একের পর এক হারে যখন ব্যর্থতার বৃত্তেই বন্দী বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল, তখন সুখবর দিয়েই চলেছেন মেয়েরা। জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে ধবলধোলাইয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তান বধ করছে বাংলাদেশের মেয়েরা। এরপর আজ ব্যক্তিগত সাফল্যে নতুন চূড়া স্পর্শ করে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিলেন শারমিন-নিগাররা। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্ত। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে এটিই প্রথম সেঞ্চুরি। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে এ ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে বিবেচনা করছে আইসিসি।
শারমিনের আগে এত দিন সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ইনিংসটি উপহার দিয়েছিলেন তিনি। হারারেতে শারমিনের সেঞ্চুরিতে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে ৫৩ গুটিয়ে যায় মার্কিন মেয়েরা।
শারমিনের সেঞ্চুরির দিনে ফারজানা হক করেছেন ৬৭ রান, মুর্শিদা খাতুন খেলেছেন ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ রানের সুবাদে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে গড়েছে ৩২২ রানের পাহাড়।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে মার্কিন মেয়েরা। ১৫ ওভারে ২৬ রান নিতেই হারায় ৪ উইকেট। এরপর ৩০.৩ ওভারে ৫২ রানে যেতেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, ফাহিমা ও রুমানা।
একের পর এক হারে যখন ব্যর্থতার বৃত্তেই বন্দী বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল, তখন সুখবর দিয়েই চলেছেন মেয়েরা। জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে ধবলধোলাইয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তান বধ করছে বাংলাদেশের মেয়েরা। এরপর আজ ব্যক্তিগত সাফল্যে নতুন চূড়া স্পর্শ করে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিলেন শারমিন-নিগাররা। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্ত। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে এটিই প্রথম সেঞ্চুরি। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে এ ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে বিবেচনা করছে আইসিসি।
শারমিনের আগে এত দিন সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ইনিংসটি উপহার দিয়েছিলেন তিনি। হারারেতে শারমিনের সেঞ্চুরিতে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে ৫৩ গুটিয়ে যায় মার্কিন মেয়েরা।
শারমিনের সেঞ্চুরির দিনে ফারজানা হক করেছেন ৬৭ রান, মুর্শিদা খাতুন খেলেছেন ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ রানের সুবাদে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে গড়েছে ৩২২ রানের পাহাড়।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে মার্কিন মেয়েরা। ১৫ ওভারে ২৬ রান নিতেই হারায় ৪ উইকেট। এরপর ৩০.৩ ওভারে ৫২ রানে যেতেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, ফাহিমা ও রুমানা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে