সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি যেন বিরাট কোহলির কাছে ‘ডাল-ভাত।’ ভারতীয় দল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কোহলি সেঞ্চুরি পাচ্ছেন সবখানেই। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি গতকাল পেয়েছেন তিনি। ‘রাজকীয়’ এই সেঞ্চুরির পর প্রশংসায় ভাসছেন ভারতীয় এই ব্যাটার।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্রথম ওভার করতে আসেন হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের প্রথম দুই বলে টানা চার মেরে ইনিংস শুরু করেন কোহলি। এই ধারাবাহিকতা কোহলি বজায় রাখেন পুরো ইনিংসেই। ভারতীয় এই ব্যাটারের একের পর এক চার-ছক্কায় দিশেহারা হতে থাকেন হায়দরবাদের বোলাররা। ১৮তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি তুলে নেন ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি। ৬২ বলে তিন অঙ্ক ছুঁয়ে কোহলি আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসালেন।
দুর্দান্ত এই সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন কোহলি। শচীন টেন্ডুলকার টুইট করেন, ‘প্রথম বলেই যে কাভার ড্রাইভ করেছিল, তাতেই বোঝা গেছে দিনটা বিরাটের। বিরাট এবং ফাফ খেলার নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে ফেলেছে। বড় শটের পাশাপাশি তাদের রানিং বিটুইন দ্য উইকেটও ভালো ছিল।’ টুইটারে কোহলির প্রশংসা করে রশিদ খান লিখেছেন, ‘আপনি অসাধারণ নক খেলেছেন কিং কোহলি।’ যুবরাজ সিং টুইট করেন, ‘রাজার খেলা দেখে সবাই জেগে উঠেছে। বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরি দেখা ছিল চোখের শান্তি।’ ‘অসাধারণ ইনিংস খেলেছেন কোহলি’—টুইটারে এটা লেখার পর রাজার মুকুটের ইমোজি দিয়েছেন যুজভেন্দ্র চাহাল। এবি ডি ভিলিয়ার্স টুইটারে বিরাট নাম অনেক লম্বা টান দিয়ে উচ্চারণ করেছেন। এছাড়া বিরাট কোহলি লেখার পর ছাগল ইমোজি দিয়ে টুইট করেন ইরফান পাঠান।
কোহলির সেঞ্চুরির দিন হয়েছে বেশ কিছু রেকর্ডও। আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আর আইপিএল ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেধে এবারের আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এই দুই ওপেনার।
সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি যেন বিরাট কোহলির কাছে ‘ডাল-ভাত।’ ভারতীয় দল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কোহলি সেঞ্চুরি পাচ্ছেন সবখানেই। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি গতকাল পেয়েছেন তিনি। ‘রাজকীয়’ এই সেঞ্চুরির পর প্রশংসায় ভাসছেন ভারতীয় এই ব্যাটার।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্রথম ওভার করতে আসেন হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের প্রথম দুই বলে টানা চার মেরে ইনিংস শুরু করেন কোহলি। এই ধারাবাহিকতা কোহলি বজায় রাখেন পুরো ইনিংসেই। ভারতীয় এই ব্যাটারের একের পর এক চার-ছক্কায় দিশেহারা হতে থাকেন হায়দরবাদের বোলাররা। ১৮তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি তুলে নেন ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি। ৬২ বলে তিন অঙ্ক ছুঁয়ে কোহলি আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসালেন।
দুর্দান্ত এই সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন কোহলি। শচীন টেন্ডুলকার টুইট করেন, ‘প্রথম বলেই যে কাভার ড্রাইভ করেছিল, তাতেই বোঝা গেছে দিনটা বিরাটের। বিরাট এবং ফাফ খেলার নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে ফেলেছে। বড় শটের পাশাপাশি তাদের রানিং বিটুইন দ্য উইকেটও ভালো ছিল।’ টুইটারে কোহলির প্রশংসা করে রশিদ খান লিখেছেন, ‘আপনি অসাধারণ নক খেলেছেন কিং কোহলি।’ যুবরাজ সিং টুইট করেন, ‘রাজার খেলা দেখে সবাই জেগে উঠেছে। বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরি দেখা ছিল চোখের শান্তি।’ ‘অসাধারণ ইনিংস খেলেছেন কোহলি’—টুইটারে এটা লেখার পর রাজার মুকুটের ইমোজি দিয়েছেন যুজভেন্দ্র চাহাল। এবি ডি ভিলিয়ার্স টুইটারে বিরাট নাম অনেক লম্বা টান দিয়ে উচ্চারণ করেছেন। এছাড়া বিরাট কোহলি লেখার পর ছাগল ইমোজি দিয়ে টুইট করেন ইরফান পাঠান।
কোহলির সেঞ্চুরির দিন হয়েছে বেশ কিছু রেকর্ডও। আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আর আইপিএল ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেধে এবারের আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এই দুই ওপেনার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫