ক্রীড়া ডেস্ক
বুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
চোটে পড়ায় জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না পাকিস্তানের দুই পেসার আহমেদ দানিয়াল ও শাহনেওয়াজ দাহানি। আহমেদ হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। গোড়ালিতে চোট পেয়েছেন দাহানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে জানা গেছে, প্রাথমিক স্ক্যান ও চিকিৎসা সংক্রান্ত মূল্যায়নের পর তাঁরা পাকিস্তানে ফিরবেন। দাহানি, দানিয়াল রোববার অনুশীলন সেশনের সময় চোট পেয়েছেন।
দানিয়াল ও দাহানির পরিবর্তে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি ও জাহানদাদ খান। শেষ ওয়ানডের আগে বুলাওয়েতে যোগ দেবেন আফ্রিদি ও জাহানদাদ। বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে আগামীকাল হবে জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ নির্ধারণী ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজের দলে আগে থেকেই আছেন আফ্রিদি ও জাহানদাদ। এবার দানিয়াল ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আমির জামাল।
বুলাওয়েতে ২৪ নভেম্বর বৃষ্টি আইনে পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। ৪৮ ঘণ্টা পর একই মাঠে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ১৯০ বল হাতে রেখে তুলে নেয় ১০ উইকেটের বিশাল জয়। ৫৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন সাইম আইয়ুব। বর্তমানে ওয়ানডে সিরিজ ১-১ সমতায়। আগামীকাল ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়েতে ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ৩ ও ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), আরাফাত মিনহাস, হাসিবউল্লাহ, সাহিবজাদা ফারহান,জাহানদাদ খান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, তৈয়ব তাহির, আমির জামাল, উসমান খান, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, কাসিম আকরাম, ওমাইর বিন ইউসুফ, ইরফান খান
বুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
চোটে পড়ায় জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না পাকিস্তানের দুই পেসার আহমেদ দানিয়াল ও শাহনেওয়াজ দাহানি। আহমেদ হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। গোড়ালিতে চোট পেয়েছেন দাহানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে জানা গেছে, প্রাথমিক স্ক্যান ও চিকিৎসা সংক্রান্ত মূল্যায়নের পর তাঁরা পাকিস্তানে ফিরবেন। দাহানি, দানিয়াল রোববার অনুশীলন সেশনের সময় চোট পেয়েছেন।
দানিয়াল ও দাহানির পরিবর্তে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি ও জাহানদাদ খান। শেষ ওয়ানডের আগে বুলাওয়েতে যোগ দেবেন আফ্রিদি ও জাহানদাদ। বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে আগামীকাল হবে জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ নির্ধারণী ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজের দলে আগে থেকেই আছেন আফ্রিদি ও জাহানদাদ। এবার দানিয়াল ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আমির জামাল।
বুলাওয়েতে ২৪ নভেম্বর বৃষ্টি আইনে পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। ৪৮ ঘণ্টা পর একই মাঠে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ১৯০ বল হাতে রেখে তুলে নেয় ১০ উইকেটের বিশাল জয়। ৫৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন সাইম আইয়ুব। বর্তমানে ওয়ানডে সিরিজ ১-১ সমতায়। আগামীকাল ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়েতে ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ৩ ও ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), আরাফাত মিনহাস, হাসিবউল্লাহ, সাহিবজাদা ফারহান,জাহানদাদ খান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, তৈয়ব তাহির, আমির জামাল, উসমান খান, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, কাসিম আকরাম, ওমাইর বিন ইউসুফ, ইরফান খান
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫