নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে, কিন্তু মাঠে নামতে হয় চার নম্বরে। ২৯ বলে করেন ৩২ রান। যদিও সে ম্যাচটি হারতে হয় ৭ উইকেটে।
ম্যাচেটিতে একাদশে থাকবেন, সেটিও জানতেন না নাঈম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দলের অনুশীলন না থাকলেও ব্যাটিং স্কিল নিয়ে ব্যক্তিগতভাবে অনুশীলন করেন তিনি। তারপর সংবাদমাধ্যমকে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে বলেন, ‘সত্যি বলতে, জাকের চোটে পড়ায় আমাকে চার নম্বরে খেলতে হয়েছে। আসলে আমার কথা ছিল পাঁচে খেলার। স্যারের সঙ্গে আলোচনা করেই চার নম্বরে খেলেছি। ওর চোট না থাকলে হয়তো খেলতামই না। আমি আগে থেকে জানতাম না এমন সুযোগ আসবে। মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ওপেনিংয়েই সব সময় নিজেকে প্রস্তুত রাখি। আজও অনুশীলনে ওপেনিং নিয়েই কাজ করলাম। ওই (চার নম্বরে খেলা) অবস্থায় মানসিক প্রস্তুতি না থাকলে খেলার মধ্যে তার প্রভাব পড়ে। ভবিষ্যতে এমন সুযোগ এলে এবার সেটা মাথায় থাকবে।’
ওপেনার হিসেবেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বেশি সময় ব্যাটিং করেন নাঈম। তবে ঘরোয়া লিগে মাঝেমধ্যে নিচের দিকে ব্যাট করার অভিজ্ঞতা আছে তার। তবুও আন্তর্জাতিক ম্যাচে হঠাৎ চার নম্বরে নেমে খেলাটা ভিন্ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘এখন পর্যন্ত যত ম্যাচ খেলেছি, ওপেনার হিসেবেই খেলেছি। তাই সে মানসিকতা থেকেই অনুশীলন করি। তবে মাঝের ওভারে খেলার অভিজ্ঞতা একেবারে নেই তা নয়। কিন্তু হুট করে চার নম্বরে নামলে মিডল অর্ডারদের যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তা আমার ঠিক জানা থাকে না। বাইরে থেকে সহজ মনে হলেও ভিতরে খেললে বোঝা যায়। নতুন একটা অভিজ্ঞতা হলো। পুরোপুরি ভিন্ন জিনিস। তাই সব জায়গার প্রস্তুতিই রাখার চেষ্টা করি। তবে আজকের অনুশীলনটা ছিল আমার একান্ত নিজের প্রস্তুতির জন্য।’
সামনে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা সফর থেকে জয় নিয়ে ফেরায় দল আত্মবিশ্বাসে ভরপুর বলেও মনে করেন নাঈম। তিনি বলেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে ফিরেছি, সেটা ধরে রাখার চেষ্টা করব। ঘরের মাঠে খেলা মানেই বাড়তি সুবিধা থাকে। মিরপুরে কী হয়, সবাই জানি। যদিও এখনও উইকেট দেখিনি। তবে দলের অবস্থা ভালো। আমি নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছি। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে সবাই ভালো ছন্দে আছে। অতীতে কী হয়েছে, সেটা নিয়ে পড়ে থাকা যাবে না। এখন সময় নতুন করে ভালো কিছু করার।’
২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে, কিন্তু মাঠে নামতে হয় চার নম্বরে। ২৯ বলে করেন ৩২ রান। যদিও সে ম্যাচটি হারতে হয় ৭ উইকেটে।
ম্যাচেটিতে একাদশে থাকবেন, সেটিও জানতেন না নাঈম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দলের অনুশীলন না থাকলেও ব্যাটিং স্কিল নিয়ে ব্যক্তিগতভাবে অনুশীলন করেন তিনি। তারপর সংবাদমাধ্যমকে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে বলেন, ‘সত্যি বলতে, জাকের চোটে পড়ায় আমাকে চার নম্বরে খেলতে হয়েছে। আসলে আমার কথা ছিল পাঁচে খেলার। স্যারের সঙ্গে আলোচনা করেই চার নম্বরে খেলেছি। ওর চোট না থাকলে হয়তো খেলতামই না। আমি আগে থেকে জানতাম না এমন সুযোগ আসবে। মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ওপেনিংয়েই সব সময় নিজেকে প্রস্তুত রাখি। আজও অনুশীলনে ওপেনিং নিয়েই কাজ করলাম। ওই (চার নম্বরে খেলা) অবস্থায় মানসিক প্রস্তুতি না থাকলে খেলার মধ্যে তার প্রভাব পড়ে। ভবিষ্যতে এমন সুযোগ এলে এবার সেটা মাথায় থাকবে।’
ওপেনার হিসেবেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বেশি সময় ব্যাটিং করেন নাঈম। তবে ঘরোয়া লিগে মাঝেমধ্যে নিচের দিকে ব্যাট করার অভিজ্ঞতা আছে তার। তবুও আন্তর্জাতিক ম্যাচে হঠাৎ চার নম্বরে নেমে খেলাটা ভিন্ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘এখন পর্যন্ত যত ম্যাচ খেলেছি, ওপেনার হিসেবেই খেলেছি। তাই সে মানসিকতা থেকেই অনুশীলন করি। তবে মাঝের ওভারে খেলার অভিজ্ঞতা একেবারে নেই তা নয়। কিন্তু হুট করে চার নম্বরে নামলে মিডল অর্ডারদের যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তা আমার ঠিক জানা থাকে না। বাইরে থেকে সহজ মনে হলেও ভিতরে খেললে বোঝা যায়। নতুন একটা অভিজ্ঞতা হলো। পুরোপুরি ভিন্ন জিনিস। তাই সব জায়গার প্রস্তুতিই রাখার চেষ্টা করি। তবে আজকের অনুশীলনটা ছিল আমার একান্ত নিজের প্রস্তুতির জন্য।’
সামনে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা সফর থেকে জয় নিয়ে ফেরায় দল আত্মবিশ্বাসে ভরপুর বলেও মনে করেন নাঈম। তিনি বলেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে ফিরেছি, সেটা ধরে রাখার চেষ্টা করব। ঘরের মাঠে খেলা মানেই বাড়তি সুবিধা থাকে। মিরপুরে কী হয়, সবাই জানি। যদিও এখনও উইকেট দেখিনি। তবে দলের অবস্থা ভালো। আমি নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছি। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে সবাই ভালো ছন্দে আছে। অতীতে কী হয়েছে, সেটা নিয়ে পড়ে থাকা যাবে না। এখন সময় নতুন করে ভালো কিছু করার।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে