নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইব্রাহিম জাদরান আর রহমত শাহর জুটিতে ক্রমেই চাপ বাড়ছিল বাংলাদেশের ওপর। সেই চাপ সরালেন তাসকিন আহমেদ। দুজনের জুটি ততক্ষণে ৭৮ রান হয়ে গেছে। জুটি ভাঙতে সাকিব আল হাসান হাত বাড়ালেন তাসকিনের দিকে।
অধিনায়ককে হতাশ করেননি তাসকিন। রহমতকে বোল্ড করে আফগানিস্তানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন এই পেসার। তাসকিনের সিম-আপ ডেলিভারি ভেতরের দিকেই ঢুকছিল, রহমতও খেলেছিলেন সেভাবে। তবে বল নিচু হয়ে আসায় নাগাল পাননি। তিনে নামা এই ব্যাটারের ইনিংস শেষ হয়েছে ৩৩ রানে। ৫৭ বলের ইনিংসে পাঁচটি চারের মার আছে।
শুরুতে অবশ্য আফগানদের ধাক্কা দেন শরীফুল ইসলাম। ডানা মেলতে দেননি আফগান ব্যাটিং লাইনআপের স্তম্ভ রহমানউল্লাহ গুরবাজকে। শরীফুলের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন একরানে।
এই মুহূর্তে উইকেটে আছেন হাফ সেঞ্চুরির অপেক্ষায় থাকা ইব্রাহিম জাদরান। ৫৭ বলে তিনি অপরাজিত আছেন ৫২ রানে। তাঁকে সঙ্গ দিতে নেমেছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি (৪)। এই প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৩ রান।
ইব্রাহিম জাদরান আর রহমত শাহর জুটিতে ক্রমেই চাপ বাড়ছিল বাংলাদেশের ওপর। সেই চাপ সরালেন তাসকিন আহমেদ। দুজনের জুটি ততক্ষণে ৭৮ রান হয়ে গেছে। জুটি ভাঙতে সাকিব আল হাসান হাত বাড়ালেন তাসকিনের দিকে।
অধিনায়ককে হতাশ করেননি তাসকিন। রহমতকে বোল্ড করে আফগানিস্তানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন এই পেসার। তাসকিনের সিম-আপ ডেলিভারি ভেতরের দিকেই ঢুকছিল, রহমতও খেলেছিলেন সেভাবে। তবে বল নিচু হয়ে আসায় নাগাল পাননি। তিনে নামা এই ব্যাটারের ইনিংস শেষ হয়েছে ৩৩ রানে। ৫৭ বলের ইনিংসে পাঁচটি চারের মার আছে।
শুরুতে অবশ্য আফগানদের ধাক্কা দেন শরীফুল ইসলাম। ডানা মেলতে দেননি আফগান ব্যাটিং লাইনআপের স্তম্ভ রহমানউল্লাহ গুরবাজকে। শরীফুলের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন একরানে।
এই মুহূর্তে উইকেটে আছেন হাফ সেঞ্চুরির অপেক্ষায় থাকা ইব্রাহিম জাদরান। ৫৭ বলে তিনি অপরাজিত আছেন ৫২ রানে। তাঁকে সঙ্গ দিতে নেমেছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি (৪)। এই প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৩ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫