‘আবদুল্লাহ শফিকের মতো কেউ নেই বলেই টেস্টে বাংলাদেশের বেহাল দশা’—সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। গল টেস্টে রেকর্ড রান তাড়া করে পাকিস্তানকে জেতানোর নায়ক শফিককে নিয়ে ক্রিকেট বিশ্বে বেশ শোরগোল পড়ে গেছে।
আজহার আলী, শান মাসুদ, ইমরান বাট, ফখর জামান, ইমাম উল হক ও আবিদ আলী—শফিকের টেস্ট অভিষেকের আগের দুই বছর ওপেনিংয়ে ৬ জনকে বাজিয়ে দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁদের মধ্যে সফল ছিলেন শুধু আবিদ। তবে হৃদ্রোগে আক্রান্ত আবিদ এ বছর মাঠেই নামতে পারেননি। তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলার কথা। কিন্তু ২২ বছর বয়সী শফিক সব চিন্তা নিমেষেই দূর করে দিয়েছেন। ৬ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে বেশ কয়েকবার অগ্নিপরীক্ষা দিতে হয়েছে তাঁকে। সবকটিতেই উত্তীর্ণ হয়েছেন সাফল্যের সঙ্গে।
কমপক্ষে ১০ ইনিংস খেলেছেন, এমন ব্যাটারদের মধ্যে ব্যাটিং গড়ে স্যার ডন ব্র্যাডম্যানের পরেই এখন শফিকের স্থান। এখন পর্যন্ত যে ৬ ম্যাচ খেলেছেন, তার পাঁচটিতেই পেয়েছেন ফিফটি অথবা সেঞ্চুরির দেখা। এখানেই শেষ নয়। গলে গতকাল ১৬০ রানের হার না মানা ইনিংস খেলার পথে গড়েছেন আরও দুটি রেকর্ড। সফল রান তাড়ায় ৫০০+ মিনিট উইকেটে থাকা প্রথম ব্যাটার শফিক। আর চতুর্থ ইনিংসে ৪০০+ বল খেলা পঞ্চম ব্যাটার তিনি।
বাবর আজম শফিকের এসব রেকর্ড তো বটেই, লঙ্কান স্পিনারদের সামনে কঠিন পরিস্থিতিতে লড়াই করা নিয়ে বেশি মুগ্ধ। তরুণ সতীর্থকে নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘তরুণ খেলোয়াড় হয়েও সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ওকে টেস্টের পরিপূর্ণ মেজাজ ও টইটম্বুর আত্মবিশ্বাস নিয়ে খেলতে দেখেছি। ও বুঝিয়ে দিয়েছে ভিন্ন ও কঠিন পরিস্থিতিতে এভাবেই ব্যাটিং করতে হয়। মানসম্পন্ন বোলারদের বিপক্ষ এমন ব্যাটিং ওর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।’
শফিকের ম্যাচ জেতানো পারফরম্যান্সের প্রশংসা করতেও ভোলেননি বাবর, ‘ও যেভাবে খেলছে, তা নিখুঁত। ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ ধরে রাখা স্পষ্ট করে দেয়, আরও সেঞ্চুরি আসছে। সে মাত্র ছয়টি ম্যাচ খেলেছে। সে কারণে এই মুহূর্তে বিশ্বসেরা ওপেনার বলতে পারছি না। আশা করি একদিন সে বিশ্বসেরাদের একজন হবে।’
‘আবদুল্লাহ শফিকের মতো কেউ নেই বলেই টেস্টে বাংলাদেশের বেহাল দশা’—সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। গল টেস্টে রেকর্ড রান তাড়া করে পাকিস্তানকে জেতানোর নায়ক শফিককে নিয়ে ক্রিকেট বিশ্বে বেশ শোরগোল পড়ে গেছে।
আজহার আলী, শান মাসুদ, ইমরান বাট, ফখর জামান, ইমাম উল হক ও আবিদ আলী—শফিকের টেস্ট অভিষেকের আগের দুই বছর ওপেনিংয়ে ৬ জনকে বাজিয়ে দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁদের মধ্যে সফল ছিলেন শুধু আবিদ। তবে হৃদ্রোগে আক্রান্ত আবিদ এ বছর মাঠেই নামতে পারেননি। তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলার কথা। কিন্তু ২২ বছর বয়সী শফিক সব চিন্তা নিমেষেই দূর করে দিয়েছেন। ৬ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে বেশ কয়েকবার অগ্নিপরীক্ষা দিতে হয়েছে তাঁকে। সবকটিতেই উত্তীর্ণ হয়েছেন সাফল্যের সঙ্গে।
কমপক্ষে ১০ ইনিংস খেলেছেন, এমন ব্যাটারদের মধ্যে ব্যাটিং গড়ে স্যার ডন ব্র্যাডম্যানের পরেই এখন শফিকের স্থান। এখন পর্যন্ত যে ৬ ম্যাচ খেলেছেন, তার পাঁচটিতেই পেয়েছেন ফিফটি অথবা সেঞ্চুরির দেখা। এখানেই শেষ নয়। গলে গতকাল ১৬০ রানের হার না মানা ইনিংস খেলার পথে গড়েছেন আরও দুটি রেকর্ড। সফল রান তাড়ায় ৫০০+ মিনিট উইকেটে থাকা প্রথম ব্যাটার শফিক। আর চতুর্থ ইনিংসে ৪০০+ বল খেলা পঞ্চম ব্যাটার তিনি।
বাবর আজম শফিকের এসব রেকর্ড তো বটেই, লঙ্কান স্পিনারদের সামনে কঠিন পরিস্থিতিতে লড়াই করা নিয়ে বেশি মুগ্ধ। তরুণ সতীর্থকে নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘তরুণ খেলোয়াড় হয়েও সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ওকে টেস্টের পরিপূর্ণ মেজাজ ও টইটম্বুর আত্মবিশ্বাস নিয়ে খেলতে দেখেছি। ও বুঝিয়ে দিয়েছে ভিন্ন ও কঠিন পরিস্থিতিতে এভাবেই ব্যাটিং করতে হয়। মানসম্পন্ন বোলারদের বিপক্ষ এমন ব্যাটিং ওর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।’
শফিকের ম্যাচ জেতানো পারফরম্যান্সের প্রশংসা করতেও ভোলেননি বাবর, ‘ও যেভাবে খেলছে, তা নিখুঁত। ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ ধরে রাখা স্পষ্ট করে দেয়, আরও সেঞ্চুরি আসছে। সে মাত্র ছয়টি ম্যাচ খেলেছে। সে কারণে এই মুহূর্তে বিশ্বসেরা ওপেনার বলতে পারছি না। আশা করি একদিন সে বিশ্বসেরাদের একজন হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫