ক্রীড়া ডেস্ক
চার ম্যাচের চারটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে বাছাইপর্বে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপে ওঠায় ভারত বিপাকে পড়েছে।
ভারতের বেকায়দায় পড়ে যাওয়ার কারণটা সবারই জানা। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৪-২৭ চক্রে ভারত, পাকিস্তানে যেসব আইসিসি ইভেন্ট হবে, সেগুলোতে তারা কেউ একে অপরের দেশে খেলতে যাবে না বলে আইসিসি সিদ্ধান্ত নেয়। সেই আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারত বা পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি কোন দল বিশ্বকাপের ফাইনালে উঠলে সেটাও হবে আয়াজক দেশের বাইরে।
বিসিসিআই-পিসিবির সমঝোতা অনুযায়ী ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপও হাইব্রিড মডেলে হওয়ার কথা। কারণ, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের আয়োজক ভারত। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবারে পাকিস্তান নারী ক্রিকেট দলের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে হতে পারে। যদিও হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, তা বিসিসিআই বা আইসিসি কেউ এখনো নিশ্চিত করেনি। পিসিবিও তাদের নারী ক্রিকেটারদের ভারতে পাঠাবে কি না, সেটা নিয়ে কোনো মন্তব্য করেনি।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান যদি ভারতে খেলতে রাজি না হয়, সেটা বিসিসিআইকেও মানতে হবে। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির আগে দু’দেশের মধ্যে হওয়া সমঝোতা নিয়ে আপত্তি করেননি আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ফলে এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের খরচ অনেক বাড়বে।
২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফর বন্ধ হয়ে গেছে। এমনকি ২০২৩ এশিয়া কাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই দুই মেজর ইভেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত খেলেছে অন্য ভেন্যুতে। ২০২৩ এশিয়া কাপের ম্যাচগুলো ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি-রোহিত শর্মারা তাঁদের ম্যাচগুলো খেলেছেন দুবাইয়ে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
পাকিস্তানের মতো বাংলাদেশ নারী দলও আগেভাগেই নিশ্চিত করতে পারত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। তবে গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে জ্যোতিরা হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি। বাংলাদেশকে তাই অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আগামীকাল বাছাইপর্বের শেষ দিনে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
চার ম্যাচের চারটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে বাছাইপর্বে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপে ওঠায় ভারত বিপাকে পড়েছে।
ভারতের বেকায়দায় পড়ে যাওয়ার কারণটা সবারই জানা। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৪-২৭ চক্রে ভারত, পাকিস্তানে যেসব আইসিসি ইভেন্ট হবে, সেগুলোতে তারা কেউ একে অপরের দেশে খেলতে যাবে না বলে আইসিসি সিদ্ধান্ত নেয়। সেই আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারত বা পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি কোন দল বিশ্বকাপের ফাইনালে উঠলে সেটাও হবে আয়াজক দেশের বাইরে।
বিসিসিআই-পিসিবির সমঝোতা অনুযায়ী ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপও হাইব্রিড মডেলে হওয়ার কথা। কারণ, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের আয়োজক ভারত। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবারে পাকিস্তান নারী ক্রিকেট দলের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে হতে পারে। যদিও হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, তা বিসিসিআই বা আইসিসি কেউ এখনো নিশ্চিত করেনি। পিসিবিও তাদের নারী ক্রিকেটারদের ভারতে পাঠাবে কি না, সেটা নিয়ে কোনো মন্তব্য করেনি।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান যদি ভারতে খেলতে রাজি না হয়, সেটা বিসিসিআইকেও মানতে হবে। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির আগে দু’দেশের মধ্যে হওয়া সমঝোতা নিয়ে আপত্তি করেননি আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ফলে এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের খরচ অনেক বাড়বে।
২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফর বন্ধ হয়ে গেছে। এমনকি ২০২৩ এশিয়া কাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই দুই মেজর ইভেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত খেলেছে অন্য ভেন্যুতে। ২০২৩ এশিয়া কাপের ম্যাচগুলো ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি-রোহিত শর্মারা তাঁদের ম্যাচগুলো খেলেছেন দুবাইয়ে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
পাকিস্তানের মতো বাংলাদেশ নারী দলও আগেভাগেই নিশ্চিত করতে পারত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। তবে গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে জ্যোতিরা হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি। বাংলাদেশকে তাই অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আগামীকাল বাছাইপর্বের শেষ দিনে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫