একের পর এক রেকর্ড গড়ে গত দুই বছরে উদ্বোধনী জুটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অথচ এশিয়া কাপে বাবরের রানখরা আর রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। কেউ কেউ তো এই জুটির শেষও দেখে ফেলেছিলেন।
কিন্তু নিন্দুকদের মোক্ষম জবাবটা মুখে নয়, যেন ব্যাটেই দিতে চেয়েছিলেন বাবর-রিজওয়ান। পাকিস্তান অধিনায়ক ও উইকেটরক্ষক জবাবটা দিয়েও দিলেন খুব দ্রুত।
বাবর-রিজওয়ান জুটির রেকর্ডে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। করাচিতে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের গড়া ১৯৯ রানের ইমারত ৩ বল বাকি রেখে টপকে গেছেন স্বাগতিকেরা। এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।
টি-টোয়েন্টিতে এটিই কোনো দলের বিনা উইকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ২০১৬ সালে পাকিস্তানেরই বিপক্ষে ১৬৯ রান তাড়া করে কিউইদের জয় এনে দিয়েছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।
কাল রেকর্ড গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর (১১০ *)। সঙ্গী রিজওয়ান অপরাজিত ছিলেন ৮৮ রানে।
কোনো উইকেট না হারিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়
দল লক্ষ্য
পাকিস্তান ২০০
নিউজিল্যান্ড ১৬৯
পাকিস্তান ১৫২
ভারত ১৪৪
ইংল্যান্ড ১৪০
একের পর এক রেকর্ড গড়ে গত দুই বছরে উদ্বোধনী জুটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অথচ এশিয়া কাপে বাবরের রানখরা আর রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। কেউ কেউ তো এই জুটির শেষও দেখে ফেলেছিলেন।
কিন্তু নিন্দুকদের মোক্ষম জবাবটা মুখে নয়, যেন ব্যাটেই দিতে চেয়েছিলেন বাবর-রিজওয়ান। পাকিস্তান অধিনায়ক ও উইকেটরক্ষক জবাবটা দিয়েও দিলেন খুব দ্রুত।
বাবর-রিজওয়ান জুটির রেকর্ডে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। করাচিতে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের গড়া ১৯৯ রানের ইমারত ৩ বল বাকি রেখে টপকে গেছেন স্বাগতিকেরা। এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।
টি-টোয়েন্টিতে এটিই কোনো দলের বিনা উইকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ২০১৬ সালে পাকিস্তানেরই বিপক্ষে ১৬৯ রান তাড়া করে কিউইদের জয় এনে দিয়েছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।
কাল রেকর্ড গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর (১১০ *)। সঙ্গী রিজওয়ান অপরাজিত ছিলেন ৮৮ রানে।
কোনো উইকেট না হারিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়
দল লক্ষ্য
পাকিস্তান ২০০
নিউজিল্যান্ড ১৬৯
পাকিস্তান ১৫২
ভারত ১৪৪
ইংল্যান্ড ১৪০
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫