ক্রীড়া ডেস্ক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৃদু হাসিতে ক্যামেরাবন্দী মুশফিকুর রহিম। শুধু টেস্ট দলে থাকা ক্রিকেটাররা দেশে ফিরেছেন গতকাল। শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হারলেও মুশফিক ছিলেন উজ্জ্বল। ৪ ইনিংসে করেছেন ২৭৩ রান, গড় ৬৮.২৫। তবে তিনি ফিরতেই যেন ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সোনালি সময়ের কিছু কিছু মুহূর্ত স্মৃতিপটে ঘুরপাক খাচ্ছে। বড় কোনো ট্রফি অর্জন নয়, কিন্তু ‘পঞ্চপাণ্ডবের’ সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট ভিন্ন এক অধ্যায়ে পা রাখে। প্রতিপক্ষের কাছে বাড়ে গুরুত্ব ও সমীহ। এবার তাঁদের কাউকে ছড়াই প্রথমবার ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ ঘোষণা দিয়েই বিদায় নিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা তাঁদেরও আগে ক্রিকেট থেকে বাইরে, আনুষ্ঠানিক ঘোষণাটাই তাঁর বাকি। সাকিব আল হাসানও দীর্ঘ দিন দলের বাইরে। আবারও যে কখনো ফিরবেন, সেই সম্ভাবনাও ক্ষীণ। এ চারজনের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ বললেও ভুল হবে না। বাকি আছেন শুধু মুশফিক। সীমিত ওভারকে বিদায় বলা ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার খেলছেন শুধু টেস্ট সংস্করণে। গত বছর সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পঞ্চপাণ্ডবের দুই সদস্য মাহমুদউল্লাহ-মুশফিক ছিলেন।
১৮ বছর পর এই তারকাদের ছাড়াই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাঁদের ছাড়া মাঝেমধ্যে ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে বিদায়ের পর এটাই প্রথম সিরিজ। পঞ্চপাণ্ডব ছাড়াই সামনের নতুন অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশের। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে। যাদের বিপক্ষে কত স্মৃতি—বিশ্বকাপে ম্যাথুসের সেই টাইমড আউট কাণ্ড ঘটানো সাকিবের, নিদহাস ট্রফিতে তিসারা পেরেরাদের সঙ্গে তর্ক লেগে যাওয়া মাহমুদউল্লাহদের। ম্যাচের রোমাঞ্চ বাড়িয়ে দেওয়া চরিত্রগুলো নিশ্চয় ক্রিকেটপ্রেমীরাও মিস করতে পারেন।
ভারত-পাকিস্তানের মতো গত ৬-৭ বছর ক্রিকেটে নতুন দ্বৈরথ বাংলাদেশ-শ্রীলঙ্কা। মাঠে তাঁদের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আছেন পঞ্চপাণ্ডবের চার ব্যাটার। বর্তমানে খেলা কেউই সেরা পাঁচে নেই। সর্বোচ্চ ১২০৭ রান মুশফিকের। টেস্টের মতো ৫০ ওভারেও লঙ্কানদের পেলে জ্বলে ওঠে মুশফিকের ব্যাট। তাঁর অভাব ঘুচানো সহজ হওয়ারও কথা নয়। বোলিংয়ে এখনো শীর্ষে আছেন সেই মাশরাফি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটার
ইনিংস রান
মুশফিকুর রহিম ৩৭ ১২০৭
তামিম ইকবাল ২৬ ৭৪৮
সাকিব আল হাসান ২৬ ৭১৬
মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ ৬৩৭
মোহাম্মদ আশরাফুল ২৫ ৫৭৩
সেরা উইকেটশিকারি
ইনিংস উইকেট
মাশরাফি বিন মুর্তজা ২২ ২৬
মোস্তাফিজুর রহমান ১৪ ২৩
রুবেল হোসেন ১৬ ২৩
সাকিব আল হাসান ২৭ ২২
তাসকিন আহমেদ ১৩ ২২
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৃদু হাসিতে ক্যামেরাবন্দী মুশফিকুর রহিম। শুধু টেস্ট দলে থাকা ক্রিকেটাররা দেশে ফিরেছেন গতকাল। শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হারলেও মুশফিক ছিলেন উজ্জ্বল। ৪ ইনিংসে করেছেন ২৭৩ রান, গড় ৬৮.২৫। তবে তিনি ফিরতেই যেন ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সোনালি সময়ের কিছু কিছু মুহূর্ত স্মৃতিপটে ঘুরপাক খাচ্ছে। বড় কোনো ট্রফি অর্জন নয়, কিন্তু ‘পঞ্চপাণ্ডবের’ সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট ভিন্ন এক অধ্যায়ে পা রাখে। প্রতিপক্ষের কাছে বাড়ে গুরুত্ব ও সমীহ। এবার তাঁদের কাউকে ছড়াই প্রথমবার ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ ঘোষণা দিয়েই বিদায় নিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা তাঁদেরও আগে ক্রিকেট থেকে বাইরে, আনুষ্ঠানিক ঘোষণাটাই তাঁর বাকি। সাকিব আল হাসানও দীর্ঘ দিন দলের বাইরে। আবারও যে কখনো ফিরবেন, সেই সম্ভাবনাও ক্ষীণ। এ চারজনের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ বললেও ভুল হবে না। বাকি আছেন শুধু মুশফিক। সীমিত ওভারকে বিদায় বলা ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার খেলছেন শুধু টেস্ট সংস্করণে। গত বছর সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পঞ্চপাণ্ডবের দুই সদস্য মাহমুদউল্লাহ-মুশফিক ছিলেন।
১৮ বছর পর এই তারকাদের ছাড়াই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাঁদের ছাড়া মাঝেমধ্যে ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে বিদায়ের পর এটাই প্রথম সিরিজ। পঞ্চপাণ্ডব ছাড়াই সামনের নতুন অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশের। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে। যাদের বিপক্ষে কত স্মৃতি—বিশ্বকাপে ম্যাথুসের সেই টাইমড আউট কাণ্ড ঘটানো সাকিবের, নিদহাস ট্রফিতে তিসারা পেরেরাদের সঙ্গে তর্ক লেগে যাওয়া মাহমুদউল্লাহদের। ম্যাচের রোমাঞ্চ বাড়িয়ে দেওয়া চরিত্রগুলো নিশ্চয় ক্রিকেটপ্রেমীরাও মিস করতে পারেন।
ভারত-পাকিস্তানের মতো গত ৬-৭ বছর ক্রিকেটে নতুন দ্বৈরথ বাংলাদেশ-শ্রীলঙ্কা। মাঠে তাঁদের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আছেন পঞ্চপাণ্ডবের চার ব্যাটার। বর্তমানে খেলা কেউই সেরা পাঁচে নেই। সর্বোচ্চ ১২০৭ রান মুশফিকের। টেস্টের মতো ৫০ ওভারেও লঙ্কানদের পেলে জ্বলে ওঠে মুশফিকের ব্যাট। তাঁর অভাব ঘুচানো সহজ হওয়ারও কথা নয়। বোলিংয়ে এখনো শীর্ষে আছেন সেই মাশরাফি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটার
ইনিংস রান
মুশফিকুর রহিম ৩৭ ১২০৭
তামিম ইকবাল ২৬ ৭৪৮
সাকিব আল হাসান ২৬ ৭১৬
মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ ৬৩৭
মোহাম্মদ আশরাফুল ২৫ ৫৭৩
সেরা উইকেটশিকারি
ইনিংস উইকেট
মাশরাফি বিন মুর্তজা ২২ ২৬
মোস্তাফিজুর রহমান ১৪ ২৩
রুবেল হোসেন ১৬ ২৩
সাকিব আল হাসান ২৭ ২২
তাসকিন আহমেদ ১৩ ২২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে