নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের পর করোনার ধাক্কায় মাঠের ক্রিকেটে খুব একটা নামা হয়নি আকবর আলী-তৌহিদ হৃদয়দের। নিজেদের আরও পরিণত করে আন্তর্জাতিক অঙ্গনে আগমনের প্রস্তুতিতে তাই অনেকটাই ভাটা পড়েছিল। বাংলাদেশ হাই–পারফরম্যান্স (এইচপি) দলের প্রস্তুতি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি শুরু করতে চাইছেন তরুণ ক্রিকেটাররা।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে চট্টগ্রামে ক্যাম্পের জন্য আজ ঢাকা ছেড়েছে ২২ সদস্যের এইচপি দল। অনূর্ধ্ব–১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন এখানে। করোনায় প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারেননি তাঁরা।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন (ডিপিএল) ক্রিকেট লিগে কয়েকজন ক্রিকেটার খেললেও প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারেননি। এই ক্যাম্প দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রস্তুতির শুরুটা করতে চাইছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। চট্টগ্রামের যাওয়ার আগে আকবর জানান, ‘সবারই তো ইচ্ছা থাকে জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এই ক্যাম্পে মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা থাকবে। চেষ্টা করব এই ক্যাম্প থেকে যেন কিছু শিখতে পারি।’
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ১০ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ১৭১ রান করেছিলেন আকবর। ডিপিএল অবশ্য নিজেকে হারিয়ে খুঁজেছেন। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এইচপি দলের আরেক সদস্য হৃদয়। তাঁর পারফরম্যান্স অবশ্য বেশ উজ্জ্বল ছিল বলা যায়। বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ৯ ম্যাচে ১৯৪ রান করেছিলেন। ডিপিএলে ১১ ম্যাচ খেলে করেন ২২৮ রান।
শুধু প্রস্তুত হওয়া নয়, আন্তর্জাতিক ক্রিকেটে যেন লম্বা সময় ধরে খেলতে পারেন সেরকম মানসিকতা তৈরি করতে চান হৃদয়। চট্টগ্রামে যাওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে হৃদয় বলেছেন, ‘এইচপি ক্যাম্প থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য টেকনিক্যাল দিকগুলোতে কীভাবে আরও ভালো করা যায় সেটাই মূল লক্ষ্য থাকবে। যাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা ভালো করতে পারি ও অনেক দিন খেলতে পারি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২, ৪, ৬ সেপ্টেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো। এরপর ৯ সেপ্টেম্বর শুরু হবে চার দিনের প্রথম ম্যাচটি। ১৫ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এইচপি ক্যাম্প শেষ হবে ৮ অক্টোবর।
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের পর করোনার ধাক্কায় মাঠের ক্রিকেটে খুব একটা নামা হয়নি আকবর আলী-তৌহিদ হৃদয়দের। নিজেদের আরও পরিণত করে আন্তর্জাতিক অঙ্গনে আগমনের প্রস্তুতিতে তাই অনেকটাই ভাটা পড়েছিল। বাংলাদেশ হাই–পারফরম্যান্স (এইচপি) দলের প্রস্তুতি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি শুরু করতে চাইছেন তরুণ ক্রিকেটাররা।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে চট্টগ্রামে ক্যাম্পের জন্য আজ ঢাকা ছেড়েছে ২২ সদস্যের এইচপি দল। অনূর্ধ্ব–১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন এখানে। করোনায় প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারেননি তাঁরা।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন (ডিপিএল) ক্রিকেট লিগে কয়েকজন ক্রিকেটার খেললেও প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারেননি। এই ক্যাম্প দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রস্তুতির শুরুটা করতে চাইছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। চট্টগ্রামের যাওয়ার আগে আকবর জানান, ‘সবারই তো ইচ্ছা থাকে জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এই ক্যাম্পে মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা থাকবে। চেষ্টা করব এই ক্যাম্প থেকে যেন কিছু শিখতে পারি।’
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ১০ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ১৭১ রান করেছিলেন আকবর। ডিপিএল অবশ্য নিজেকে হারিয়ে খুঁজেছেন। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এইচপি দলের আরেক সদস্য হৃদয়। তাঁর পারফরম্যান্স অবশ্য বেশ উজ্জ্বল ছিল বলা যায়। বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ৯ ম্যাচে ১৯৪ রান করেছিলেন। ডিপিএলে ১১ ম্যাচ খেলে করেন ২২৮ রান।
শুধু প্রস্তুত হওয়া নয়, আন্তর্জাতিক ক্রিকেটে যেন লম্বা সময় ধরে খেলতে পারেন সেরকম মানসিকতা তৈরি করতে চান হৃদয়। চট্টগ্রামে যাওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে হৃদয় বলেছেন, ‘এইচপি ক্যাম্প থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য টেকনিক্যাল দিকগুলোতে কীভাবে আরও ভালো করা যায় সেটাই মূল লক্ষ্য থাকবে। যাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা ভালো করতে পারি ও অনেক দিন খেলতে পারি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২, ৪, ৬ সেপ্টেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো। এরপর ৯ সেপ্টেম্বর শুরু হবে চার দিনের প্রথম ম্যাচটি। ১৫ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এইচপি ক্যাম্প শেষ হবে ৮ অক্টোবর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫