আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট শুরুর অপেক্ষা বেড়েই চলেছে। দুই দিন হয়ে গেল। অথচ গ্রেটার নয়ডা স্পোর্টিং কমপ্লেক্সে খেলা মাঠেই গড়াতে পারল না। ভারতের এই মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ। ম্যাচ হওয়ার কথা ছিল ৯৮ ওভারের। মাঠের আবহাওয়াও ছিল রৌদ্রোজ্জ্বল। কিন্তু খেলা তো দূরে থাক, ম্যাচই মাঠে গড়ায়নি। কারণ মধ্যরাতের বৃষ্টিতে মাঠের আউটফিল্ডের খুবই ভয়াবহ অবস্থা। মাঠের মিডউইকেট অংশ খোড়া হয়েছে। কৃত্রিম ঘাস লাগিয়ে ক্ষত মেরামতের চেষ্টা করা হয়েছে। এমনকি ফ্যানের হাওয়াও দেওয়া হয়েছে। আম্পায়াররা কয়েক দফা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেও আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পাননি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণের মাঝে মাঝে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এসেছেন। বারবার এসেও যখন তাঁরা দেখছেন ম্যাচ হচ্ছে না, তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। ম্যাচ শেষে এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি। কখনোই এখানে ফিরব না। খেলোয়াড়েরাও এই মাঠের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। এই দায়িত্বে যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং স্টেডিয়ামের ছেলেরা বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে।’
গ্রেটার নয়ডার ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে টেস্ট শুরুর আগে থেকেই আলোচনা হচ্ছিল। নয়ডার তীব্র গরমের মধ্যেও যখন মাঠ খেলা চালানোর মতো উপযুক্ত হলো না, আবারও তাই চলে এল মাঠের ড্রেনেজ ব্যবস্থাপনা। এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে আসার পর কোনো কিছুরই পরিবর্তন হয়নি। বিন্দুমাত্র কোনো উন্নতি হয়নি।’ বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনে টস হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ১০টা থেকেই শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট।
আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট শুরুর অপেক্ষা বেড়েই চলেছে। দুই দিন হয়ে গেল। অথচ গ্রেটার নয়ডা স্পোর্টিং কমপ্লেক্সে খেলা মাঠেই গড়াতে পারল না। ভারতের এই মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ। ম্যাচ হওয়ার কথা ছিল ৯৮ ওভারের। মাঠের আবহাওয়াও ছিল রৌদ্রোজ্জ্বল। কিন্তু খেলা তো দূরে থাক, ম্যাচই মাঠে গড়ায়নি। কারণ মধ্যরাতের বৃষ্টিতে মাঠের আউটফিল্ডের খুবই ভয়াবহ অবস্থা। মাঠের মিডউইকেট অংশ খোড়া হয়েছে। কৃত্রিম ঘাস লাগিয়ে ক্ষত মেরামতের চেষ্টা করা হয়েছে। এমনকি ফ্যানের হাওয়াও দেওয়া হয়েছে। আম্পায়াররা কয়েক দফা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেও আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পাননি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণের মাঝে মাঝে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এসেছেন। বারবার এসেও যখন তাঁরা দেখছেন ম্যাচ হচ্ছে না, তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। ম্যাচ শেষে এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি। কখনোই এখানে ফিরব না। খেলোয়াড়েরাও এই মাঠের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। এই দায়িত্বে যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং স্টেডিয়ামের ছেলেরা বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে।’
গ্রেটার নয়ডার ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে টেস্ট শুরুর আগে থেকেই আলোচনা হচ্ছিল। নয়ডার তীব্র গরমের মধ্যেও যখন মাঠ খেলা চালানোর মতো উপযুক্ত হলো না, আবারও তাই চলে এল মাঠের ড্রেনেজ ব্যবস্থাপনা। এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে আসার পর কোনো কিছুরই পরিবর্তন হয়নি। বিন্দুমাত্র কোনো উন্নতি হয়নি।’ বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনে টস হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ১০টা থেকেই শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে