ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
কেরালা ক্রিকেট সংস্থা (কেসিএ) সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে শ্রীশান্তকে তিন বছর নিষিদ্ধ করেছে। কেসিএ আজ শুক্রবার এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। মিথ্যা ও অবমাননাকর মন্তব্য করায় এমন শাস্তি পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। কোচিতে পরশু তাদের এক বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীশান্ত কেরালা ক্রিকেট লিগের কোল্লাম অ্যারাইজ নামের এক ফ্র্যাঞ্চাইজির সহস্বত্বাধিকারী। বিনোদ কুমার নামের কেসিএর এক কর্মকর্তা বলেন, ‘তার উত্তর সন্তোষজনক ছিল না। ভারতীয় দল থেকে সঞ্জুকে বাদ দেওয়ায় সে আমাদের দায়ী করেছিল।’
এ বছরের জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে কেরালা থেকে বাদ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে। পরে স্যামসনের ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়নি। এ ঘটনায় অসন্তুষ্ট শ্রীশান্ত পরে বিসিসিআইকে ধুয়ে দিয়েছিলেন। ভারতের সাবেক পেসার পরে মন্তব্য করেছিলেন, সঞ্জুর পর আর কোনো ক্রিকেটার কেসিএ প্রস্তুত করতে পারেনি।
শ্রীশান্তের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল কেসিএ। কেসিএ বলেছে, বিতর্কিত মন্তব্যের জেরে কেসিএ শ্রীশান্ত, ফ্র্যাঞ্চাইজি কোল্লাম অ্যারাইজ, ‘আলেপ্পে টিম লিড’-এর কনটেন্ট ক্রিয়েটর সাই কৃষ্ণান, আলেপ্পে রিপলসকে পাঠিয়েছে কারণ দর্শানোর নোটিশ। ফ্র্যাঞ্চাইজি নোটিশের সন্তোষজনক উত্তর দেওয়ায় আর কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি টিম ম্যানেজমেন্টে লোক নেওয়ার সময় বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।
সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথের কাছেও নোটিশ গেছে। বিশ্বনাথ কী উত্তর দিয়েছেন, সেটা নিয়ে কেসিএ কাজ করছে। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, সঞ্জুর বাবার উত্তরেও কেসিএ খুশি না। তবে বিশ্বনাথের উত্তর শ্রীশান্তের মতো অতটা অবমাননাকর ছিল না।
২০০৫ থেকে ২০১১ পর্যন্ত ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন শ্রীশান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচে নিয়েছেন ১৬৯ উইকেট। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। ভারতের শিরোপা জয়ের ক্যাচটি ধরেছিলেন এই পেসার। এর আগে ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ ওঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে নিষিদ্ধ করেছিল। পরে ভারতের সুপ্রিম কোর্ট তাঁর (শ্রীশান্ত) শাস্তি মওকুফ করেছিলেন। এবার ভারতীয় পেসার কেরালা রাজ্য ক্রিকেটের কোনো কাজে তিন বছর থাকতে পারবেন না।
খেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
কেরালা ক্রিকেট সংস্থা (কেসিএ) সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে শ্রীশান্তকে তিন বছর নিষিদ্ধ করেছে। কেসিএ আজ শুক্রবার এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। মিথ্যা ও অবমাননাকর মন্তব্য করায় এমন শাস্তি পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। কোচিতে পরশু তাদের এক বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীশান্ত কেরালা ক্রিকেট লিগের কোল্লাম অ্যারাইজ নামের এক ফ্র্যাঞ্চাইজির সহস্বত্বাধিকারী। বিনোদ কুমার নামের কেসিএর এক কর্মকর্তা বলেন, ‘তার উত্তর সন্তোষজনক ছিল না। ভারতীয় দল থেকে সঞ্জুকে বাদ দেওয়ায় সে আমাদের দায়ী করেছিল।’
এ বছরের জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে কেরালা থেকে বাদ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে। পরে স্যামসনের ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়নি। এ ঘটনায় অসন্তুষ্ট শ্রীশান্ত পরে বিসিসিআইকে ধুয়ে দিয়েছিলেন। ভারতের সাবেক পেসার পরে মন্তব্য করেছিলেন, সঞ্জুর পর আর কোনো ক্রিকেটার কেসিএ প্রস্তুত করতে পারেনি।
শ্রীশান্তের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল কেসিএ। কেসিএ বলেছে, বিতর্কিত মন্তব্যের জেরে কেসিএ শ্রীশান্ত, ফ্র্যাঞ্চাইজি কোল্লাম অ্যারাইজ, ‘আলেপ্পে টিম লিড’-এর কনটেন্ট ক্রিয়েটর সাই কৃষ্ণান, আলেপ্পে রিপলসকে পাঠিয়েছে কারণ দর্শানোর নোটিশ। ফ্র্যাঞ্চাইজি নোটিশের সন্তোষজনক উত্তর দেওয়ায় আর কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি টিম ম্যানেজমেন্টে লোক নেওয়ার সময় বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।
সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথের কাছেও নোটিশ গেছে। বিশ্বনাথ কী উত্তর দিয়েছেন, সেটা নিয়ে কেসিএ কাজ করছে। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, সঞ্জুর বাবার উত্তরেও কেসিএ খুশি না। তবে বিশ্বনাথের উত্তর শ্রীশান্তের মতো অতটা অবমাননাকর ছিল না।
২০০৫ থেকে ২০১১ পর্যন্ত ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন শ্রীশান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচে নিয়েছেন ১৬৯ উইকেট। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। ভারতের শিরোপা জয়ের ক্যাচটি ধরেছিলেন এই পেসার। এর আগে ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ ওঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে নিষিদ্ধ করেছিল। পরে ভারতের সুপ্রিম কোর্ট তাঁর (শ্রীশান্ত) শাস্তি মওকুফ করেছিলেন। এবার ভারতীয় পেসার কেরালা রাজ্য ক্রিকেটের কোনো কাজে তিন বছর থাকতে পারবেন না।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে