করোনায় পাকিস্তানে ক্রিকেট ফিরলেও এত দিন মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। এবার ধীরে ধীরে মাঠে দর্শক ফেরানোর ব্যবস্থা করছে পিসিবি। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে বসে বাবর আজমদের খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকেরা। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান।
নিউজিল্যান্ড ক্রিকেট দল এই মুহূর্তে আছে বাংলাদেশে। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে কিউইরা যাবে পাকিস্তানে। সেখানে বাবরদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন টম ল্যাথাম-মার্টিন গাপটিলরা। দুই সংস্করণেই মাঠে দর্শক ফেরানোর কথা জানিয়েছে পিসিবি। এ বিষয়ে জাতীয় কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) কাছ থেকে অনুমতি নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ওয়ানডে সিরিজে আনুমানিক ৪৫০০ দর্শক ও টি-টোয়েন্টি সিরিজে আনুমানিক ৫৫০০ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। এখানে অবশ্য একটি শর্ত রেখেছে পিসিবি। যাঁরা করোনার দুইটি ডোজই দিয়েছেন ও সার্টিফিকেট আছে একমাত্র তারাই টিকিট কেটে মাঠে ঢুকতে পারবেন।
২০০৩ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। কিউইরা সফর চূড়ান্ত করার পর স্বস্তির কথা জানিয়েছিলেন ওয়াসিম খান। মাঠে দর্শক ফেরার অনুমতি পাওয়ায় আরও উচ্ছ্বসিত বোর্ডের এই উচ্চপদস্থ কর্মকর্তা। বলেছেন, ‘দর্শকেরা যেকোনো খেলার প্রাণ। দর্শক মাঠে থাকলে খেলোয়াড়দের মধ্যে আরও ভালো করার তাগিদ বাড়ে। একই সঙ্গে তারা খেলাটা উপভোগ করে। আমরা এনসিওসির কাছে কৃতজ্ঞ।’
মাঠে দর্শক ফিরলে করোনার টিকা নিতে মানুষ আরও আগ্রহী হবে বলে মনে করেন ওয়াসিম খান। বলেছেন, ‘যারা নিয়মিত মাঠে এসে খেলা দেখেন, তারা এখন দ্রুত টিকা নেবেন।’ ওয়াসিম আশা করেন, দর্শকেরা খেলা উপভোগ করার পাশাপাশি মাঠে বসে খেলোয়াড়দের সমর্থন দেবেন। ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে পাকিস্তানের কিউই পরীক্ষা।
করোনায় পাকিস্তানে ক্রিকেট ফিরলেও এত দিন মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। এবার ধীরে ধীরে মাঠে দর্শক ফেরানোর ব্যবস্থা করছে পিসিবি। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে বসে বাবর আজমদের খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকেরা। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান।
নিউজিল্যান্ড ক্রিকেট দল এই মুহূর্তে আছে বাংলাদেশে। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে কিউইরা যাবে পাকিস্তানে। সেখানে বাবরদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন টম ল্যাথাম-মার্টিন গাপটিলরা। দুই সংস্করণেই মাঠে দর্শক ফেরানোর কথা জানিয়েছে পিসিবি। এ বিষয়ে জাতীয় কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) কাছ থেকে অনুমতি নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ওয়ানডে সিরিজে আনুমানিক ৪৫০০ দর্শক ও টি-টোয়েন্টি সিরিজে আনুমানিক ৫৫০০ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। এখানে অবশ্য একটি শর্ত রেখেছে পিসিবি। যাঁরা করোনার দুইটি ডোজই দিয়েছেন ও সার্টিফিকেট আছে একমাত্র তারাই টিকিট কেটে মাঠে ঢুকতে পারবেন।
২০০৩ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। কিউইরা সফর চূড়ান্ত করার পর স্বস্তির কথা জানিয়েছিলেন ওয়াসিম খান। মাঠে দর্শক ফেরার অনুমতি পাওয়ায় আরও উচ্ছ্বসিত বোর্ডের এই উচ্চপদস্থ কর্মকর্তা। বলেছেন, ‘দর্শকেরা যেকোনো খেলার প্রাণ। দর্শক মাঠে থাকলে খেলোয়াড়দের মধ্যে আরও ভালো করার তাগিদ বাড়ে। একই সঙ্গে তারা খেলাটা উপভোগ করে। আমরা এনসিওসির কাছে কৃতজ্ঞ।’
মাঠে দর্শক ফিরলে করোনার টিকা নিতে মানুষ আরও আগ্রহী হবে বলে মনে করেন ওয়াসিম খান। বলেছেন, ‘যারা নিয়মিত মাঠে এসে খেলা দেখেন, তারা এখন দ্রুত টিকা নেবেন।’ ওয়াসিম আশা করেন, দর্শকেরা খেলা উপভোগ করার পাশাপাশি মাঠে বসে খেলোয়াড়দের সমর্থন দেবেন। ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে পাকিস্তানের কিউই পরীক্ষা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫