ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না ১১ বছর। এমনকি এশিয়া কাপ বা কোনো আইসিসি ইভেন্ট পাকিস্তানে হওয়ার কথা থাকলে ভারত খেলতে না যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও বাদ যাচ্ছে না।
আইসিসি আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি ঠিকই, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খসড়া সূচি আগেভাগেই পাঠিয়ে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে ‘মিনি বিশ্বকাপখ্যাত’ এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট আয়োজন করতে যখন এত তোড়জোড় চলছে, সেই মুহূর্তে ভিন্ন সুরে গান গাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কদিন আগে ভারতের সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। অন্তত নিজেদের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে নিতে চায় বিসিসিআই। সেক্ষেত্রে কলম্বোতে আইসিসির বার্ষিক সম্মেলনে বিসিসিআই অনুরোধ করবে বলে জানা গেছে।
বিসিসিআই বর্তমানে ভারত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। বাস্তবিক দৃষ্টিতে ধরে নেওয়া যায়, ভারত সরকারের অনুমতি পেল না বিসিসিআই এবং আইসিসিও পুরো টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন করল। সে ক্ষেত্রে ভারতের টুর্নামেন্ট থেকে নিজেদের গুটিয়ে নেওয়া ছাড়া কোনো উপায়ই থাকবে না।
সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ মিলবে শ্রীলঙ্কার। ভারতে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকিট পেয়েছে ঠিকই, তবে ভারত না খেললে টেবিলের ৯ নম্বরে থেকে শেষ করা শ্রীলঙ্কার খেলার সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে কি খেলবে না—এমন আলোচনা যখন চলছে, তখন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা উত্তর দিয়েছেন একটু কৌশলে। বার্তা সংস্থা এএনআইকে শুক্লা বলেন, ‘কোন সূত্র এমন তথ্য দিচ্ছে, তা আমরা জানি না। বিসিসিআই এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু এখনো জানায়নি।’
ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে সবশেষ সফর করেছে ১৬ বছর আগে। ২০০৮ সালে এশিয়া কাপে ভারত সেবার হয়েছিল রানার্সআপ। করাচির ফাইনালে অজন্তা মেন্ডিসের ঘূর্ণিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা।
আরও পড়ুন:
ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না ১১ বছর। এমনকি এশিয়া কাপ বা কোনো আইসিসি ইভেন্ট পাকিস্তানে হওয়ার কথা থাকলে ভারত খেলতে না যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও বাদ যাচ্ছে না।
আইসিসি আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি ঠিকই, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খসড়া সূচি আগেভাগেই পাঠিয়ে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে ‘মিনি বিশ্বকাপখ্যাত’ এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট আয়োজন করতে যখন এত তোড়জোড় চলছে, সেই মুহূর্তে ভিন্ন সুরে গান গাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কদিন আগে ভারতের সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। অন্তত নিজেদের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে নিতে চায় বিসিসিআই। সেক্ষেত্রে কলম্বোতে আইসিসির বার্ষিক সম্মেলনে বিসিসিআই অনুরোধ করবে বলে জানা গেছে।
বিসিসিআই বর্তমানে ভারত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। বাস্তবিক দৃষ্টিতে ধরে নেওয়া যায়, ভারত সরকারের অনুমতি পেল না বিসিসিআই এবং আইসিসিও পুরো টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন করল। সে ক্ষেত্রে ভারতের টুর্নামেন্ট থেকে নিজেদের গুটিয়ে নেওয়া ছাড়া কোনো উপায়ই থাকবে না।
সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ মিলবে শ্রীলঙ্কার। ভারতে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকিট পেয়েছে ঠিকই, তবে ভারত না খেললে টেবিলের ৯ নম্বরে থেকে শেষ করা শ্রীলঙ্কার খেলার সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে কি খেলবে না—এমন আলোচনা যখন চলছে, তখন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা উত্তর দিয়েছেন একটু কৌশলে। বার্তা সংস্থা এএনআইকে শুক্লা বলেন, ‘কোন সূত্র এমন তথ্য দিচ্ছে, তা আমরা জানি না। বিসিসিআই এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু এখনো জানায়নি।’
ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে সবশেষ সফর করেছে ১৬ বছর আগে। ২০০৮ সালে এশিয়া কাপে ভারত সেবার হয়েছিল রানার্সআপ। করাচির ফাইনালে অজন্তা মেন্ডিসের ঘূর্ণিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫