নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলের রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে এবার বেশ প্রশংসা কুড়িয়েছেন আলিস আল ইসলাম। রহস্যময় বোলিংয়ে আলো ছড়িয়ে প্রথমবার বাংলাদেশ দলেও ডাক পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে আবার ছিটকেও গেছেন তিনি। ২৭ বছর বয়সী এই স্পিনারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাঁর কুমিল্লা ভিক্টোরিয়ানস সতীর্থ জাকের আলী অনিক।
গতকাল বিপিএল ফাইনালে কুমিল্লার হারের পর আজকের পত্রিকাকে আলিস আক্ষেপ জড়িত কণ্ঠে বলেন, ‘দলে সুযোগ পেয়েছিলাম, আবার ছিটকেও গেলাম।’ গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি। তর্জনী ও মধ্যমা দুই আঙুলেই করতে হয়েছে ব্যান্ডেজ।
আলিসের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘আলিসের একটি এমআরআই করা হয়েছে, ডান হাতের মধ্যমায় এমসিপি জয়েন্ট লিগামেন্ট মচকে গেছে এবং সে জায়গা ফুলে ওঠেছে। চোট সারতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে, যার জন্য সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।’
এবারের বিপিএলে ৮ ম্যাচে ৭.১৭ ইকনোমি রেটে ৯ উইকেট নিয়েছেন আলিস। শেষ দিকে চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। আলিসের জায়গায় সুযোগ পাওয়া অনিক নজর কেড়েছেন পাওয়ার হিটিং দেখিয়ে। ৯৯.৫ গড়, ১৪১. ১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন কুমিল্লার এই ব্যাটার।
বিপিএলের রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে এবার বেশ প্রশংসা কুড়িয়েছেন আলিস আল ইসলাম। রহস্যময় বোলিংয়ে আলো ছড়িয়ে প্রথমবার বাংলাদেশ দলেও ডাক পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে আবার ছিটকেও গেছেন তিনি। ২৭ বছর বয়সী এই স্পিনারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাঁর কুমিল্লা ভিক্টোরিয়ানস সতীর্থ জাকের আলী অনিক।
গতকাল বিপিএল ফাইনালে কুমিল্লার হারের পর আজকের পত্রিকাকে আলিস আক্ষেপ জড়িত কণ্ঠে বলেন, ‘দলে সুযোগ পেয়েছিলাম, আবার ছিটকেও গেলাম।’ গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি। তর্জনী ও মধ্যমা দুই আঙুলেই করতে হয়েছে ব্যান্ডেজ।
আলিসের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘আলিসের একটি এমআরআই করা হয়েছে, ডান হাতের মধ্যমায় এমসিপি জয়েন্ট লিগামেন্ট মচকে গেছে এবং সে জায়গা ফুলে ওঠেছে। চোট সারতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে, যার জন্য সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।’
এবারের বিপিএলে ৮ ম্যাচে ৭.১৭ ইকনোমি রেটে ৯ উইকেট নিয়েছেন আলিস। শেষ দিকে চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। আলিসের জায়গায় সুযোগ পাওয়া অনিক নজর কেড়েছেন পাওয়ার হিটিং দেখিয়ে। ৯৯.৫ গড়, ১৪১. ১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন কুমিল্লার এই ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে