টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছিল ভারত। আর সংস্করণ বদলাতেই যেন বদলে গেল নিউজিল্যান্ড। অকল্যান্ডে কেন উইলিয়ামসন-টম লাথামের অবিচ্ছেদ্য ২২১ রানের জুটিতে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে এখন কিউইরা।
৩০৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা প্রথম পাওয়ারপ্লের মধ্যেই নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে যায়। অষ্টম ওভারের তৃতীয় বলে ফিন অ্যালেনের উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। কিউইদের স্কোর গিয়ে দাঁড়ায় ১ উইকেটে ৩৫ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিং করতে আসেন কেন উইলিয়ামসন। আরেক ওপেনার ডেভন কনওয়েকে নিয়ে বেশ সাবধানে এগোতে থাকেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে কনওয়ে-উইলিয়ামসন করেন ৪৬ বলে ৩৩ রানের জুটি। কনওয়েকে ফিরিয়ে এই জুটি ভাঙেন উমরান মালিক। ভারতের এই অভিষিক্ত পেসার ফিরিয়েছেন ড্যারিল মিচেলকেও। তাতে নিউজিল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ১৯.৫ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।
৩ উইকেট হারানোর পরে উইকেটে আসেন টম লাথাম। উইলিয়ামসনের সঙ্গে শক্ত হাতে প্রতিরোধ গড়া শুরু করেন লাথাম। ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকেন এ দুই কিউই ব্যাটার। তৃতীয় উইকেট জুটিতে ১৬৫ বলে ২২১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন উইলিয়ামসন-ল্যাথাম। ১৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন ল্যাথাম। উইলিয়ামসন সেঞ্চুরি না পেলেও ৯৮ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন উমরান।
ম্যাচ-সেরা হয়েছেন ল্যাথাম। ১০৪ বলে ১৪৫ রানের ইনিংস খেলে ছিলেন অপরাজিত, যা নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোর। ১৯ চার ও ৫ ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে অকল্যান্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। তিন টপ অর্ডার ব্যাটার শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়াস আয়ারের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ভারত করে ৩০৬ রান। ৭৬ বলে ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন শ্রেয়াস। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও লকি ফার্গুসন।
টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছিল ভারত। আর সংস্করণ বদলাতেই যেন বদলে গেল নিউজিল্যান্ড। অকল্যান্ডে কেন উইলিয়ামসন-টম লাথামের অবিচ্ছেদ্য ২২১ রানের জুটিতে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে এখন কিউইরা।
৩০৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা প্রথম পাওয়ারপ্লের মধ্যেই নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে যায়। অষ্টম ওভারের তৃতীয় বলে ফিন অ্যালেনের উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। কিউইদের স্কোর গিয়ে দাঁড়ায় ১ উইকেটে ৩৫ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিং করতে আসেন কেন উইলিয়ামসন। আরেক ওপেনার ডেভন কনওয়েকে নিয়ে বেশ সাবধানে এগোতে থাকেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে কনওয়ে-উইলিয়ামসন করেন ৪৬ বলে ৩৩ রানের জুটি। কনওয়েকে ফিরিয়ে এই জুটি ভাঙেন উমরান মালিক। ভারতের এই অভিষিক্ত পেসার ফিরিয়েছেন ড্যারিল মিচেলকেও। তাতে নিউজিল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ১৯.৫ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।
৩ উইকেট হারানোর পরে উইকেটে আসেন টম লাথাম। উইলিয়ামসনের সঙ্গে শক্ত হাতে প্রতিরোধ গড়া শুরু করেন লাথাম। ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকেন এ দুই কিউই ব্যাটার। তৃতীয় উইকেট জুটিতে ১৬৫ বলে ২২১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন উইলিয়ামসন-ল্যাথাম। ১৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন ল্যাথাম। উইলিয়ামসন সেঞ্চুরি না পেলেও ৯৮ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন উমরান।
ম্যাচ-সেরা হয়েছেন ল্যাথাম। ১০৪ বলে ১৪৫ রানের ইনিংস খেলে ছিলেন অপরাজিত, যা নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোর। ১৯ চার ও ৫ ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে অকল্যান্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। তিন টপ অর্ডার ব্যাটার শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়াস আয়ারের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ভারত করে ৩০৬ রান। ৭৬ বলে ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন শ্রেয়াস। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও লকি ফার্গুসন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫