এ মাসের শুরুতেই জানা গিয়েছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও বাংলাদেশ ১২ টেস্ট খেলারই সুযোগ পাবে। কাল আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় চক্র ঘোষণা করেছে আইসিসি। তবে টেস্টের সংখ্যা জানায়নি। ক্রিকইনফো অবশ্য জানিয়েছিল, এই চক্রে সর্বোচ্চ ২১ টেস্ট খেলবে ইংল্যান্ড।
অন্য দলগুলোর তুলনায় এই চক্রে সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজগুলো খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল।
অন্য দলগুলোর তুলনায় টেস্টের সংখ্যা কম হলেও আইসিসির এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আইসিসির কাছে আমাদের চাওয়া ছিল আরও বেশি টেস্ট খেলতে চাই। সেটিই নিশ্চিত করা হয়েছে। আগের তুলনায় বরং টেস্টের সংখ্যায় ভারসাম্য এসেছে। আগে কোনো বছরে সাতটা, কোনো বছরে তিনটা টেস্ট থাকত। এখন গড়ে ভালো সংখ্যায় টেস্ট থাকে। ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার টেস্টের সংখ্যা বেশি থাকে অ্যাশেজের মতো সিরিজ (৫ টেস্টের সিরিজ) থাকায়।’
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট, ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট।
এ মাসের শুরুতেই জানা গিয়েছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও বাংলাদেশ ১২ টেস্ট খেলারই সুযোগ পাবে। কাল আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় চক্র ঘোষণা করেছে আইসিসি। তবে টেস্টের সংখ্যা জানায়নি। ক্রিকইনফো অবশ্য জানিয়েছিল, এই চক্রে সর্বোচ্চ ২১ টেস্ট খেলবে ইংল্যান্ড।
অন্য দলগুলোর তুলনায় এই চক্রে সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজগুলো খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল।
অন্য দলগুলোর তুলনায় টেস্টের সংখ্যা কম হলেও আইসিসির এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আইসিসির কাছে আমাদের চাওয়া ছিল আরও বেশি টেস্ট খেলতে চাই। সেটিই নিশ্চিত করা হয়েছে। আগের তুলনায় বরং টেস্টের সংখ্যায় ভারসাম্য এসেছে। আগে কোনো বছরে সাতটা, কোনো বছরে তিনটা টেস্ট থাকত। এখন গড়ে ভালো সংখ্যায় টেস্ট থাকে। ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার টেস্টের সংখ্যা বেশি থাকে অ্যাশেজের মতো সিরিজ (৫ টেস্টের সিরিজ) থাকায়।’
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট, ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫