিশ্বকাপের মূল মঞ্চে। ৮ দল নিয়ে হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গা বাছাইপর্ব থেকে নিশ্চিত হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে