Ajker Patrika

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শুরু কবে, জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২২: ০৫
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস। ফাইল ছবি
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস। ফাইল ছবি

আগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদার‍ল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।

৩০ আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ১ সেপ্টেম্বর দ্বিতীয় ও ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মূলত এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে সিরিজটি। এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট মিরপুর ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন। ১০ আগস্টের মধ্যে ঢাকায় আসার কথা জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের। তাঁদের স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট। ২০ আগস্ট বাংলাদেশ দল চলে যাবে সিলেটে।

নেদার‍ল্যান্ডস সিরিজ শেষে ৬ বা ৭ সেপ্টেম্বর রওনা দেবে আরব আমিরাতের উদ্দেশে। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, আবুধাবিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত