৬ ছক্কা থেকে ৬০০-স্টুয়ার্ট ব্রড অবসর ঘোষণা দেওয়ার পরই এভাবে অনেককে অভিনন্দন জানানো শুরু করেন। ক্যারিয়ারের একদম শুরুতে স্টুয়ার্ট ব্রড ৬ ছক্কা হজম করেছিলেন যুবরাজ সিংয়ের কাছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ক্রিকেট থেকে বিদায় নিলেন ব্রড। ইংলিশ এই পেসারের বিদায়টাও হয়েছে মনে রাখার মতো।
লন্ডনের ওভালে গতকাল শেষ হয়েছে সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্ট একই সঙ্গে ব্রডের ক্যারিয়ারেরও শেষ ম্যাচ। ব্রড উইকেট নেওয়ার আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৮ উইকেট শেষ হয়ে যায়। ‘অতৃপ্তি’ নিয়ে ইংল্যান্ড এই পেসারের ক্যারিয়ার শেষ হবে কি না সেই সম্ভাবনা তা উঁকি দিচ্ছিল। তবে টড মার্ফি, অ্যালেক্স ক্যারি-এই দুই ব্যাটারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন ব্রড। তার আগে ক্যারিয়ারে শেষ বারের মতো ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরেছেন ব্রড। ক্যারিয়ারের শেষ বলে ছক্কা ও উইকেট দিয়ে শেষ-এই বিরল রেকর্ড করেছেন ইংল্যান্ডের এই পেসার। অবসর নেওয়ার পরই তারকা ক্রিকেটাররা সামাজিকমাধ্যমে তাঁকে (ব্রড) অবসর জীবনের শুভকামনা জানিয়েছেন। মুশফিকুর রহিম আজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দুর্দান্ত বোলার এবং ক্রিকেট কিংবদন্তি। আপনার অবসর জীবনের শুভকামনা স্টুয়ার্ট ব্রড।’
ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার দিনই গতকাল অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার, কামরান আকমল, বাবর আজমরা। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টুইট করেছেন, ‘অসাধারণ এক ক্যারিয়ার শেষ হলো। তোমার বোলিং, আত্মনিবেদন সবাই মনে রাখবেন। ভবিষ্যৎ ইনিংস উপভোগ করো।’ ফেসবুকে আকমল লিখেছেন, ‘শেষ বলে ছক্কা ও টেস্টের শেষ উইকেট পাওয়া-অসাধারণ ভাবে ক্যারিয়ারের শেষ হলো। অবিশ্বাস্য এক ক্যারিয়ার স্টুয়ার্ট ব্রডের। তার ভবিষ্যৎ জীবনের প্রতি শুভকামনা। কি দুর্দান্ত এক খেলোয়াড় ছিলেন তিনি।’ পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অবসর জীবনের শুভকামনা ব্রড। অনেক প্যাশন নিয়ে খেলে আপনি ক্রিকেটকে সত্যিকার অর্থেই মহান করেছেন। টেস্টে ৬০০ এর বেশি উইকেট পাওয়া অসাধারণ এক অর্জন এবং ক্রিকেট আপনাকে আজীবন মনে রাখবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৪ ম্যাচ খেলে ৮৪৭ উইকেট নিয়েছেন ব্রড। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৮৪৭ উইকেটের মধ্যে ৬০৪ উইকেটই ইংল্যান্ডের এই পেসার নিয়েছেন টেস্টে। পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন ব্রড। ৬৯০ উইকেট নিয়ে পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট জেমস অ্যান্ডারসনের।
৬ ছক্কা থেকে ৬০০-স্টুয়ার্ট ব্রড অবসর ঘোষণা দেওয়ার পরই এভাবে অনেককে অভিনন্দন জানানো শুরু করেন। ক্যারিয়ারের একদম শুরুতে স্টুয়ার্ট ব্রড ৬ ছক্কা হজম করেছিলেন যুবরাজ সিংয়ের কাছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ক্রিকেট থেকে বিদায় নিলেন ব্রড। ইংলিশ এই পেসারের বিদায়টাও হয়েছে মনে রাখার মতো।
লন্ডনের ওভালে গতকাল শেষ হয়েছে সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্ট একই সঙ্গে ব্রডের ক্যারিয়ারেরও শেষ ম্যাচ। ব্রড উইকেট নেওয়ার আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৮ উইকেট শেষ হয়ে যায়। ‘অতৃপ্তি’ নিয়ে ইংল্যান্ড এই পেসারের ক্যারিয়ার শেষ হবে কি না সেই সম্ভাবনা তা উঁকি দিচ্ছিল। তবে টড মার্ফি, অ্যালেক্স ক্যারি-এই দুই ব্যাটারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন ব্রড। তার আগে ক্যারিয়ারে শেষ বারের মতো ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরেছেন ব্রড। ক্যারিয়ারের শেষ বলে ছক্কা ও উইকেট দিয়ে শেষ-এই বিরল রেকর্ড করেছেন ইংল্যান্ডের এই পেসার। অবসর নেওয়ার পরই তারকা ক্রিকেটাররা সামাজিকমাধ্যমে তাঁকে (ব্রড) অবসর জীবনের শুভকামনা জানিয়েছেন। মুশফিকুর রহিম আজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দুর্দান্ত বোলার এবং ক্রিকেট কিংবদন্তি। আপনার অবসর জীবনের শুভকামনা স্টুয়ার্ট ব্রড।’
ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার দিনই গতকাল অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার, কামরান আকমল, বাবর আজমরা। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টুইট করেছেন, ‘অসাধারণ এক ক্যারিয়ার শেষ হলো। তোমার বোলিং, আত্মনিবেদন সবাই মনে রাখবেন। ভবিষ্যৎ ইনিংস উপভোগ করো।’ ফেসবুকে আকমল লিখেছেন, ‘শেষ বলে ছক্কা ও টেস্টের শেষ উইকেট পাওয়া-অসাধারণ ভাবে ক্যারিয়ারের শেষ হলো। অবিশ্বাস্য এক ক্যারিয়ার স্টুয়ার্ট ব্রডের। তার ভবিষ্যৎ জীবনের প্রতি শুভকামনা। কি দুর্দান্ত এক খেলোয়াড় ছিলেন তিনি।’ পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অবসর জীবনের শুভকামনা ব্রড। অনেক প্যাশন নিয়ে খেলে আপনি ক্রিকেটকে সত্যিকার অর্থেই মহান করেছেন। টেস্টে ৬০০ এর বেশি উইকেট পাওয়া অসাধারণ এক অর্জন এবং ক্রিকেট আপনাকে আজীবন মনে রাখবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৪ ম্যাচ খেলে ৮৪৭ উইকেট নিয়েছেন ব্রড। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৮৪৭ উইকেটের মধ্যে ৬০৪ উইকেটই ইংল্যান্ডের এই পেসার নিয়েছেন টেস্টে। পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন ব্রড। ৬৯০ উইকেট নিয়ে পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট জেমস অ্যান্ডারসনের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫