ক্রীড়া ডেস্ক
জো রুট কি পারবেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে। স্কাই স্পোর্টসের পরিসংখ্যানবিদ বেনেডিক্ট বেরমাঞ্জ বলছেন সেই সম্ভাবনা ৬০.২৮ শতাংশ। যা শুনে খানিকটা অবাকই হন ভারতীয় ধারাবাষ্যকার রবি শাস্ত্রী। শচীনকে টপকে যাওয়ার পথে ভারতীয়দের অভিশাপের মুখে পড়তে হবে বলে জানালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন।
১৫৯২১ রান নিয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন শচীন। রুটের কারণেই ভারতীয় কিংবদন্তির এই রেকর্ড এখন হুমকির মুখে। ১৫৭ টেস্টে খেলে এখন পর্যন্ত ১৩২৭০ রান করেছেন রুট। তাঁর উপরে রয়েছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংও। কেউই অবশ্য এখন আর খেলছেন না।
ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন শেষে শাস্ত্রী বলেন, ‘তার বয়সটা দেখুন, ম্যাচের সংখ্যা দেখুন। ১৫৭ ম্যাচ খেলে ফেলেছে সে। উপরে থাকা তিনজনকে ছাড়িয়ে যেতে তার প্রায় তিন টেস্ট লাগবে। এরপর তার সামনে আরও ৪০ ম্যাচ রয়েছে। শচীন ২০০ টেস্ট খেলেছে। রুট এখনো তরুণ, তার হাতে অন্তত চার বছর ক্রিকেট খেলার সুযোগ রয়েছে।’
৩৪ বছর বয়সী রুটকে নিয়ে শাস্ত্রী আরও বলেন, ‘শচীন ও তার মধ্যে প্রায় ৩ হাজার রানের পার্থক্য থাকবে। ফর্মে থাকলে সবই সম্ভব। এছাড়া বয়সও তার পক্ষে আছে। বেনেডিক্ট আমাকে বলল, শচীনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ৬০.২৮ শতাংশ। আমি জানি না, কীভাবে সে এই হিসেব করেছে। তবে এই তথ্যটি ভারতীয়দের কানে সুর হয়ে বাজবে না।’
ঠিক তখনই শাস্ত্রীর মুখ থেকে কথা কেড়ে নিয়ে রসিকতার সুরে আথারটন বলেন, ‘তাকে (রুট) অভিশাপ দেওয়া হবে। মুম্বাইয়ের লাখো বাড়ি থেকে তার ওপর অভিশাপ বর্ষিত হচ্ছে এখন।’
রুট চূড়ায় উঠলে তাঁকে ছাড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব বলে মনে করেন আথারটন। তিনি বলেন, ‘রুট যেখানেই শেষ করুক না কেন। ধরুন সে শচীনকে ছাড়িয়ে গেল। আমি নিশ্চিত নই, ভবিষ্যতে সেটা কেউ টপকাতে পারবে কি না। খেলার ধরন যেভাবে বদলাচ্ছে, তাতে আমি মনে করি সামনে আরও কম টেস্ট খেলবে ক্রিকেটাররা।’
আলাপে শাস্ত্রী যোগ করেন, ‘সেটাই তাকে (রুট) তাড়না দেবে। সেটা সে জানে এবং অন্য যে কারও থেকে বেশি জানে। এখন তিন ফরম্যাট একসঙ্গে হচ্ছে।’
জো রুট কি পারবেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে। স্কাই স্পোর্টসের পরিসংখ্যানবিদ বেনেডিক্ট বেরমাঞ্জ বলছেন সেই সম্ভাবনা ৬০.২৮ শতাংশ। যা শুনে খানিকটা অবাকই হন ভারতীয় ধারাবাষ্যকার রবি শাস্ত্রী। শচীনকে টপকে যাওয়ার পথে ভারতীয়দের অভিশাপের মুখে পড়তে হবে বলে জানালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন।
১৫৯২১ রান নিয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন শচীন। রুটের কারণেই ভারতীয় কিংবদন্তির এই রেকর্ড এখন হুমকির মুখে। ১৫৭ টেস্টে খেলে এখন পর্যন্ত ১৩২৭০ রান করেছেন রুট। তাঁর উপরে রয়েছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংও। কেউই অবশ্য এখন আর খেলছেন না।
ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন শেষে শাস্ত্রী বলেন, ‘তার বয়সটা দেখুন, ম্যাচের সংখ্যা দেখুন। ১৫৭ ম্যাচ খেলে ফেলেছে সে। উপরে থাকা তিনজনকে ছাড়িয়ে যেতে তার প্রায় তিন টেস্ট লাগবে। এরপর তার সামনে আরও ৪০ ম্যাচ রয়েছে। শচীন ২০০ টেস্ট খেলেছে। রুট এখনো তরুণ, তার হাতে অন্তত চার বছর ক্রিকেট খেলার সুযোগ রয়েছে।’
৩৪ বছর বয়সী রুটকে নিয়ে শাস্ত্রী আরও বলেন, ‘শচীন ও তার মধ্যে প্রায় ৩ হাজার রানের পার্থক্য থাকবে। ফর্মে থাকলে সবই সম্ভব। এছাড়া বয়সও তার পক্ষে আছে। বেনেডিক্ট আমাকে বলল, শচীনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ৬০.২৮ শতাংশ। আমি জানি না, কীভাবে সে এই হিসেব করেছে। তবে এই তথ্যটি ভারতীয়দের কানে সুর হয়ে বাজবে না।’
ঠিক তখনই শাস্ত্রীর মুখ থেকে কথা কেড়ে নিয়ে রসিকতার সুরে আথারটন বলেন, ‘তাকে (রুট) অভিশাপ দেওয়া হবে। মুম্বাইয়ের লাখো বাড়ি থেকে তার ওপর অভিশাপ বর্ষিত হচ্ছে এখন।’
রুট চূড়ায় উঠলে তাঁকে ছাড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব বলে মনে করেন আথারটন। তিনি বলেন, ‘রুট যেখানেই শেষ করুক না কেন। ধরুন সে শচীনকে ছাড়িয়ে গেল। আমি নিশ্চিত নই, ভবিষ্যতে সেটা কেউ টপকাতে পারবে কি না। খেলার ধরন যেভাবে বদলাচ্ছে, তাতে আমি মনে করি সামনে আরও কম টেস্ট খেলবে ক্রিকেটাররা।’
আলাপে শাস্ত্রী যোগ করেন, ‘সেটাই তাকে (রুট) তাড়না দেবে। সেটা সে জানে এবং অন্য যে কারও থেকে বেশি জানে। এখন তিন ফরম্যাট একসঙ্গে হচ্ছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫