প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে এসে বাজিমাত করল যুক্তরাষ্ট্র। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে তারা। একই সঙ্গে আরও এক সুখবর পেল যুক্তরাষ্ট্র।
ফ্লোরিডায় গত রাতে পণ্ড হয়েছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। তাতে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায় গ্রুপ পর্বেই। ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত হয়েছে মার্কিনদের।
২০২৪-এর মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ২০ দলের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের মধ্যে সরাসরি খেলবে ১২ দল। ১২ দলের মধ্যে এবারের বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি খেলবে পরবর্তী আসরে। দুই বছর পর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, সেটার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আয়োজক সূত্রেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার দুই দল। যে ১২ দল আগামী বিশ্বকাপের টিকিট কাটবে, তার মধ্যে ১০ দল সুপার এইট ও আয়োজক সূত্রে নিশ্চিত করে ফেলেছে। বাকি ২ দল হচ্ছে এবার সুপার এইট যারা নিশ্চিত করতে পারল না, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ের প্রথম দুই দল।
২০২৬ বিশ্বকাপে সরাসরি টিকিট কাটবে, এসব ক্ষেত্রে শেষ দুই দল নির্ধারণ একটু জটিল। কারণ ভারত চলমান বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করলেও লঙ্কানরা বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই। সেক্ষেত্রে এবারের সুপার এইটের বাইরে থাকা দলের বাইরে র্যাঙ্কিংয়ের সেরা তিন দল সরাসরি টিকিট কাটবে আগামী বিশ্বকাপের। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৪, ৬, ৭ ও ৯ নম্বরে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে বাংলাদেশ বলতে গেলে সুপার এইটে এক পা দিয়েই রেখেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে কারা সুপার এইট নিশ্চিত করবে, তা জানা যাবে আগামীকাল। স্কটল্যান্ড সুপার এইটে উঠলে র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সুযোগ মিলবে পরের বিশ্বকাপে সরাসরি খেলার। যদি স্কটল্যান্ড ওঠে, তাহলে আইরিশদের বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে। ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত র্যাঙ্কিংয়ের হিসাব করা হবে এখানে।
১২ দল সরাসরি নিশ্চিত করলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ৮ দল বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ—এই তিন অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসবে দুটি করে দল। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকা থেকে একটি করে দল খেলবে পরবর্তী মৌসুমে, যার মধ্যে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব চলছে ইতালিতে।
প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে এসে বাজিমাত করল যুক্তরাষ্ট্র। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে তারা। একই সঙ্গে আরও এক সুখবর পেল যুক্তরাষ্ট্র।
ফ্লোরিডায় গত রাতে পণ্ড হয়েছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। তাতে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায় গ্রুপ পর্বেই। ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত হয়েছে মার্কিনদের।
২০২৪-এর মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ২০ দলের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের মধ্যে সরাসরি খেলবে ১২ দল। ১২ দলের মধ্যে এবারের বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি খেলবে পরবর্তী আসরে। দুই বছর পর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, সেটার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আয়োজক সূত্রেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার দুই দল। যে ১২ দল আগামী বিশ্বকাপের টিকিট কাটবে, তার মধ্যে ১০ দল সুপার এইট ও আয়োজক সূত্রে নিশ্চিত করে ফেলেছে। বাকি ২ দল হচ্ছে এবার সুপার এইট যারা নিশ্চিত করতে পারল না, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ের প্রথম দুই দল।
২০২৬ বিশ্বকাপে সরাসরি টিকিট কাটবে, এসব ক্ষেত্রে শেষ দুই দল নির্ধারণ একটু জটিল। কারণ ভারত চলমান বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করলেও লঙ্কানরা বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই। সেক্ষেত্রে এবারের সুপার এইটের বাইরে থাকা দলের বাইরে র্যাঙ্কিংয়ের সেরা তিন দল সরাসরি টিকিট কাটবে আগামী বিশ্বকাপের। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৪, ৬, ৭ ও ৯ নম্বরে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে বাংলাদেশ বলতে গেলে সুপার এইটে এক পা দিয়েই রেখেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে কারা সুপার এইট নিশ্চিত করবে, তা জানা যাবে আগামীকাল। স্কটল্যান্ড সুপার এইটে উঠলে র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সুযোগ মিলবে পরের বিশ্বকাপে সরাসরি খেলার। যদি স্কটল্যান্ড ওঠে, তাহলে আইরিশদের বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে। ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত র্যাঙ্কিংয়ের হিসাব করা হবে এখানে।
১২ দল সরাসরি নিশ্চিত করলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ৮ দল বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ—এই তিন অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসবে দুটি করে দল। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকা থেকে একটি করে দল খেলবে পরবর্তী মৌসুমে, যার মধ্যে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব চলছে ইতালিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে