প্রথম টি-টোয়েন্টির পর দিনই আজ করাচিতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের মতো এদিনও ক্যারিবিয়ানদের বড় রানের লক্ষ্য দেয় বাবর আজমের দল। শেষ পর্যন্ত লড়ে গেলেও আজও একই ফল। পাকিস্তানের ১৭৩ রানের জবাবে ১৬৩ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তান ম্যাচ জিতেছে ৯ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং করে ১৭৩ রানের বড় লক্ষ্যই দিয়েছিল বাবরের দল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যেতে পারেননি ক্যারিবিয়ানরা। ৩১ রানে প্রথম দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দলকে জয়ের স্বপ্ন দেখান ওপেনার ব্রান্ডন কিং আর অধিনায়ক নিকোলাস পুরান। ২৬ বলে ২৬ রান করে আউট হন পুরান।
এক প্রান্তে দলের আশা হয়ে ছিলেন কিং। ৪৩ বলে ৬৭ রানে হারিস রউফ তাঁকে থামালে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা ফিকে হতে থাকে। তবে শেষ দিকে ১৯ ৩৫ রানের ইনিংসে শেষ চেষ্টা করেও পেরে ওঠেননি রোমারিও শেফার্ড। এর আগে ব্যাটিংয়ে শুরুতে সুবিধা করতে পারেননি বাবররা। দলীয় ১৭ রানে রানআউটের কাটায় আটকা পড়েন ফেরেন পাকিস্তান অধিনায়ক। তবে পাকিস্তানকে বড় রানের লক্ষ্য রাখেন মোহাম্মদ রিজওয়ান। তাঁর ৩০ বলে ৩৮ রানের ইনিংসের সঙ্গে হারদার আলী করেন ৩৪ বলে ৩১ রান।
তবে পাকিস্তানকে বড় লক্ষ্য এনে দেন ইফতেখার আহমেদ আর শাদাব খানের দুটি ঝোড়ো ইনিংস। ১৯ বলে ৩২ রান করেন ইফতেখার। শাদাব তিন ছক্কা আর এক চারে করেন ২৮ রান।
প্রথম টি-টোয়েন্টির পর দিনই আজ করাচিতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের মতো এদিনও ক্যারিবিয়ানদের বড় রানের লক্ষ্য দেয় বাবর আজমের দল। শেষ পর্যন্ত লড়ে গেলেও আজও একই ফল। পাকিস্তানের ১৭৩ রানের জবাবে ১৬৩ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তান ম্যাচ জিতেছে ৯ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং করে ১৭৩ রানের বড় লক্ষ্যই দিয়েছিল বাবরের দল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যেতে পারেননি ক্যারিবিয়ানরা। ৩১ রানে প্রথম দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দলকে জয়ের স্বপ্ন দেখান ওপেনার ব্রান্ডন কিং আর অধিনায়ক নিকোলাস পুরান। ২৬ বলে ২৬ রান করে আউট হন পুরান।
এক প্রান্তে দলের আশা হয়ে ছিলেন কিং। ৪৩ বলে ৬৭ রানে হারিস রউফ তাঁকে থামালে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা ফিকে হতে থাকে। তবে শেষ দিকে ১৯ ৩৫ রানের ইনিংসে শেষ চেষ্টা করেও পেরে ওঠেননি রোমারিও শেফার্ড। এর আগে ব্যাটিংয়ে শুরুতে সুবিধা করতে পারেননি বাবররা। দলীয় ১৭ রানে রানআউটের কাটায় আটকা পড়েন ফেরেন পাকিস্তান অধিনায়ক। তবে পাকিস্তানকে বড় রানের লক্ষ্য রাখেন মোহাম্মদ রিজওয়ান। তাঁর ৩০ বলে ৩৮ রানের ইনিংসের সঙ্গে হারদার আলী করেন ৩৪ বলে ৩১ রান।
তবে পাকিস্তানকে বড় লক্ষ্য এনে দেন ইফতেখার আহমেদ আর শাদাব খানের দুটি ঝোড়ো ইনিংস। ১৯ বলে ৩২ রান করেন ইফতেখার। শাদাব তিন ছক্কা আর এক চারে করেন ২৮ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫