পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই এর পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে। দলে পরিবর্তন আনতে বেঁধে দেওয়া সময়ের শেষ মুহূর্তে অবশ্য দুই দফায় পরিবর্তন এনেছে পিসিবি। সুযোগ পেয়েছেন শোয়েব মালিক ও সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন ভালো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দলে পরিবর্তনের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত জানিয়েছেন আফ্রিদি। তিনি লিখেছেন, ‘টি ২০ বিশ্বকাপে শোয়েব মালিককে ফিরিয়ে আনা খুব ভালো সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খুব বড় প্রভাব ফেলতে পারে ও।’ সোহেব মাকসুদ চোট পাওয়ায় শোয়েবকে দলে নিয়ে এসেছে পাকিস্তান। এদিকে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দলে ফেরানো হয়েছে হায়দার আলী, ফখর জামান ও সরফরাজ আহমেদকে।
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ২৪ তারিখ সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আফ্রিদি মনে করেন, যে দল চাপ সামলাতে পারবে জিতবে সে দলই, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। যে দল চাপ সামলাতে পারবে তার সুযোগ থাকবে এই ম্যাচ জেতার। যে দল কম ভুল করবে সেই জিতবে এই ম্যাচ।’
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই এর পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে। দলে পরিবর্তন আনতে বেঁধে দেওয়া সময়ের শেষ মুহূর্তে অবশ্য দুই দফায় পরিবর্তন এনেছে পিসিবি। সুযোগ পেয়েছেন শোয়েব মালিক ও সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন ভালো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দলে পরিবর্তনের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত জানিয়েছেন আফ্রিদি। তিনি লিখেছেন, ‘টি ২০ বিশ্বকাপে শোয়েব মালিককে ফিরিয়ে আনা খুব ভালো সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খুব বড় প্রভাব ফেলতে পারে ও।’ সোহেব মাকসুদ চোট পাওয়ায় শোয়েবকে দলে নিয়ে এসেছে পাকিস্তান। এদিকে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দলে ফেরানো হয়েছে হায়দার আলী, ফখর জামান ও সরফরাজ আহমেদকে।
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ২৪ তারিখ সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আফ্রিদি মনে করেন, যে দল চাপ সামলাতে পারবে জিতবে সে দলই, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। যে দল চাপ সামলাতে পারবে তার সুযোগ থাকবে এই ম্যাচ জেতার। যে দল কম ভুল করবে সেই জিতবে এই ম্যাচ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫