মাইকেল স্ল্যাটারের সময়টা ভালো যাচ্ছে না মোটেও। একের পর এক অভিযোগের তির তাঁর দিকে। অভিযোগের বোঝায় জর্জরিত অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এখন পুলিশের রিমান্ডে।
স্ল্যাটারের বিরুদ্ধে এক ডজনেরও বেশি অভিযোগ থাকায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে অস্ট্রেলিয়ার ব্যাটারের রিমান্ডে যাওয়ার কথা জানা গেছে। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইনসল্যান্ডের সানশাইন কোস্টে অপরাধকর্মের পরিপ্রেক্ষিতে ১৯ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কাউকে অযাচিতভাবে উত্ত্যক্ত করা, ভয় দেখানোর মতো ঘরোয়া সহিংসতামূলক অভিযোগ রয়েছে। এ ছাড়া রাতে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানো, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন যেমন কাউকে শ্বাস রোধ করার মতো অভিযোগও রয়েছে। ঘটনাগুলো হিসেব করা হয়েছে ২০২৩-এর ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত।
একই সঙ্গে স্ল্যাটারের বিরুদ্ধে জামিনের আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। ঘরোয়া সহিংসতাবিরোধী আইন ভাঙার ১০ অভিযোগ আনা হয়েছিল। সানসাইন কোস্টের নুসা হেডস এলাকায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। এখানে ঘরোয়া সহিংস ঘটনাগুলো নিয়ে গত কদিন ধরে আলোচনা চলছে।
স্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগের ঘটনা এবারই প্রথম নয়। ২০২১-এর মে মাসে আইপিএল যখন হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন ভারত থেকে মালদ্বীপে ট্রানজিট নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে হয়। মালদ্বীপের এক পানশালায় ডেভিড ওয়ার্নারের সঙ্গে ঝগড়া-হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠেছিল। একই বছরের অক্টোবরে পারিবারিক সহিংসতায় গ্রেপ্তারও হয়েছিলেন স্ল্যাটার।
১৯৯৩ সালের ৩ জুন অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্ল্যাটারের। ২০০৪ পর্যন্ত দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে। ১১৬ ম্যাচে ৩৮.১৭ গড়ে করেছেন ৬ হাজার ২৯৯ রান। ১৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩০ ফিফটি।
আরও পড়ুন:
মাইকেল স্ল্যাটারের সময়টা ভালো যাচ্ছে না মোটেও। একের পর এক অভিযোগের তির তাঁর দিকে। অভিযোগের বোঝায় জর্জরিত অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এখন পুলিশের রিমান্ডে।
স্ল্যাটারের বিরুদ্ধে এক ডজনেরও বেশি অভিযোগ থাকায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে অস্ট্রেলিয়ার ব্যাটারের রিমান্ডে যাওয়ার কথা জানা গেছে। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইনসল্যান্ডের সানশাইন কোস্টে অপরাধকর্মের পরিপ্রেক্ষিতে ১৯ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কাউকে অযাচিতভাবে উত্ত্যক্ত করা, ভয় দেখানোর মতো ঘরোয়া সহিংসতামূলক অভিযোগ রয়েছে। এ ছাড়া রাতে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানো, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন যেমন কাউকে শ্বাস রোধ করার মতো অভিযোগও রয়েছে। ঘটনাগুলো হিসেব করা হয়েছে ২০২৩-এর ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত।
একই সঙ্গে স্ল্যাটারের বিরুদ্ধে জামিনের আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। ঘরোয়া সহিংসতাবিরোধী আইন ভাঙার ১০ অভিযোগ আনা হয়েছিল। সানসাইন কোস্টের নুসা হেডস এলাকায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। এখানে ঘরোয়া সহিংস ঘটনাগুলো নিয়ে গত কদিন ধরে আলোচনা চলছে।
স্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগের ঘটনা এবারই প্রথম নয়। ২০২১-এর মে মাসে আইপিএল যখন হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন ভারত থেকে মালদ্বীপে ট্রানজিট নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে হয়। মালদ্বীপের এক পানশালায় ডেভিড ওয়ার্নারের সঙ্গে ঝগড়া-হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠেছিল। একই বছরের অক্টোবরে পারিবারিক সহিংসতায় গ্রেপ্তারও হয়েছিলেন স্ল্যাটার।
১৯৯৩ সালের ৩ জুন অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্ল্যাটারের। ২০০৪ পর্যন্ত দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে। ১১৬ ম্যাচে ৩৮.১৭ গড়ে করেছেন ৬ হাজার ২৯৯ রান। ১৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩০ ফিফটি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫