Ajker Patrika

বিপিএলে সেঞ্চুরিতে এগিয়ে ক্যারিবিয়ানরাই

লাইছ ত্বোহা ও অয়ন রায়, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ১৩
বিপিএলে সেঞ্চুরিতে এগিয়ে ক্যারিবিয়ানরাই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৯তম সেঞ্চুরিটি করেছেন জনসন চার্লস। গত পরশু চার্লসকে দিয়েই বিপিএলে সিলেটের মাঠ প্রথম সেঞ্চুরি দেখল। এ দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটারদের ১৩ সেঞ্চুরি হয়ে গেলে বিপিএলে। এই টুর্নামেন্টে সেঞ্চুরি সংখ্যায় উইন্ডিজ ক্রিকেটাররা বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে।

বাংলাদেশের খেলোয়াড়েরা এখন পর্যন্ত করেছেন ছয় সেঞ্চুরি। এর মধ্যে তামিম ইকবালেরই দুটি। এবারও সেঞ্চুরির কাছাকাছি গিয়েছেন একবার। গত পরশু তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফিরেছেন ৯৫ রান করে। তিনটি বিপিএলে বাংলাদেশের কেউ সেঞ্চুরির দেখা পাননি। এবার এখনো কেউ তিন অঙ্ক ছুঁতে পারেননি। এবারের আসরে সেঞ্চুরি হয়েছে চারটি। চার  বিদেশি সেঞ্চুরিয়ানই থেকেছেন অপরাজিত। এবারই শুধু নয়, বিপিএলের ২৯ সেঞ্চুরির ২৩টিতেই অপরাজিত থেকেছেন সেঞ্চুরিয়ানরা।

এর মধ্যে ২৫টি সেঞ্চুরি এসেছে (১ থেকে ৩ নম্বর) টপ অর্ডার থেকে। এঁর মধ্যে ওপেনারদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই বিপিএলে সিলেট, বরিশাল, খুলনা, ঢাকা ও রংপুরের হয়ে ওপেনিং করছেন স্থানীয় ক্রিকেটাররাই। কুমিল্লা ও চট্টগ্রামে একজন করে বিদেশি ওপেনিংয়ে খেলছেন। এবার স্থানীয় খেলোয়াড়দের ফিফটির সংখ্যা বেশি হলেও সেঞ্চুরির অপেক্ষা এখনো থেকে গেছে।

বিপিএলে মিডল অর্ডারে নেমে সেঞ্চুরি করেছেন এবি ডি ভিলিয়ার্স, ফাপ ডু প্লেসিস, আজম খান ও ইফতিখার আহমেদ। পাকিস্তানের ইফতিখার তো এবার ছয় নম্বরে নেমে ৪৫ বলে করেছেন সেঞ্চুরি। বিপিএলে ছয়ে ব্যাটিং করে এটাই প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত