Ajker Patrika

শাহিনের পর চোট শঙ্কায় আরেক পাকিস্তানি পেসার

শাহিনের পর চোট শঙ্কায় আরেক পাকিস্তানি পেসার

এশিয়া কাপে মাঠে নামার আগে চোট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে পাকিস্তান দলে। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ পেসার শাহিন শাহ আফ্রিদি। এবার শঙ্কা বাড়িয়েছেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম। 

গত তিন দিন দুবাইয়ে অনুশীলন করছে পাকিস্তান। অনুশীলনের সময় পিঠে চোট পেয়েছেন পেসার ওয়াসিম। বৃহস্পতিবার আইসিসি একাডেমি মাঠে অনুশীলনে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে যান তিনি। 

প্রথম দুই দিন ঠিকঠাক অনুশীলনই করেছিলেন ওয়াসিম। তবে গতকাল পিঠে ব্যথা অনুভব করায় অনুশীলন শেষ করতে পারেননি তিনি। এমআরআই স্ক্যানের পর তাঁর চোট কতটা গুরুতর, সেটা বোঝা যাবে। আপাতত এই পেসারকে বিশ্রামে রাখা হয়েছে। 

ওয়াসিমের চোটকে গুরুতর মনে করছে না পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে সামনে এশিয়া কাপ ছাড়াও ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ থাকায় এই পেসারকে নিয়ে বাড়তি সতর্ক তারা। 

গত বছর জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় ওয়াসিমের। এরপর থেকে ১১টি টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। ১৫.৮৮ গড় এবং ৮.১০ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত