আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছর আরব আমিরাতে সীমিত ওভারের এই বিশ্ব আসরের শিরোপা জিতেছিল অজিরা। এবার তারা মিশনে নামবে ঘরের মাটিতে সেই শিরোপা ধরে রাখতে।
এখন থেকে চায়ের কাপে ঝড়— বিশ্বকাপের ফাইনালিস্টদের নিয়ে। অনেকে দিচ্ছেন ভবিষ্যদ্বাণী। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, ফের বিশ্বকাপ জিতবে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দল। অধিনায়ক রোহিত শর্মার ভারতকেও ফেবারিট মানছেন তিনি।
পন্টিংয়ের বাজি অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে। সাবেক অজি ব্যাটার মনে করেন, এই দুই দল ফাইনাল খেলবে। আর ফাইনালে ভারতকে হারিয়ে আরেকবার শিরোপা উৎসব করবে অজিরা। আইসিসি রিভিউকে দেওয়া সাক্ষাৎকারে বেশ জোরের সঙ্গে পন্টিং বলেন, ‘আমি মনে করি, ভারত ও অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে। আমি কেবল এতটুকু বলব, তাদের (ভারত) অজিরা ফাইনালে হারাবে।’
গত বছর দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এই আসরের প্রথম চ্যাম্পিয়ন ভারত। গত বছর টিম ইন্ডিয়া ঘরে ফিরেছিল গ্রুপ পর্ব থেকে।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছর আরব আমিরাতে সীমিত ওভারের এই বিশ্ব আসরের শিরোপা জিতেছিল অজিরা। এবার তারা মিশনে নামবে ঘরের মাটিতে সেই শিরোপা ধরে রাখতে।
এখন থেকে চায়ের কাপে ঝড়— বিশ্বকাপের ফাইনালিস্টদের নিয়ে। অনেকে দিচ্ছেন ভবিষ্যদ্বাণী। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, ফের বিশ্বকাপ জিতবে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দল। অধিনায়ক রোহিত শর্মার ভারতকেও ফেবারিট মানছেন তিনি।
পন্টিংয়ের বাজি অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে। সাবেক অজি ব্যাটার মনে করেন, এই দুই দল ফাইনাল খেলবে। আর ফাইনালে ভারতকে হারিয়ে আরেকবার শিরোপা উৎসব করবে অজিরা। আইসিসি রিভিউকে দেওয়া সাক্ষাৎকারে বেশ জোরের সঙ্গে পন্টিং বলেন, ‘আমি মনে করি, ভারত ও অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে। আমি কেবল এতটুকু বলব, তাদের (ভারত) অজিরা ফাইনালে হারাবে।’
গত বছর দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এই আসরের প্রথম চ্যাম্পিয়ন ভারত। গত বছর টিম ইন্ডিয়া ঘরে ফিরেছিল গ্রুপ পর্ব থেকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫