নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নানা গুঞ্জন গত বছরের অক্টোবর থেকেই। তিন সংস্করণেই অধিনায়ক হিসেবে শান্ত খুব বেশি দিন চালিয়ে যেতে পারেননি। গত মাসে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারালেন। এ মাসে শ্রীলঙ্কা সফরের আগে গেল ওয়ানডে অধিনায়কত্বও। একটা টেস্ট সিরিজ চলার সময়ে তাঁর টেস্ট অধিনায়কত্ব নিয়েও আলোচনা হচ্ছে।
কাল অধিনায়কত্বের আলোচনা নিয়ে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে। আলোচনা হতে থাক। এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই।’ আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শান্তর অধিনায়কত্ব নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানালেন।
দুপুরে ঢাকা সেনানিবাসে সেনাসদরে বাংলাদেশের সব ক্রীড়া ফেডারেশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অলিম্পিক ফেডারেশনের প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অলিম্পিক ডের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের একটা সিরিজ চলছে। সিরিজের মাঝে আমরা তাদের বিভ্রান্ত না করি। প্রথম টেস্টে (গলে) দেখলাম জোড়া সেঞ্চুরি করল শান্ত। সে দারুণ ফর্মে আছে। ভালো অধিনায়কত্ব করেছে। ইনশা আল্লাহ সে চালিয়ে যাবে।’
ময়মনসিংহের ত্রিশালে ১৭৩ একর জমিতে হতে যাওয়া অলিম্পিক কমপ্লেক্সে যুক্ত হতে চায় বিসিবি। বুলবুল বিষয়টি নিয়ে বললেন, ‘একটা বিশাল কমপ্লেক্স হচ্ছে। যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় (অলিম্পিক প্রেসিডেন্ট) নিজে উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর জায়গায় ত্রিশালে করছেন। ওটা হয়ে গেলে ধরেন বাংলাদেশের প্রতিটি স্পোর্টসের স্কিল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট—সবই অন্য পর্যায়ে চলে যাবে। আমরা তাকিয়ে আছি কমপ্লেক্সটার দিকে। আমরা এই জার্নিতে তাদের অংশ হতে চাই।’
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নানা গুঞ্জন গত বছরের অক্টোবর থেকেই। তিন সংস্করণেই অধিনায়ক হিসেবে শান্ত খুব বেশি দিন চালিয়ে যেতে পারেননি। গত মাসে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারালেন। এ মাসে শ্রীলঙ্কা সফরের আগে গেল ওয়ানডে অধিনায়কত্বও। একটা টেস্ট সিরিজ চলার সময়ে তাঁর টেস্ট অধিনায়কত্ব নিয়েও আলোচনা হচ্ছে।
কাল অধিনায়কত্বের আলোচনা নিয়ে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে। আলোচনা হতে থাক। এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই।’ আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শান্তর অধিনায়কত্ব নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানালেন।
দুপুরে ঢাকা সেনানিবাসে সেনাসদরে বাংলাদেশের সব ক্রীড়া ফেডারেশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অলিম্পিক ফেডারেশনের প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অলিম্পিক ডের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের একটা সিরিজ চলছে। সিরিজের মাঝে আমরা তাদের বিভ্রান্ত না করি। প্রথম টেস্টে (গলে) দেখলাম জোড়া সেঞ্চুরি করল শান্ত। সে দারুণ ফর্মে আছে। ভালো অধিনায়কত্ব করেছে। ইনশা আল্লাহ সে চালিয়ে যাবে।’
ময়মনসিংহের ত্রিশালে ১৭৩ একর জমিতে হতে যাওয়া অলিম্পিক কমপ্লেক্সে যুক্ত হতে চায় বিসিবি। বুলবুল বিষয়টি নিয়ে বললেন, ‘একটা বিশাল কমপ্লেক্স হচ্ছে। যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় (অলিম্পিক প্রেসিডেন্ট) নিজে উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর জায়গায় ত্রিশালে করছেন। ওটা হয়ে গেলে ধরেন বাংলাদেশের প্রতিটি স্পোর্টসের স্কিল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট—সবই অন্য পর্যায়ে চলে যাবে। আমরা তাকিয়ে আছি কমপ্লেক্সটার দিকে। আমরা এই জার্নিতে তাদের অংশ হতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে