ভারতের কাছে পাকিস্তান সবশেষ হেরেছিল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে। হারের পর স্টেডিয়ামের বাইরে এক পাকিস্তানি ভক্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সেই ভক্ত ‘মারো মুঝে মারো’ বলে কাঁদতে কাঁদতে আক্ষেপ করেছিলেন। এবার ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর আবারও আলোচনায় সেই পাকিস্তানি ভক্ত মোমিন শাকিব।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিশ্বমঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছে পুরো পাকিস্তান। তবে পাকিস্তান ভক্তদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি আবেগ ছুঁয়ে গেছে মোমিনকে। এবারও কেঁদেছেন এই পাকিস্তানি সমর্থক। তবে এবার কেঁদেছেন অবশ্য জয়ের আনন্দে।
ইতিহাস গড়া এমন জয়ের পর গতকাল সারা রাত জেগে ছিলেন পাকিস্তানের আলোচিত এই ভক্ত। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন মোমিন। ভিডিওতে তিনি বলেন, ‘সকাল সাড়ে নয়টা বেজে গেছে। এখনো ঘুম আসছে না। ঘুমিয়ে পড়লে জেতার আমেজটা চলে যাবে না তো? ১০ উইকেটে জিতেছি আমরা, ১০ উইকেটে। কত দিনের ইচ্ছা ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতব। এবার জিতেছি। সেটিও আবার ১০ উইকেটে। আমার ঘুমই আসছে না। আমাকে কেউ দুবাই স্টেডিয়ামে নিয়ে যাও, আমি ওখানেই ঘুমিয়ে পড়ব। বাবর আজম তোমাকে ভালোবাসি।’
গতকাল ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ১৫১ রান করে ভারত। দলের পক্ষে ফিফটি করেন অধিনায়ক বিরাট কোহলি। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন। বিশ্বকাপে পাকিস্তানের পরের ম্যাচ আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে।
ভারতের কাছে পাকিস্তান সবশেষ হেরেছিল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে। হারের পর স্টেডিয়ামের বাইরে এক পাকিস্তানি ভক্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সেই ভক্ত ‘মারো মুঝে মারো’ বলে কাঁদতে কাঁদতে আক্ষেপ করেছিলেন। এবার ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর আবারও আলোচনায় সেই পাকিস্তানি ভক্ত মোমিন শাকিব।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিশ্বমঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছে পুরো পাকিস্তান। তবে পাকিস্তান ভক্তদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি আবেগ ছুঁয়ে গেছে মোমিনকে। এবারও কেঁদেছেন এই পাকিস্তানি সমর্থক। তবে এবার কেঁদেছেন অবশ্য জয়ের আনন্দে।
ইতিহাস গড়া এমন জয়ের পর গতকাল সারা রাত জেগে ছিলেন পাকিস্তানের আলোচিত এই ভক্ত। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন মোমিন। ভিডিওতে তিনি বলেন, ‘সকাল সাড়ে নয়টা বেজে গেছে। এখনো ঘুম আসছে না। ঘুমিয়ে পড়লে জেতার আমেজটা চলে যাবে না তো? ১০ উইকেটে জিতেছি আমরা, ১০ উইকেটে। কত দিনের ইচ্ছা ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতব। এবার জিতেছি। সেটিও আবার ১০ উইকেটে। আমার ঘুমই আসছে না। আমাকে কেউ দুবাই স্টেডিয়ামে নিয়ে যাও, আমি ওখানেই ঘুমিয়ে পড়ব। বাবর আজম তোমাকে ভালোবাসি।’
গতকাল ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ১৫১ রান করে ভারত। দলের পক্ষে ফিফটি করেন অধিনায়ক বিরাট কোহলি। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন। বিশ্বকাপে পাকিস্তানের পরের ম্যাচ আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫