ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে পঞ্চম টেস্টের মাঝপথে পিঠের চোটে পড়েন বুমরা। সেরে উঠতে লম্বা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, পুরো চ্যাম্পিয়নস ট্রফি হাতছাড়া করতে পারেন বুমরা। তাঁর পিঠে ফোলা রয়েছে, শিগগিরই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন, যেখানে তার পুনর্বাসনের ওপর নজর রাখা হবে। জানা গেছে, এই চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে হতে পারে এই তারকা পেসারকে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে এরই মধ্যে বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নির্বাচক কমিটি এখনো বুমরার পুরো মেডিকেল রিপোর্ট পায়নি, তবে বর্তমানে তাঁর অবস্থা ভালো বলে মনে হচ্ছে না তাদের।
বুমরাকে মূল দলে রাখা হবে কি না, এ নিয়ে চলছে আলোচনা। যদি নাও রাখা হয়, তবে রিজার্ভ বেঞ্চে হলেও তাঁকে রাখতে চায় বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা আজ শেষ হবে। বিসিসিআই নাকি সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছে বলে জানা গেছে, তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সময়সীমা বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেনি।
অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরা ছিলেন। তিনি ১৫১.২ ওভার বোলিং করে শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেট। যেখানে তাঁর গড় ছিল ১৩.০৬ এবং স্ট্রাইকরেট ছিল ২৮.৩। সিরিজসেরা পুরস্কারও তুলেছিলেন হাতে। পিঠের চোটের কারণে শেষ টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। এর আগে পিঠের চোটের কারণে প্রায় এক বছর (সেপ্টেম্বর ২০২২ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত) খেলার বাইরে ছিলেন বুমরা।
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে পঞ্চম টেস্টের মাঝপথে পিঠের চোটে পড়েন বুমরা। সেরে উঠতে লম্বা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, পুরো চ্যাম্পিয়নস ট্রফি হাতছাড়া করতে পারেন বুমরা। তাঁর পিঠে ফোলা রয়েছে, শিগগিরই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন, যেখানে তার পুনর্বাসনের ওপর নজর রাখা হবে। জানা গেছে, এই চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে হতে পারে এই তারকা পেসারকে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে এরই মধ্যে বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নির্বাচক কমিটি এখনো বুমরার পুরো মেডিকেল রিপোর্ট পায়নি, তবে বর্তমানে তাঁর অবস্থা ভালো বলে মনে হচ্ছে না তাদের।
বুমরাকে মূল দলে রাখা হবে কি না, এ নিয়ে চলছে আলোচনা। যদি নাও রাখা হয়, তবে রিজার্ভ বেঞ্চে হলেও তাঁকে রাখতে চায় বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা আজ শেষ হবে। বিসিসিআই নাকি সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছে বলে জানা গেছে, তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সময়সীমা বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেনি।
অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরা ছিলেন। তিনি ১৫১.২ ওভার বোলিং করে শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেট। যেখানে তাঁর গড় ছিল ১৩.০৬ এবং স্ট্রাইকরেট ছিল ২৮.৩। সিরিজসেরা পুরস্কারও তুলেছিলেন হাতে। পিঠের চোটের কারণে শেষ টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। এর আগে পিঠের চোটের কারণে প্রায় এক বছর (সেপ্টেম্বর ২০২২ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত) খেলার বাইরে ছিলেন বুমরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে