ঢাকা: করোনায় থেমে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বছরের শেষের দিকে আইপিএলের বাকি অংশ আয়োজনে আশাবাদী। এই ব্যাপারে বোর্ড, আইপিএল গভর্নিং কাউন্সিল, ফ্যাঞ্চাইজি, সম্প্রচার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টব্যক্তিরা একমত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রশ্ন হচ্ছে, কোথায় হতে পারে আইপিএল? আইপিএলের বাকি অংশ যে আর ভারতে হচ্ছে না, এই বিষয়ে মোটামুটি নিশ্চিত। টাইমস অব ইন্ডিয়া বলছে, ফাঁকা সূচি, সুরক্ষিত জৈব সুরক্ষাবলয় এবং কোভিড পরিস্থিতির উন্নতি ঘটলেও আইপিএলের বাকি অংশ আর ভারতে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
বিদেশি খেলোয়াড়েরা যাঁরা এখনো দেশে যেতে পারেননি, তাঁরা শিগগির ভারতে আসতে চাইবেন না। আর বিদেশিদের ছাড়া আইপিএল আয়োজন কল্পনাই করতে পারছে না বিসিসিআই। তাঁদের ছাড়া আইপিএল তার চিরায়ত জৌলুশ হারাবে বলে মনে করছে ভারতীয় বোর্ড। বিকল্প চিন্তা করছে বিসিসিআই। বিসিসিআইয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তাকে উদ্ধৃতি করে সংবাদমাধ্যম জানিয়েছে, ‘এটা বাইরেই আয়োজন করতে হবে। এর মধ্যে কিছু পরামর্শ পাওয়া গেছে। এখন সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে।’
আইপিএল সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে পারে। মারিতেই ২০২০ আইপিএল সফলভাবে আয়োজন করা গেছে মরুর দেশটিতে। সেপ্টেম্বরের শেষ দিকে তাই আমিরাতে আয়োজন করা যেতে পারে আইপিএল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর। ইংল্যান্ড থেকে সরাসরি আমিরাতে গিয়ে খেলোয়াড়েরা এক সপ্তাহের কোয়ারেন্টিন শেষে আইপিএলের বাকি ৩১ ম্যাচ খেলতে পারে। ২২ অক্টোবর শুরু হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারত থেকে সরে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বিবেচনা করা হচ্ছে। আইপিএল খেলে বিশ্বকাপ প্রস্তুতিও হয়ে যেতে পারে ক্রিকেটারদের।
ভারতীয় বোর্ড সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে বলছে, বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়া হলে সবকিছুই নতুন করে চিন্তা করতে হবে। আরব আমিরাতের আবহাওয়া একটা সমস্যা। সেপ্টেম্বরে প্রচুর গরম পড়ে। অক্টোবরের দিকে কিছুটা সহনীয় পর্যায়ে থাকে। আইপিএলের ভেন্যু নিয়ে বিসিসিআই আরেকটি পরামর্শ পেয়েছে। বিশ্বকাপ যদি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর হয়, ইংল্যান্ড আসতে পারে সম্ভাব্য ভেন্যুর তালিকায়। সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের শুরু—ইংলিশ গ্রীষ্মের এই সময়টা বিসিসিআই কাজে লাগানোর চিন্তা করতে পারে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগামী মাসে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ না হওয়া পর্যন্ত ইংল্যান্ডেই থাকবেন বিরাট কোহলিরা। ‘ক্রিকেটের জন্য সেখানে আবহাওয়া ভালো হবে। ভারত ও ইংল্যান্ডের বাইরের ক্রিকেটাররাও সেখানে যেতে ইচ্ছুক থাকবেন’—জানিয়েছে বোর্ডের সূত্র।
সূত্রটি বলছে, ভেন্যুর তালিকায় আছে অস্ট্রেলিয়াও। তবে এক্ষেত্রে বাঁধা হতে পারে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়া সরকার যদি কঠোর অবস্থান থেকে সরে আসে, না করবে না অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
ঢাকা: করোনায় থেমে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বছরের শেষের দিকে আইপিএলের বাকি অংশ আয়োজনে আশাবাদী। এই ব্যাপারে বোর্ড, আইপিএল গভর্নিং কাউন্সিল, ফ্যাঞ্চাইজি, সম্প্রচার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টব্যক্তিরা একমত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রশ্ন হচ্ছে, কোথায় হতে পারে আইপিএল? আইপিএলের বাকি অংশ যে আর ভারতে হচ্ছে না, এই বিষয়ে মোটামুটি নিশ্চিত। টাইমস অব ইন্ডিয়া বলছে, ফাঁকা সূচি, সুরক্ষিত জৈব সুরক্ষাবলয় এবং কোভিড পরিস্থিতির উন্নতি ঘটলেও আইপিএলের বাকি অংশ আর ভারতে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
বিদেশি খেলোয়াড়েরা যাঁরা এখনো দেশে যেতে পারেননি, তাঁরা শিগগির ভারতে আসতে চাইবেন না। আর বিদেশিদের ছাড়া আইপিএল আয়োজন কল্পনাই করতে পারছে না বিসিসিআই। তাঁদের ছাড়া আইপিএল তার চিরায়ত জৌলুশ হারাবে বলে মনে করছে ভারতীয় বোর্ড। বিকল্প চিন্তা করছে বিসিসিআই। বিসিসিআইয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তাকে উদ্ধৃতি করে সংবাদমাধ্যম জানিয়েছে, ‘এটা বাইরেই আয়োজন করতে হবে। এর মধ্যে কিছু পরামর্শ পাওয়া গেছে। এখন সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে।’
আইপিএল সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে পারে। মারিতেই ২০২০ আইপিএল সফলভাবে আয়োজন করা গেছে মরুর দেশটিতে। সেপ্টেম্বরের শেষ দিকে তাই আমিরাতে আয়োজন করা যেতে পারে আইপিএল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর। ইংল্যান্ড থেকে সরাসরি আমিরাতে গিয়ে খেলোয়াড়েরা এক সপ্তাহের কোয়ারেন্টিন শেষে আইপিএলের বাকি ৩১ ম্যাচ খেলতে পারে। ২২ অক্টোবর শুরু হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারত থেকে সরে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বিবেচনা করা হচ্ছে। আইপিএল খেলে বিশ্বকাপ প্রস্তুতিও হয়ে যেতে পারে ক্রিকেটারদের।
ভারতীয় বোর্ড সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে বলছে, বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়া হলে সবকিছুই নতুন করে চিন্তা করতে হবে। আরব আমিরাতের আবহাওয়া একটা সমস্যা। সেপ্টেম্বরে প্রচুর গরম পড়ে। অক্টোবরের দিকে কিছুটা সহনীয় পর্যায়ে থাকে। আইপিএলের ভেন্যু নিয়ে বিসিসিআই আরেকটি পরামর্শ পেয়েছে। বিশ্বকাপ যদি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর হয়, ইংল্যান্ড আসতে পারে সম্ভাব্য ভেন্যুর তালিকায়। সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের শুরু—ইংলিশ গ্রীষ্মের এই সময়টা বিসিসিআই কাজে লাগানোর চিন্তা করতে পারে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগামী মাসে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ না হওয়া পর্যন্ত ইংল্যান্ডেই থাকবেন বিরাট কোহলিরা। ‘ক্রিকেটের জন্য সেখানে আবহাওয়া ভালো হবে। ভারত ও ইংল্যান্ডের বাইরের ক্রিকেটাররাও সেখানে যেতে ইচ্ছুক থাকবেন’—জানিয়েছে বোর্ডের সূত্র।
সূত্রটি বলছে, ভেন্যুর তালিকায় আছে অস্ট্রেলিয়াও। তবে এক্ষেত্রে বাঁধা হতে পারে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়া সরকার যদি কঠোর অবস্থান থেকে সরে আসে, না করবে না অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে