‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বেন স্টোকস এ বছর যেন ছিলেন এই কথারই প্রতিচ্ছবি। টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এ বছর তো দারুণ খেলেছেই, স্টোকস নিজেও ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করেছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন ইংলিশ এই অলরাউন্ডার।
স্টোকসসহ চার ক্রিকেটার আইসিসির ২০২২ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, উসমান খাজা ও কাগিসো রাবাদা।
১. বেন স্টোকস (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ, ৮৭০ রান, গড়: ৩৬.২৫, সেঞ্চুরি: ২; ২৬ উইকেট; বোলিং গড়: ৩১.১৯, ইকোনমি ২.৯১
২০২২ সালে ব্যাটিং-বোলিংয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪ ফিফটি। বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট। অধিনায়ক হিসেবে জিতেছেন ৯ টেস্ট। একবার করে ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার জিতেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার।
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ, ১০৬১ রান, গড়: ৬৬.৩১, সেঞ্চুরি: ৬;
‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেটে’ এ বছর জনি বেয়ারস্টোর খেলার ধরন ছিল এমনই। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো সাইক্লোন চালিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। ৬ সেঞ্চুরির বিপরীতে করেছেন ১টি ফিফটি। চলতি বছর ইংলিশ এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৭৬।
৩. উসমান খাজা (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ, ১০৮০ রান, গড়: ৬৭.৫০, সেঞ্চুরি: ৬
‘এভাবেও ফিরে আসা যায়’ জনপ্রিয় গানটিরই যেন বাস্তব প্রমাণ উসমান খাজা দেখালেন এ বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে প্রায় আড়াই বছর পর ফিরলেন সাদা পোশাকের ক্রিকেটে। এসেই দুই ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৭-এর পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এসসিজির এই ধারাবাহিকতা খাজা বজায় রেখেছিলেন পুরো বছর। ২০২২ সালে সাদা পোশাকে ৪ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছিলেন।
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ, ৪৭ উইকেট, বোলিং গড়: ২২.২৫, ইকোনমি ২.৯১
এ বছর দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। নাথান লায়নের সঙ্গে টেস্টে যৌথ সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রাবাদা। দুজনেই নিয়েছেন ৪৭টি করে উইকেট, যেখানে লায়নের বোলিং গড় ছিল ২৯.০৬ এবং রাবাদার ছিল ২২.২৫। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ২ বার আর ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন দুবার।
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বেন স্টোকস এ বছর যেন ছিলেন এই কথারই প্রতিচ্ছবি। টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এ বছর তো দারুণ খেলেছেই, স্টোকস নিজেও ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করেছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন ইংলিশ এই অলরাউন্ডার।
স্টোকসসহ চার ক্রিকেটার আইসিসির ২০২২ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, উসমান খাজা ও কাগিসো রাবাদা।
১. বেন স্টোকস (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ, ৮৭০ রান, গড়: ৩৬.২৫, সেঞ্চুরি: ২; ২৬ উইকেট; বোলিং গড়: ৩১.১৯, ইকোনমি ২.৯১
২০২২ সালে ব্যাটিং-বোলিংয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪ ফিফটি। বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট। অধিনায়ক হিসেবে জিতেছেন ৯ টেস্ট। একবার করে ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার জিতেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার।
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ, ১০৬১ রান, গড়: ৬৬.৩১, সেঞ্চুরি: ৬;
‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেটে’ এ বছর জনি বেয়ারস্টোর খেলার ধরন ছিল এমনই। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো সাইক্লোন চালিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। ৬ সেঞ্চুরির বিপরীতে করেছেন ১টি ফিফটি। চলতি বছর ইংলিশ এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৭৬।
৩. উসমান খাজা (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ, ১০৮০ রান, গড়: ৬৭.৫০, সেঞ্চুরি: ৬
‘এভাবেও ফিরে আসা যায়’ জনপ্রিয় গানটিরই যেন বাস্তব প্রমাণ উসমান খাজা দেখালেন এ বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে প্রায় আড়াই বছর পর ফিরলেন সাদা পোশাকের ক্রিকেটে। এসেই দুই ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৭-এর পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এসসিজির এই ধারাবাহিকতা খাজা বজায় রেখেছিলেন পুরো বছর। ২০২২ সালে সাদা পোশাকে ৪ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছিলেন।
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ, ৪৭ উইকেট, বোলিং গড়: ২২.২৫, ইকোনমি ২.৯১
এ বছর দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। নাথান লায়নের সঙ্গে টেস্টে যৌথ সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রাবাদা। দুজনেই নিয়েছেন ৪৭টি করে উইকেট, যেখানে লায়নের বোলিং গড় ছিল ২৯.০৬ এবং রাবাদার ছিল ২২.২৫। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ২ বার আর ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন দুবার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে