সুপার টুয়েলভে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছিল আফগানিস্তান। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষে উড়তে থাকা পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং করে জয়ের জন্য পাকিস্তানকে ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে মোহাম্মদ নবীর দল।
আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই হজরতুল্লাহ জাজাইয়ের উইকেট হারায় আফগানিস্তান। ইমাদ ওয়াসিমের বলে শর্ট থার্ডম্যানে রানের খাতা খোলার আগেই হ্যারিস রউফের হাতে ক্যাচ দেন জাজাই। শাহিন আফ্রিদির পরের ওভারে ফিরে যান আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদ। শুরুতে দুই উইকেট হারালেও পরের ওভারেই ইমাদ ওয়াসিমকে প্রতি আক্রমণ করে আফগানিস্তান। দুই ছয়, এক চারে ওই ওভারে ১৭ রান তোলেন আসগর আফগান ও রহমানুল্লাহ গুরবাজ।
এদের দুজনের কেউই অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। দুজনই ফিরেছেন পাওয়ার প্লের মধ্যেই। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারালেও ৪৯ রান তোলে আফগানিস্তান। উইকেটে থিতু হতে পারেননি নাজিবুল্লাহ জাদরান আর কারিম জানাতও। জানাত ১৫ আর জাদরান ফিরেছেন ২২ রানে। ৭৬ রানে ৬ উইকেট পড়লে আফগানরা যখন দ্রুত অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় তখনই উইকেটে দাঁড়িয়ে যান মোহাম্মদ নবী ও গুলবাদিন নাঈব। সপ্তম উইকেটে এই দুজনের ৪৫ বলে ৭১ রানের জুটিতে ১৪৭ রানের লড়াইয়ের পুঁজি পায় আফগানিস্তান। নবী ২০ বলে ৩০ আর নাঈব ২৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
সুপার টুয়েলভে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছিল আফগানিস্তান। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষে উড়তে থাকা পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং করে জয়ের জন্য পাকিস্তানকে ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে মোহাম্মদ নবীর দল।
আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই হজরতুল্লাহ জাজাইয়ের উইকেট হারায় আফগানিস্তান। ইমাদ ওয়াসিমের বলে শর্ট থার্ডম্যানে রানের খাতা খোলার আগেই হ্যারিস রউফের হাতে ক্যাচ দেন জাজাই। শাহিন আফ্রিদির পরের ওভারে ফিরে যান আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদ। শুরুতে দুই উইকেট হারালেও পরের ওভারেই ইমাদ ওয়াসিমকে প্রতি আক্রমণ করে আফগানিস্তান। দুই ছয়, এক চারে ওই ওভারে ১৭ রান তোলেন আসগর আফগান ও রহমানুল্লাহ গুরবাজ।
এদের দুজনের কেউই অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। দুজনই ফিরেছেন পাওয়ার প্লের মধ্যেই। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারালেও ৪৯ রান তোলে আফগানিস্তান। উইকেটে থিতু হতে পারেননি নাজিবুল্লাহ জাদরান আর কারিম জানাতও। জানাত ১৫ আর জাদরান ফিরেছেন ২২ রানে। ৭৬ রানে ৬ উইকেট পড়লে আফগানরা যখন দ্রুত অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় তখনই উইকেটে দাঁড়িয়ে যান মোহাম্মদ নবী ও গুলবাদিন নাঈব। সপ্তম উইকেটে এই দুজনের ৪৫ বলে ৭১ রানের জুটিতে ১৪৭ রানের লড়াইয়ের পুঁজি পায় আফগানিস্তান। নবী ২০ বলে ৩০ আর নাঈব ২৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫