প্রথম দল হিসেবে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অভিনব কায়দায় গতকাল দুই শিশু সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডের। দ্বিতীয় দল হিসেবে দল ঘোষণার সময় আজ অবশ্য দক্ষিণ আফ্রিকা তেমন কোনো কৌশল অবলম্বন করেননি।
ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। প্রথমবারের মতো কোনো আইসিসির ইভেন্টে নেতৃত্ব দেবেন ২৯ বছর বয়সী ব্যাটার। দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম সরিয়ে নিলেও ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন কুইন্টন ডি কক ও আনরিখ নরকিয়া।
পিঠের চোটে গত ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে প্রোটিয়াদের হয়ে ম্যাচ খেলেননি নরকিয়া। অন্যদিকে ২০২২ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো উইকেটরক্ষক ব্যাটার ডি কক সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। তাঁদের সঙ্গে স্কোয়াডে জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত সংস্করণের দুর্দান্ত সব ক্রিকেটাররাই। আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, কাগিসো রাবাদাসহ জায়গা পেয়েছেন উদীয়মান ব্যাটার ত্রিস্তান স্টাবসও।
অন্যদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন রায়ান রিকেলটন এবং ওটনিয়েল বার্টম্যান। নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ তে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন তাঁরা। ১৭৩.৭৭ স্ট্রাইকরেটে ৫৩০ রান নিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন রিকেলটন। আর বোলিংয়ে মার্কো ইয়ানসেনের (২০) পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন পেসার বার্টম্যান।
রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি। তবে জায়গা হয়নি সাবেক অধিনায়ক টেম্বা বাভুমা, রাইলি রুশো এবং ওয়েন পারনেলের মতো টি-টোয়েন্টি তারকা ক্রিকেটারদের। আগামী ১ জুলাই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ২০ দলকে নিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল—
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, বিজোর্ন ফরচুন, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, হেনরিখ ক্লাসেন, ত্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন।
ট্রাভেলিং রিজার্ভ: লুঙ্গি এনগিডি, নান্দ্রে বার্গার।
প্রথম দল হিসেবে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অভিনব কায়দায় গতকাল দুই শিশু সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডের। দ্বিতীয় দল হিসেবে দল ঘোষণার সময় আজ অবশ্য দক্ষিণ আফ্রিকা তেমন কোনো কৌশল অবলম্বন করেননি।
ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। প্রথমবারের মতো কোনো আইসিসির ইভেন্টে নেতৃত্ব দেবেন ২৯ বছর বয়সী ব্যাটার। দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম সরিয়ে নিলেও ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন কুইন্টন ডি কক ও আনরিখ নরকিয়া।
পিঠের চোটে গত ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে প্রোটিয়াদের হয়ে ম্যাচ খেলেননি নরকিয়া। অন্যদিকে ২০২২ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো উইকেটরক্ষক ব্যাটার ডি কক সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। তাঁদের সঙ্গে স্কোয়াডে জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত সংস্করণের দুর্দান্ত সব ক্রিকেটাররাই। আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, কাগিসো রাবাদাসহ জায়গা পেয়েছেন উদীয়মান ব্যাটার ত্রিস্তান স্টাবসও।
অন্যদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন রায়ান রিকেলটন এবং ওটনিয়েল বার্টম্যান। নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ তে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন তাঁরা। ১৭৩.৭৭ স্ট্রাইকরেটে ৫৩০ রান নিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন রিকেলটন। আর বোলিংয়ে মার্কো ইয়ানসেনের (২০) পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন পেসার বার্টম্যান।
রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি। তবে জায়গা হয়নি সাবেক অধিনায়ক টেম্বা বাভুমা, রাইলি রুশো এবং ওয়েন পারনেলের মতো টি-টোয়েন্টি তারকা ক্রিকেটারদের। আগামী ১ জুলাই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ২০ দলকে নিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল—
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, বিজোর্ন ফরচুন, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, হেনরিখ ক্লাসেন, ত্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন।
ট্রাভেলিং রিজার্ভ: লুঙ্গি এনগিডি, নান্দ্রে বার্গার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে