ক্রীড়া ডেস্ক
বাবর আজম সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১২১ ইনিংসে ৪২২৩ রান। কিন্তু স্ট্রাইকরেট ১২৯.২২। বাবর থিতু হন, তারপর আক্রমণ করেন। বর্তমান পাকিস্তান দল ঠিক বিপরীতে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দর্শন নিয়ে এগোচ্ছে তারা। টিম ম্যানেজমেন্ট তাই টি-টোয়েন্টি দলে গত সাত মাস ধরে রাখেননি বাবরকে।
পাকিস্তান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আগামী এশিয়া কাপের টি-টোয়েন্টি দলেই দেখা যেতে পারে বাবরকে। নিশ্চয়ই এই ক্ল্যাসিক ব্যাটারের ভক্ত-সমর্থকদের জন্য সুখবরও বটে। সাবেক পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফেরানোর কথা ভাবছে পিসিবির নির্বাচকেরা। সামনেই রয়েছে একটি ত্রিদেশীয় সিরিজ ও তারপর আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ।
বাবরকে ফেরানোর সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো ওপেনার ফখর জামানের গুরুতর চোট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ ও ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। ফখর জামানকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে বলেছে পিসিবি। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। তবে এশিয়া কাপে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।
ফখরের বিকল্প হিসেবে বাবরকে টি-টোয়েন্টি দলে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও তাঁর দলে জায়গা পাওয়া নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের ওপর। সম্প্রতি বাবরকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেখা করতে দেখা গেছে। ওই সময় তার সঙ্গে ছিলেন ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার নাসিম শাহ। তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
এশিয়া কাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দল আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান রয়েছে গ্রুপ ‘এ’-তে। পাকিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর হবে ভারতের সঙ্গে বহুল প্রতীক্ষিত লড়াই। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আরব আমিরাত।
বাবর আজম সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১২১ ইনিংসে ৪২২৩ রান। কিন্তু স্ট্রাইকরেট ১২৯.২২। বাবর থিতু হন, তারপর আক্রমণ করেন। বর্তমান পাকিস্তান দল ঠিক বিপরীতে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দর্শন নিয়ে এগোচ্ছে তারা। টিম ম্যানেজমেন্ট তাই টি-টোয়েন্টি দলে গত সাত মাস ধরে রাখেননি বাবরকে।
পাকিস্তান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আগামী এশিয়া কাপের টি-টোয়েন্টি দলেই দেখা যেতে পারে বাবরকে। নিশ্চয়ই এই ক্ল্যাসিক ব্যাটারের ভক্ত-সমর্থকদের জন্য সুখবরও বটে। সাবেক পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফেরানোর কথা ভাবছে পিসিবির নির্বাচকেরা। সামনেই রয়েছে একটি ত্রিদেশীয় সিরিজ ও তারপর আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ।
বাবরকে ফেরানোর সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো ওপেনার ফখর জামানের গুরুতর চোট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ ও ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। ফখর জামানকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে বলেছে পিসিবি। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। তবে এশিয়া কাপে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।
ফখরের বিকল্প হিসেবে বাবরকে টি-টোয়েন্টি দলে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও তাঁর দলে জায়গা পাওয়া নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের ওপর। সম্প্রতি বাবরকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেখা করতে দেখা গেছে। ওই সময় তার সঙ্গে ছিলেন ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার নাসিম শাহ। তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
এশিয়া কাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দল আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান রয়েছে গ্রুপ ‘এ’-তে। পাকিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর হবে ভারতের সঙ্গে বহুল প্রতীক্ষিত লড়াই। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আরব আমিরাত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে