Ajker Patrika

ছন্দে ফিরতে চট্টগ্রাম যাচ্ছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছন্দে ফিরতে চট্টগ্রাম যাচ্ছেন মুশফিক

পারিবারিক কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ খেলা হয়নি। নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও রানখরায় ভুগেছেন মুশফিকুর রহিম। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পেতে মুশফিক ‘এ’ দলের হয়ে হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে খেলতে যাচ্ছেন চট্টগ্রামে। 

গতকাল আজকের পত্রিকাকে বিষয়টি মুশফিক নিজেই নিশ্চিত করেছেন। বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান খেলবেন বলে ‘এ’ ও এইচপি দলের ওয়ানডে সিরিজের সূচি কিছুটা বদলেছে। 

এখন প্রথম দুটি ৫০ ওভারের ম্যাচ হবে ২৮ ও ৩০ সেপ্টেম্বর, বাকিটা ৪ অক্টোবর। মুশফিক প্রথম দুটি ম্যাচ খেলে ফিরবেন ঢাকায়। অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ দল যাবে ওমানে। 

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে কথা বলেনি মুশফিকের ব্যাট। ৫ ম্যাচে ১৩ গড়ে রান করেছেন ৩৯। সর্বোচ্চ রানের ইনিংসটি ২০* রানের। বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পেতেই হয়তো ‘এ’ দলের হয়ে খেলার এই সিদ্ধান্ত মুশফিকের। বিশ্বকাপে মুশফিকের ব্যাটের দিকে যে তাকিয়ে থাকবে বাংলাদেশও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত