প্রথমবার মার্কিন মুলুকে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১ জুন থেকে শুরু প্রায় এক মাসের সীমিত ওভারের এই বিশ্বকাপের টিকিটের জন্য আগেই আবেদন প্রক্রিয়া জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
দর্শকেরা যাতে সুন্দরমত টিকিট কাটতে পারেন, তার জন্য দারুণ উদ্যোগ নিয়েছে আইসিসি। ব্যবস্থা করেছে ‘পাবলিক টিকিট ব্যালটের’। আর তাতে প্রথম ৪৮ ঘণ্টায় পরেছে ১ মিলিয়নের বেশি আবেদন। নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল। তবে টিকিটের জন্য আবেদন এসেছে ১২৬টি দেশ থেকে। তবে সবচেয়ে বেশি আবেদন করেছেন আমেরিকার স্থানীয়রা। মোট ১.২ মিলিয়ন বা ১২ লাখ আবেদন পরেছে। যার মধ্যে ৯০ লাখ আবেদন করেছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সমর্থকেরা।
প্রতি ম্যাচের জন্য ছয়টি করে টিকিট কাটতে পারবেন দর্শকেরা। সেটা যেকোনো ম্যাচের জন্যই হতে পারে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিসি এই ব্যালট ব্যবস্থা। চলবে ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সর্বনিম্ন ৬ ডলারে শুরু হবে টিকিট বিক্রি (বাংলাদেশি মুদ্রায় ৬৫৮ টাকা)। সর্বোচ্চ দাম ২৫ ডলার (বাংলাদেশি ২৭৪২ টাকা)।
ব্যালটের কাজ শেষ হলে বাকি থাকা টিকিটগুলো ২২ ফেব্রুয়ারি ‘জেনারেল সেল’ এর মাধ্যমে বিক্রি করা হবে। সময় পেরিয়ে যাওয়ার পর টিকিটপ্রার্থীদের কাছে ইমেইল যাবে সেটা নিশ্চিত করতে যে কোন ম্যাচের টিকিট তারা কাটতে পারবেন। মূল্য পরিশোধের জন্য লিংকও দেওয়া হয়েছে ইমেইলে। নির্ধারিত সময়ের মধ্যে যারা টাকা জমা দিতে পারবেন না, সেই টিকিটগুলো চলে যাবে জেনারেল সেলে। এরপর ‘আগে এলে আগে পাবেন’—এই ভিত্তিতে তখন টিকিটগুলো বিক্রি করা হবে।
প্রথমবার মার্কিন মুলুকে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১ জুন থেকে শুরু প্রায় এক মাসের সীমিত ওভারের এই বিশ্বকাপের টিকিটের জন্য আগেই আবেদন প্রক্রিয়া জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
দর্শকেরা যাতে সুন্দরমত টিকিট কাটতে পারেন, তার জন্য দারুণ উদ্যোগ নিয়েছে আইসিসি। ব্যবস্থা করেছে ‘পাবলিক টিকিট ব্যালটের’। আর তাতে প্রথম ৪৮ ঘণ্টায় পরেছে ১ মিলিয়নের বেশি আবেদন। নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল। তবে টিকিটের জন্য আবেদন এসেছে ১২৬টি দেশ থেকে। তবে সবচেয়ে বেশি আবেদন করেছেন আমেরিকার স্থানীয়রা। মোট ১.২ মিলিয়ন বা ১২ লাখ আবেদন পরেছে। যার মধ্যে ৯০ লাখ আবেদন করেছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সমর্থকেরা।
প্রতি ম্যাচের জন্য ছয়টি করে টিকিট কাটতে পারবেন দর্শকেরা। সেটা যেকোনো ম্যাচের জন্যই হতে পারে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিসি এই ব্যালট ব্যবস্থা। চলবে ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সর্বনিম্ন ৬ ডলারে শুরু হবে টিকিট বিক্রি (বাংলাদেশি মুদ্রায় ৬৫৮ টাকা)। সর্বোচ্চ দাম ২৫ ডলার (বাংলাদেশি ২৭৪২ টাকা)।
ব্যালটের কাজ শেষ হলে বাকি থাকা টিকিটগুলো ২২ ফেব্রুয়ারি ‘জেনারেল সেল’ এর মাধ্যমে বিক্রি করা হবে। সময় পেরিয়ে যাওয়ার পর টিকিটপ্রার্থীদের কাছে ইমেইল যাবে সেটা নিশ্চিত করতে যে কোন ম্যাচের টিকিট তারা কাটতে পারবেন। মূল্য পরিশোধের জন্য লিংকও দেওয়া হয়েছে ইমেইলে। নির্ধারিত সময়ের মধ্যে যারা টাকা জমা দিতে পারবেন না, সেই টিকিটগুলো চলে যাবে জেনারেল সেলে। এরপর ‘আগে এলে আগে পাবেন’—এই ভিত্তিতে তখন টিকিটগুলো বিক্রি করা হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫