ক্রীড়া ডেস্ক
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি তিন মাসের বেশ কিছু সময়। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় হবে আইসিসির এই ইভেন্ট। টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো অনেক সময় বাকি থাকলেও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন জানিয়ে দিয়েছেন অবসরের দিনক্ষণ।
উপমহাদেশে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ শেষে এই সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ডিভাইন। নিউজিল্যান্ডের বর্তমান ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সরে যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময় মনে হয়েছে। এনজেডসি’র পূর্ণ সমর্থন পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। এর অর্থ আমি এখনো হোয়াইট ফার্নসদের অনেক কিছু দিতে পারবো। সবার জানা উচিত সরে যাওয়ার আগে এই দলকে সবকিছু উজাড় করে দিতে চাচ্ছি।’
কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনারদের মতো নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলও দুর্ভাগা। আইসিসি ইভেন্টে একের পর এক ফাইনালে উঠে শিরোপা খুইয়েছেন নিউজিল্যান্ডের মেয়েরাও। এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল দুইবার শিরোপা জিতেছে। ২০০০ ওয়ানডে বিশ্বকাপের পর গত বছর হোয়াইট ফার্নসরা জিতেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডের মেয়েদের ২৪ বছরের আইসিসি ইভেন্টের শিরোপাখরা ঘুচেছে ডিভাইনের নেতৃত্বেই। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা কতদিন চালিয়ে যাবেন, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখন নিয়মিত ডাক পাচ্ছেন ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।
২০২২ সালে সবশেষ আয়োজিত নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেবার টুর্নামেন্টের আয়োজক ছিল নিউজিল্যান্ড। তিন বছর পর এবার উপমহাদেশে অস্ট্রেলিয়া নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়োজক ভারত সরাসরি ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান বাছাইপর্ব উতড়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে।
ভারত-পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান হাইব্রিড মডেলের মাধ্যমে গত বছরের শেষে দিয়েছে আইসিসি। ২০২৭ পর্যন্ত আইসিসির যে কয়টি টুর্নামেন্টের আয়োজক ভারত-পাকিস্তান, সেক্ষেত্রে অপর দলগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। যেখানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান থাকলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। এবারও একই নিয়ম মেনে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তান খেলবে কলম্বোতে।
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি তিন মাসের বেশ কিছু সময়। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় হবে আইসিসির এই ইভেন্ট। টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো অনেক সময় বাকি থাকলেও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন জানিয়ে দিয়েছেন অবসরের দিনক্ষণ।
উপমহাদেশে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ শেষে এই সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ডিভাইন। নিউজিল্যান্ডের বর্তমান ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সরে যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময় মনে হয়েছে। এনজেডসি’র পূর্ণ সমর্থন পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। এর অর্থ আমি এখনো হোয়াইট ফার্নসদের অনেক কিছু দিতে পারবো। সবার জানা উচিত সরে যাওয়ার আগে এই দলকে সবকিছু উজাড় করে দিতে চাচ্ছি।’
কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনারদের মতো নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলও দুর্ভাগা। আইসিসি ইভেন্টে একের পর এক ফাইনালে উঠে শিরোপা খুইয়েছেন নিউজিল্যান্ডের মেয়েরাও। এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল দুইবার শিরোপা জিতেছে। ২০০০ ওয়ানডে বিশ্বকাপের পর গত বছর হোয়াইট ফার্নসরা জিতেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডের মেয়েদের ২৪ বছরের আইসিসি ইভেন্টের শিরোপাখরা ঘুচেছে ডিভাইনের নেতৃত্বেই। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা কতদিন চালিয়ে যাবেন, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখন নিয়মিত ডাক পাচ্ছেন ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।
২০২২ সালে সবশেষ আয়োজিত নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেবার টুর্নামেন্টের আয়োজক ছিল নিউজিল্যান্ড। তিন বছর পর এবার উপমহাদেশে অস্ট্রেলিয়া নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়োজক ভারত সরাসরি ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান বাছাইপর্ব উতড়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে।
ভারত-পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান হাইব্রিড মডেলের মাধ্যমে গত বছরের শেষে দিয়েছে আইসিসি। ২০২৭ পর্যন্ত আইসিসির যে কয়টি টুর্নামেন্টের আয়োজক ভারত-পাকিস্তান, সেক্ষেত্রে অপর দলগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। যেখানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান থাকলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। এবারও একই নিয়ম মেনে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তান খেলবে কলম্বোতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে