টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলগুলো। এবার প্রস্তুতি বিশ্বকাপে যাওয়ার। ওমানে প্রথম রাউন্ড খেলার জন্য আগেভাগে যাবে কিছু দল। সেই দলের একটি শ্রীলঙ্কা। আজই ওমানে যাওয়ার কথা তাদের। যাওয়ার আগে প্রস্তুতির সঙ্গে সাজসজ্জার কাজটাও সেরে যাচ্ছেন শ্রীলঙ্কান খেলোয়াড়েরা।
নতুন চুলের ছাঁটে ওমান যাচ্ছেন খেলোয়াড় আর কোচিং স্টাফরা। আর তাঁদের চুলের ছাঁট দিয়েছেন দানুষ্কা চাথুরাঙ্গা নামে এক নরসুন্দর। শ্রীলঙ্কান খেলোয়াড়দের চুলে ছাঁট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই নরসুন্দর। এ জন্য শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ধন্যবাদ জানিয়েছেন চাথুরাঙ্গা। লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি থেকে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। তাদেরও ধন্যাবাদ জানিয়ে বলেছেন, ‘আমি গর্বিত আমাকে সুযোগ দেওয়ায়। বিশেষ ধন্যবাদ শ্রীলঙ্কা দলের অধিনায়ক দাসুন শানাকাকে।’
খেলোয়াড়দের একসঙ্গে চুলে ছাঁটের ব্যাপারটা ভালোভাবে নেননি ভক্ত-সমর্থকেরা। ছবিগুলো নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে সেই কোম্পানি। সেখানেই চুলের ছাঁট নিয়ে মজা করেছেন ভক্ত-সমর্থকেরা। সাম্প্রতিক সময়ে মাঠে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স খুব জুতসই নয়। সেটাকে খোঁচা দিয়ে কয়েকজন লিখেছেন, ‘মাঠে যাই হোক, মাঠের বাইরে সব ঠিকঠাক।’
আরেকজন তো মজার ব্যাপারটা পুরোপুরি ছাড়িয়ে গেছেন! খোঁচা দিতে গিয়ে লিখেছেন, ‘চুলে ছাঁট দিয়ে সবাই ওমানে ভ্রমণে যাচ্ছে।’
শ্রীলঙ্কার খেলোয়াড়েরা নিশ্চয়ই এসব খোঁচা দূরে সরিয়ে রেখে মাঠের বাইরের মতো মাঠেও রাঙাতে চাইবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলগুলো। এবার প্রস্তুতি বিশ্বকাপে যাওয়ার। ওমানে প্রথম রাউন্ড খেলার জন্য আগেভাগে যাবে কিছু দল। সেই দলের একটি শ্রীলঙ্কা। আজই ওমানে যাওয়ার কথা তাদের। যাওয়ার আগে প্রস্তুতির সঙ্গে সাজসজ্জার কাজটাও সেরে যাচ্ছেন শ্রীলঙ্কান খেলোয়াড়েরা।
নতুন চুলের ছাঁটে ওমান যাচ্ছেন খেলোয়াড় আর কোচিং স্টাফরা। আর তাঁদের চুলের ছাঁট দিয়েছেন দানুষ্কা চাথুরাঙ্গা নামে এক নরসুন্দর। শ্রীলঙ্কান খেলোয়াড়দের চুলে ছাঁট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই নরসুন্দর। এ জন্য শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ধন্যবাদ জানিয়েছেন চাথুরাঙ্গা। লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি থেকে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। তাদেরও ধন্যাবাদ জানিয়ে বলেছেন, ‘আমি গর্বিত আমাকে সুযোগ দেওয়ায়। বিশেষ ধন্যবাদ শ্রীলঙ্কা দলের অধিনায়ক দাসুন শানাকাকে।’
খেলোয়াড়দের একসঙ্গে চুলে ছাঁটের ব্যাপারটা ভালোভাবে নেননি ভক্ত-সমর্থকেরা। ছবিগুলো নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে সেই কোম্পানি। সেখানেই চুলের ছাঁট নিয়ে মজা করেছেন ভক্ত-সমর্থকেরা। সাম্প্রতিক সময়ে মাঠে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স খুব জুতসই নয়। সেটাকে খোঁচা দিয়ে কয়েকজন লিখেছেন, ‘মাঠে যাই হোক, মাঠের বাইরে সব ঠিকঠাক।’
আরেকজন তো মজার ব্যাপারটা পুরোপুরি ছাড়িয়ে গেছেন! খোঁচা দিতে গিয়ে লিখেছেন, ‘চুলে ছাঁট দিয়ে সবাই ওমানে ভ্রমণে যাচ্ছে।’
শ্রীলঙ্কার খেলোয়াড়েরা নিশ্চয়ই এসব খোঁচা দূরে সরিয়ে রেখে মাঠের বাইরের মতো মাঠেও রাঙাতে চাইবেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫