সিলেটে টস জিতে বাংলাদেশে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা সঠিক বলে প্রমাণ করেছিলেন শরীফুল ইসলাম। ইনিংসের প্রথম বলেই ৪ দিলেও ফিরতি বলেই ঘুরে দাঁড়িয়ে। দ্বিতীয় বলে আভিষ্কা ফার্নান্দোকে লিটন দাসের ক্যাচ বানিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন তিনি।
উইকেট নেওয়ার পর টাইমড আউটের উদ্যাপনও করেন শরীফুল। যেন মনে করে দিলেন সংবাদ সম্মেলনে যতই বলা হোক সেসব ভুলে গিয়েছেন সবাই। তবে মাঠে নামলে ঠিকই তার রেশ রয়ে যায়।
দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন দুই মেন্ডিস, কুশল ও কামিন্দু। তাঁদের জুটিকে অবশ্য ৩৩ রানের বেশি করতে দেননি তাসকিন আহমেদ। ১৯ রানে সৌম্যের হাতে কামিন্দুকে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন। কামিন্দুকে নিয়ে না পারলেও সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গী করে শ্রীলঙ্কার হাল ধরেছেন কুশল। প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের অর্ধেক ওভার শেষে তাঁদের ৪২ রানের জুটিতে সফরকারীদের রান ২ উইকেটে ৭৯। ২২ রানে অপরাজিত আছেন সাদিরা। অন্যদিকে ৩২ রানে ক্রিজে আছেন ওপেনিংয়ে নামা কুশল।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ টি-টোয়েন্টিতে ‘অভিষেক’ হয়েছে জাকের আলী অনিকের। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলায় অবশ্য তাঁর অভিষেক আগেই হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসে হয়ে সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ১৪ ম্যাচে ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
জাকেরের অভিষেকের দিন দেড় বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ ২০২২ সালের ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষেই দুবাইয়ে খেলেছিলেন তিনি। এবারের বিপিএলে ১৫ ম্যাচে ১৩৪.৬৫ গড়ে ২৩৭ রান করেছেন এই অলরাউন্ডার।
সিলেটে টস জিতে বাংলাদেশে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা সঠিক বলে প্রমাণ করেছিলেন শরীফুল ইসলাম। ইনিংসের প্রথম বলেই ৪ দিলেও ফিরতি বলেই ঘুরে দাঁড়িয়ে। দ্বিতীয় বলে আভিষ্কা ফার্নান্দোকে লিটন দাসের ক্যাচ বানিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন তিনি।
উইকেট নেওয়ার পর টাইমড আউটের উদ্যাপনও করেন শরীফুল। যেন মনে করে দিলেন সংবাদ সম্মেলনে যতই বলা হোক সেসব ভুলে গিয়েছেন সবাই। তবে মাঠে নামলে ঠিকই তার রেশ রয়ে যায়।
দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন দুই মেন্ডিস, কুশল ও কামিন্দু। তাঁদের জুটিকে অবশ্য ৩৩ রানের বেশি করতে দেননি তাসকিন আহমেদ। ১৯ রানে সৌম্যের হাতে কামিন্দুকে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন। কামিন্দুকে নিয়ে না পারলেও সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গী করে শ্রীলঙ্কার হাল ধরেছেন কুশল। প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের অর্ধেক ওভার শেষে তাঁদের ৪২ রানের জুটিতে সফরকারীদের রান ২ উইকেটে ৭৯। ২২ রানে অপরাজিত আছেন সাদিরা। অন্যদিকে ৩২ রানে ক্রিজে আছেন ওপেনিংয়ে নামা কুশল।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ টি-টোয়েন্টিতে ‘অভিষেক’ হয়েছে জাকের আলী অনিকের। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলায় অবশ্য তাঁর অভিষেক আগেই হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসে হয়ে সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ১৪ ম্যাচে ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
জাকেরের অভিষেকের দিন দেড় বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ ২০২২ সালের ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষেই দুবাইয়ে খেলেছিলেন তিনি। এবারের বিপিএলে ১৫ ম্যাচে ১৩৪.৬৫ গড়ে ২৩৭ রান করেছেন এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫